Ajker Patrika

চুরির লক্ষ্য ব্যাংক গ্রাহক

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
আপডেট : ২৪ নভেম্বর ২০২১, ১৪: ৩১
চুরির লক্ষ্য ব্যাংক গ্রাহক

নগরীতে আর্থিক প্রতিষ্ঠানের বিভিন্ন গ্রাহকদের টার্গেট করে কৌশলে চুরি করত একটি সংঘবদ্ধ চক্র। ওই চক্রে জড়িত সাতজনকে গ্রেপ্তারের পর গতকাল মঙ্গলবার এ সব তথ্য জানায় ডবলমুরিং থানা-পুলিশ।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. ফারুকুজ্জামান ওরফে মুমিন (৩৫), কাজী হাফিজুর রহমান সুমন (৪০), সোহাগ শেখ (৩২), আতাউর রহমান (৪০), একরামুল হক (৩৯), আব্দুল কাদের (৫০) ও হাসান মাহমুদ (৪৪)।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) ডবলমুরিং জোনের সহকারী কমিশনার মো. আরিফ হোসেন বলেন, এক বাসযাত্রীর পকেট থেকে টাকা চুরির ঘটনার তদন্ত করতে গিয়ে চক্রটির সন্ধান পাওয়া যায়।

আরিফ হোসেন বলেন, গত ১০ নভেম্বর টেকনিক্যাল কলেজে পড়ুয়া সাত বন্ধু পতেঙ্গা থেকে দশ নম্বর রুটের একটি বাসে ওঠেন। বাসটি আগ্রাবাদ বাদামতলী এলাকায় পৌঁছালে ফারুকুজ্জামান নামে এক আসামি কৌশলে এক শিক্ষার্থীর প্যান্টের পকেট থেকে ২ হাজার টাকা চুরি করেন। এ সময় তাঁর অন্য বন্ধুরা তা দেখে ফারুকুজ্জামানকে হাতেনাতে আটক করেন। তাঁর সঙ্গে থাকা অপর আসামি সোহাগ শেখকেও আটকের পর ডবলমুরিং থানা-পুলিশে সোপর্দ করা হয়। এ সময় সোহাগের কাছ থেকে ২৫ হাজার টাকা পাওয়া যায়। টাকাগুলো অজ্ঞাত এক ব্যক্তির কাছ থেকে হাতিয়ে নেওয়া বলে জানা যায়। এ ঘটনায় থানায় একটি মামলা হয়।

সহকারী কমিশনার আরিফ আরও বলেন, ওই মামলার তদন্ত করতে গিয়ে গত সোমবার রাতে বন্দর ও পতেঙ্গার বিভিন্ন জায়গা থেকে অন্যদের গ্রেপ্তার করা হয়। চক্রটির সদস্যরা আবাসিক হোটেলে থেকে শহরের বিভিন্ন জায়গায় চুরির পরিকল্পনা করেছিল বলেও জানান তিনি।

প্রাথমিক জিজ্ঞাসাবাদের ওই চক্রের সদস্যরা জানান, দিনের বেলায় তাঁরা বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের যাওয়া গ্রাহকদের টার্গেট করেন। পরে তাঁদের পিছু নিয়ে টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টা করে থাকেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

হাইকোর্টের বিচারপতি হলেন সারজিস আলমের শ্বশুর

কুমিল্লায় দুই ট্যাংকে পানি, তদন্ত শেষ হয়নি ১ মাসে

জিন সম্পাদনায় নতুন সাফল্য, ডায়াবেটিস রোগীদের আর ইনসুলিন নিতে হবে না

কনস্যুলেটে আওয়ামী লীগ নেতা-কর্মীদের হামলা, ব্যবস্থা নিতে মার্কিন পররাষ্ট্র দপ্তরে চিঠি

ট্রাম্পের শুল্ক এড়াতে ১০৩টি বোয়িং বিমান কিনবে দক্ষিণ কোরিয়া

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত