Ajker Patrika

স্ত্রীর মামলায় আট বছর পর কারাগারে

নোয়াখালী প্রতিনিধি
আপডেট : ১৭ নভেম্বর ২০২১, ১৫: ৩৫
স্ত্রীর মামলায় আট বছর পর কারাগারে

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার আলাইয়াপুর ইউনিয়নে স্ত্রীর করা মামলায় প্রায় আট বছর পর নুরুল ইসলাম (৩৯) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত সোমবার রাতে গ্রেপ্তারের পর গতকাল মঙ্গলবার দুপুরে আদালতের নির্দেশে তাঁকে কারাগারে পাঠানো হয়।

গ্রেপ্তার নুরুল ইসলাম উপজেলার আলাইয়াপুর ইউনিয়নের ধৃতপুর গ্রামের আবু বোরহান পাটোয়ারির ছেলে।

মামলা হওয়ার পরপরই নুরুল ইসলাম ওমানে চলে যান। সম্প্রতি দেশে ফিরলে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে।

পুলিশ জানায়, ২০১২ সালে লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ থানার চোপুল্লি ইউনিয়নের জয়পুর গ্রামের খলিলুর রহমানের মেয়ে খালেদা আক্তার পনির সঙ্গে বিয়ে হয় নুরুল ইসলামের। বিয়ের দুই বছর পর শ্বশুরবাড়ির লোকজনের সঙ্গে তাঁর বিরোধ বাধে। এর জের ধরে স্বামীসহ শ্বশুরের পরিবারের লোকজনকে আসামি করে আদালতে মামলা করেন খালেদা আক্তার পনি। মামলার পরপরই গ্রেপ্তার এড়াতে ওমান চলে যান নুরুল ইসলাম।

বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহেদুল হক রনি জানান, ওই মামলায় নুরুল ইসলামকে দেড় বছরের কারাদণ্ড দেন আদালত। এরপর থেকে দীর্ঘদিন ওমানেই ছিলেন তিনি। গত ১৩ অক্টোবর দেশে ফেরেন নুরুল ইসলাম। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে গত সোমবার রাতে তাঁকে গ্রেপ্তার করা হয়। পরে আদালতে হাজির করলে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

পিটুনিতে নিহত সেই শামীম মোল্লাকে বহিষ্কার করল জাবি প্রশাসন, সমালোচনার ঝড়

চিন্ময় দাসের জামিন স্থগিতের আবেদন, শুনানি রোববার

মধুপুরে বিদ্যালয়ে ঢুকে শিক্ষককে জুতাপেটা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত