Ajker Patrika

আশ্রয়ণকেন্দ্রে নান্দনিক সবজির খামার

ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি
আপডেট : ২৭ ডিসেম্বর ২০২১, ১৬: ৪৮
আশ্রয়ণকেন্দ্রে নান্দনিক সবজির খামার

বাগেরহাটের ফকিরহাট উপজেলার ভূমিহীন ও গৃহহীন দরিদ্র মানুষের আশ্রয়ণ প্রকল্পের মাধ্যমে জমিসহ ঘর দেওয়া হয়েছিল। সেখানের বাসিন্দারা তাঁদের আঙিনায় নান্দনিক সবজি বাগান গড়ে তুলেছেন। সৌন্দর্যের পাশাপাশি বিষমুক্ত নিরাপদ ও সতেজ সবজি উৎপাদনের মাধ্যমে নিজেদের পুষ্টি নিশ্চিত করার জন্য এ বাগান করেছেন বলে জানান তাঁরা।

গতকাল রোববার উপজেলার পিলজংগ ইউনিয়নের বৈলতলী গ্রামে বঙ্গবন্ধু পল্লি-১-এর ৩ নম্বর ঘরের বাসিন্দা সাথী বেগম, ৫ নম্বর ঘরের শারমিন, ৮ নম্বর ঘরের জালাল শেখ ও ১৭ নম্বর ঘরের রাজিয়া বেগম জানান, সবজির দাম বেশি হওয়ায় তাঁরা অনেকে মিলে পতিত জমিতে আটটি সবজি খামার তৈরি করে নিজেদের চাহিদা পূরণ করছেন। তাদের এ কাজে বীজ ও পরামর্শ দিয়ে সহযোগিতা করছে উপজেলা কৃষি অফিস।

কৃষি অফিসের লোকজন মাঝে মধ্যে বাগান পরিদর্শন করে বিভিন্ন পরামর্শ দিয়ে থাকে বলে জানান সেখানকার বাসিন্দা শারমিন বেগম।

বাগানের অংশীদার আশুরা বেগম বলেন, গোবর সার দিয়ে নিরাপদ উপায়ে তাঁরা সবজি চাষ করছেন। নিজেদের প্রয়োজন মতো তা যখন-তখন খেতেও পারছেন। ভবিষ্যতে কৃষিজমি পেলে সবজিখেত বড় করতে চান বলে জানান তিনি।

উপজেলা কৃষি কৃষি কর্মকর্তা কৃষিবিদ নাছরুল মিল্লাত বলেন, আশ্রয়ণ প্রকল্পের ঘর পাওয়া মানুষজন দরিদ্র সীমার নিচে বসবাস করে। তাঁদের পুষ্টি নিশ্চিত করতে কৃষি অফিস থেকে সব রকম সহযোগিতা করে আটটি সবজি প্রদর্শনী প্লোট করে দেওয়া হয়েছে। এখানে উৎপাদিত ফসল দরিদ্র মানুষের পুষ্টিমান বৃদ্ধিতে সহায়তা করবে। একই সঙ্গে অন্যরাও এটা দেখে উদ্বুদ্ধ হবে বলে তিনি আশা করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নারী কমিশনের রিপোর্ট বাতিল হলে অন্যগুলোও বাতিলযোগ্য: উমামা ফাতেমা

খালেদা জিয়ার দেশে ফেরার ফ্লাইট থেকে সরানো হলো দুই কেবিন ক্রু

সেদ্ধ ডিমের খোসা ছাড়ানোর সহজ উপায় জানালেন বিজ্ঞানীরা

নারী কমিশন তৈরির জন্য জুলাই বিপ্লবে কেউ জীবন দেয়নি: মাহমুদুর রহমান

প্রাথমিকে আবার চালু হচ্ছে বৃত্তি পরীক্ষা: গণশিক্ষা উপদেষ্টা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত