Ajker Patrika

পণ্য তুলে ট্রাক নিয়ে উধাও, ৪ জন গ্রেপ্তার

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ১৪ ডিসেম্বর ২০২১, ১৬: ৫৪
পণ্য তুলে ট্রাক নিয়ে উধাও, ৪ জন গ্রেপ্তার

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় প্রতারক চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-১২। এ সময় প্রতারণার কাজে ব্যবহৃত ট্রাকটি জব্দ করা হয়।

গতকাল সোমবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন র‍্যাব-১২-এর অধিনায়ক রফিকুল ইসলাম।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন সিরাজগঞ্জ জেলার বেলকুচি থানার রাজাপুর গ্রামের ট্রাকমালিক মো. আব্দুল আলীম, সলঙ্গা থানার রাণীনগর গ্রামের মো. জাবেদ আলী, বেলকুচি থানার আমবাড়িয়া গ্রামের মো. রাসেল রানা ও কামারখন্দ থানার ভদ্রঘাট এলাকার শামীম হোসেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, লালমনিরহাটের ভুট্টা ব্যবসায়ী আলিবর রহমান গত ১৫ সেপ্টেম্বর এক প্রতিষ্ঠান থেকে ১৫ টন ভুট্টা কেনেন। এরপর নরসিংদী জেলার শহীদনগর এলাকায় জান্নাত ফিড মিলে পাঠানোর জন্য একটি ট্রাক ভাড়া করেন। কিন্তু ট্রাকচালক সঠিক গন্তব্যে না গিয়ে অন্যত্র মালগুলো বিক্রি করে দেন। পরে ট্রাকটির চালক ও সহযোগীর সঙ্গে যোগাযোগ করলে তাঁদের ফোন বন্ধ পাওয়া যায়।

এ বিষয়ে ভুক্তভোগীরা মামলা করেন। একসময় তাঁরা জানতে পারেন এ রকম প্রতারক চক্র সিরাজগঞ্জে আছে। পরে তাঁরা সিরাজগঞ্জ র‍্যাব-১২ কে বিষয়টি জানান। র‍্যাব-১২ প্রযুক্তির সাহায্যে চার-পাঁচ দিন বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে প্রতারক চক্রের মূল হোতাসহ চারজনকে গ্রেপ্তার করে।

প্রাথমিক অনুসন্ধান ও জিজ্ঞাসাবাদে জানা যায়, এই প্রতারক চক্রটি দীর্ঘদিন পরিবহন ব্যবহার করে বিভিন্নভাবে প্রতারণা করে মালামাল আত্মসাৎ করে আসছিল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত