নেত্রকোনা প্রতিনিধি
নেত্রকোনায় তিনটি উপজেলার ২৫টি ইউপিতে ভোট আজ। এরমধ্যে পূর্বধলায় ১০টি, দুর্গাপুরে ৭টি এবং কলমাকান্দায় ৮টি ইউপিতে ভোট হবে। তিন উপজেলায় মোট ভোট কেন্দ্র ১ হাজার ৬৬৭টি। মানুষ উৎসবমুখর পরিবেশে ভোট দেওয়ার প্রত্যাশা করলেও কেন্দ্রে নিজের ভোট পছন্দের প্রার্থীকে দিতে পারবেন কি না সে শঙ্কাও রয়েছে।
অনেক চেয়ারম্যান প্রার্থী ঝুঁকিপূর্ণ কেন্দ্রের কথা নির্বাচন কমিশনকে জানালেও কমিশন থেকে বিশেষ কোনো ব্যবস্থা তাঁরা দেখছেন না। নির্বাচনে কতটি কেন্দ্র ঝুঁকিপূর্ণ ও অধিক ঝুঁকিপূর্ণ সে বিষয়ে পুলিশ কর্মকর্তারা সরাসরি কিছু বলতে চাননি।
তবে জেলা পুলিশের ঊর্ধ্বতন একজন কর্মকর্তা বলেছেন, সব কেন্দ্রই তাদের কাছে গুরুত্বপূর্ণ। যেখান থেকেই কোনো ধরনের বিশৃঙ্খলার খবর আসবে সেখানেই আমরা ব্যবস্থা নেব।
পুলিশ সূত্রে জানা যায়, তিনটি উপজেলার নির্বাচন তদারকির জন্য কেন্দ্রের বাইরে ১৩টি মোবাইল টিম রাখা হবে। প্রতিটি মোবাইল টিমে ৬ জন করে সদস্য থাকবে। এ ছাড়া স্টাইকিং টিম থাকবে। প্রতি স্টাইকিং টিমে ৮ জন করে সদস্য থাকবে। রিজার্ভ টিম থাকবে। একটি রিজার্ভ টিমে ১৫ জন করে সদস্য থাকবে। তা ছাড়া র্যাব, বিজিবি সদস্যরা টহলে থাকবে। মাঠ থাকবেন নির্বাহী ম্যাজিস্ট্রেটরা। প্রতি কেন্দ্রে ১৭ জন করে আনসার থাকবে। ফলে এখানে অধিক গুরুত্বপূর্ণ বা কম গুরুত্বপূর্ণ কোনো বিষয় দেখছে না পুলিশ প্রশাসন। তাদের কাছে সব কেন্দ্রই সমান গুরুত্বপূর্ণ।
জানা গেছে, জেলায় মাত্র কয়েকটি ইউপি ছাড়া বাকিগুলোয় সুষ্ঠুভাবেই নির্বাচনী প্রচারণা শেষ হয়েছে। তবে পূর্বধলার উপজেলার বৈরাটি, দুর্গাপুর উপজেলার চণ্ডিগড় ও কলমাকান্দা উপজেলার লেঙ্গুরা এলাকায় সংঘর্ষ, মোটরসাইকেল ভাঙচুর ও নির্বাচনী ক্যাম্প পুড়িয়ে দেওয়ার ঘটনা ঘটেছে। তবে জেলা নির্বাচন কর্মকর্তা ঝুঁকিপূর্ণ কেন্দ্র নেই বলে জানালেও প্রার্থীদের অনেকেই ঝুঁকিপূর্ণ কেন্দ্রের কথা বলেছেন।
অনেক জায়গায় আওয়ামী লীগ প্রার্থীর সমর্থকেরা বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের আবার বিদ্রোহী প্রার্থীর সমর্থকেরা আওয়ামী লীগ প্রার্থীর সমর্থকদের হুমকি ধামকি অভিযোগ করেছেন।
কলমাকান্দা উপজেলার লেঙ্গুরা ইউপির বর্তমান চেয়ারম্যান এবং স্বতন্ত্র প্রার্থী সাঈদুর রহমান ভূঁইয়া বলেন, আমার ইউনিয়নে লেঙ্গুরা বাজার, গোড়াগাঁওসহ বেশ কয়েকটি ঝুঁকিপূর্ণ কেন্দ্র রয়েছে।
এগুলো নিয়ে তিনি উপজেলা রিটার্নিং কর্মকর্তা বরাবর অভিযোগও করেছেন। তবে এই ইউপিতে আওয়ামী লীগের প্রার্থী রফিকুল ইসলাম বলেন, আনারসের কর্মীরা আমার নির্বাচনী ক্যাম্পে রাতের আঁধারে আগুন ধরিয়ে দিয়েছে।
অন্যদিকে দুর্গাপুর উপজেলার চণ্ডিগড় ইউপিতে স্বতন্ত্র প্রার্থী (আওয়ামী লীগের বিদ্রোহী) মো. এমদাদুল হক আলম সরকার বলেন, আওয়ামী লীগের কাজল বিএনপির এক জেলার নেতাকে নিয়ে তার কর্মী সমর্থকদের ওপর হামলা, হুমকি, মারধর করেছে।
তিনি এরই মধ্যে উপজেলা রিটার্নিং কর্মকর্তাকে তার ইউনিয়নের ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলো সম্পর্কে অবহিত করেছেন। পূর্বধলা উপজেলার বৈরটি ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী মুহাম্মদ আনিসুজ্জামান তালুকদার বলেন,আওয়ামী লীগের প্রার্থীর কর্মীরা আমার কর্মীদের ওপর হামলা করেছে। গত বুধবার রাতে ইউনিয়নের আলমপুর বাজারে আমার কর্মীদের ওপর হামলা চালানো হয়। এতে আমার চারজন কর্মী গুরুতর আহত হন।
দুর্গাপুর উপজেলার চণ্ডীগড় ইউনিয়নের বড়ইউন্দ এলাকার ভোটার রামিসা আক্তার বলেন, এবার আমি প্রথম ভোট দিব ভেবে আনন্দ হচ্ছে। কিন্তু শঙ্কায় আছি ভোটকেন্দ্রে কোন ঝামেলা হবে কি না।
কারণ আমাদের ইউনিয়নে প্রতীক বরাদ্দ হওয়ার পর থেকে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে বিভিন্ন সময় ধাওয়া-পাল্টা ধাওয়াসহ মারামারি ঘটনা ঘটেছে। এসব বিষয় দেখে সুষ্ঠু ভোট নিয়ে চিন্তিত আছি।
এ বিষয়ে জেলা নির্বাচন কর্মকর্তা জেলা নির্বাচন কর্মকর্তা আব্দুল লতিফ শেখ জানান, ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলো সম্পর্কে উপজেলা নির্বাচন কর্মকর্তা বলতে পারবেন।
নেত্রকোনার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) ফখরুজ্জামান জুয়েল বলেন, আমাদের কাছে অধিক গুরুত্বপূর্ণ বা বিশেষ কোনো কেন্দ্র নেই। সকল কেন্দ্রই গুরুত্বপূর্ণ এই চিন্তা-ভাবনা থেকে কাজ করছি। তারপর যেখান থেকেই কোনো ধরনের বিশৃঙ্খলার খবর আসবে সেখানেই আমরা ব্যবস্থা নেব।
নেত্রকোনার জেলা পুলিশ সুপার আকবর আলী মুনসী বলেন, নির্বাচনে কোনো ধরনের অরাজকতা বরদাস্ত করা হবে না। এখানে ঝুঁকিপূর্ণ বা স্বাভাবিক কোনো বিষয় নেই। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের দায়িত্ব পালন করে যাবে।
নেত্রকোনায় তিনটি উপজেলার ২৫টি ইউপিতে ভোট আজ। এরমধ্যে পূর্বধলায় ১০টি, দুর্গাপুরে ৭টি এবং কলমাকান্দায় ৮টি ইউপিতে ভোট হবে। তিন উপজেলায় মোট ভোট কেন্দ্র ১ হাজার ৬৬৭টি। মানুষ উৎসবমুখর পরিবেশে ভোট দেওয়ার প্রত্যাশা করলেও কেন্দ্রে নিজের ভোট পছন্দের প্রার্থীকে দিতে পারবেন কি না সে শঙ্কাও রয়েছে।
অনেক চেয়ারম্যান প্রার্থী ঝুঁকিপূর্ণ কেন্দ্রের কথা নির্বাচন কমিশনকে জানালেও কমিশন থেকে বিশেষ কোনো ব্যবস্থা তাঁরা দেখছেন না। নির্বাচনে কতটি কেন্দ্র ঝুঁকিপূর্ণ ও অধিক ঝুঁকিপূর্ণ সে বিষয়ে পুলিশ কর্মকর্তারা সরাসরি কিছু বলতে চাননি।
তবে জেলা পুলিশের ঊর্ধ্বতন একজন কর্মকর্তা বলেছেন, সব কেন্দ্রই তাদের কাছে গুরুত্বপূর্ণ। যেখান থেকেই কোনো ধরনের বিশৃঙ্খলার খবর আসবে সেখানেই আমরা ব্যবস্থা নেব।
পুলিশ সূত্রে জানা যায়, তিনটি উপজেলার নির্বাচন তদারকির জন্য কেন্দ্রের বাইরে ১৩টি মোবাইল টিম রাখা হবে। প্রতিটি মোবাইল টিমে ৬ জন করে সদস্য থাকবে। এ ছাড়া স্টাইকিং টিম থাকবে। প্রতি স্টাইকিং টিমে ৮ জন করে সদস্য থাকবে। রিজার্ভ টিম থাকবে। একটি রিজার্ভ টিমে ১৫ জন করে সদস্য থাকবে। তা ছাড়া র্যাব, বিজিবি সদস্যরা টহলে থাকবে। মাঠ থাকবেন নির্বাহী ম্যাজিস্ট্রেটরা। প্রতি কেন্দ্রে ১৭ জন করে আনসার থাকবে। ফলে এখানে অধিক গুরুত্বপূর্ণ বা কম গুরুত্বপূর্ণ কোনো বিষয় দেখছে না পুলিশ প্রশাসন। তাদের কাছে সব কেন্দ্রই সমান গুরুত্বপূর্ণ।
জানা গেছে, জেলায় মাত্র কয়েকটি ইউপি ছাড়া বাকিগুলোয় সুষ্ঠুভাবেই নির্বাচনী প্রচারণা শেষ হয়েছে। তবে পূর্বধলার উপজেলার বৈরাটি, দুর্গাপুর উপজেলার চণ্ডিগড় ও কলমাকান্দা উপজেলার লেঙ্গুরা এলাকায় সংঘর্ষ, মোটরসাইকেল ভাঙচুর ও নির্বাচনী ক্যাম্প পুড়িয়ে দেওয়ার ঘটনা ঘটেছে। তবে জেলা নির্বাচন কর্মকর্তা ঝুঁকিপূর্ণ কেন্দ্র নেই বলে জানালেও প্রার্থীদের অনেকেই ঝুঁকিপূর্ণ কেন্দ্রের কথা বলেছেন।
অনেক জায়গায় আওয়ামী লীগ প্রার্থীর সমর্থকেরা বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের আবার বিদ্রোহী প্রার্থীর সমর্থকেরা আওয়ামী লীগ প্রার্থীর সমর্থকদের হুমকি ধামকি অভিযোগ করেছেন।
কলমাকান্দা উপজেলার লেঙ্গুরা ইউপির বর্তমান চেয়ারম্যান এবং স্বতন্ত্র প্রার্থী সাঈদুর রহমান ভূঁইয়া বলেন, আমার ইউনিয়নে লেঙ্গুরা বাজার, গোড়াগাঁওসহ বেশ কয়েকটি ঝুঁকিপূর্ণ কেন্দ্র রয়েছে।
এগুলো নিয়ে তিনি উপজেলা রিটার্নিং কর্মকর্তা বরাবর অভিযোগও করেছেন। তবে এই ইউপিতে আওয়ামী লীগের প্রার্থী রফিকুল ইসলাম বলেন, আনারসের কর্মীরা আমার নির্বাচনী ক্যাম্পে রাতের আঁধারে আগুন ধরিয়ে দিয়েছে।
অন্যদিকে দুর্গাপুর উপজেলার চণ্ডিগড় ইউপিতে স্বতন্ত্র প্রার্থী (আওয়ামী লীগের বিদ্রোহী) মো. এমদাদুল হক আলম সরকার বলেন, আওয়ামী লীগের কাজল বিএনপির এক জেলার নেতাকে নিয়ে তার কর্মী সমর্থকদের ওপর হামলা, হুমকি, মারধর করেছে।
তিনি এরই মধ্যে উপজেলা রিটার্নিং কর্মকর্তাকে তার ইউনিয়নের ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলো সম্পর্কে অবহিত করেছেন। পূর্বধলা উপজেলার বৈরটি ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী মুহাম্মদ আনিসুজ্জামান তালুকদার বলেন,আওয়ামী লীগের প্রার্থীর কর্মীরা আমার কর্মীদের ওপর হামলা করেছে। গত বুধবার রাতে ইউনিয়নের আলমপুর বাজারে আমার কর্মীদের ওপর হামলা চালানো হয়। এতে আমার চারজন কর্মী গুরুতর আহত হন।
দুর্গাপুর উপজেলার চণ্ডীগড় ইউনিয়নের বড়ইউন্দ এলাকার ভোটার রামিসা আক্তার বলেন, এবার আমি প্রথম ভোট দিব ভেবে আনন্দ হচ্ছে। কিন্তু শঙ্কায় আছি ভোটকেন্দ্রে কোন ঝামেলা হবে কি না।
কারণ আমাদের ইউনিয়নে প্রতীক বরাদ্দ হওয়ার পর থেকে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে বিভিন্ন সময় ধাওয়া-পাল্টা ধাওয়াসহ মারামারি ঘটনা ঘটেছে। এসব বিষয় দেখে সুষ্ঠু ভোট নিয়ে চিন্তিত আছি।
এ বিষয়ে জেলা নির্বাচন কর্মকর্তা জেলা নির্বাচন কর্মকর্তা আব্দুল লতিফ শেখ জানান, ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলো সম্পর্কে উপজেলা নির্বাচন কর্মকর্তা বলতে পারবেন।
নেত্রকোনার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) ফখরুজ্জামান জুয়েল বলেন, আমাদের কাছে অধিক গুরুত্বপূর্ণ বা বিশেষ কোনো কেন্দ্র নেই। সকল কেন্দ্রই গুরুত্বপূর্ণ এই চিন্তা-ভাবনা থেকে কাজ করছি। তারপর যেখান থেকেই কোনো ধরনের বিশৃঙ্খলার খবর আসবে সেখানেই আমরা ব্যবস্থা নেব।
নেত্রকোনার জেলা পুলিশ সুপার আকবর আলী মুনসী বলেন, নির্বাচনে কোনো ধরনের অরাজকতা বরদাস্ত করা হবে না। এখানে ঝুঁকিপূর্ণ বা স্বাভাবিক কোনো বিষয় নেই। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের দায়িত্ব পালন করে যাবে।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
১৬ জানুয়ারি ২০২৫গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪