Ajker Patrika

কনস্টেবল পদে নিয়োগে ২৩ জনকে বাছাই

পিরোজপুর প্রতিনিধি
আপডেট : ১৬ নভেম্বর ২০২১, ১৪: ৪১
কনস্টেবল পদে নিয়োগে ২৩ জনকে বাছাই

পিরোজপুরে স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে ১৩০ টাকায় জেলা পুলিশে ২ নারীসহ ২৩ কনস্টেবল নিয়োগের জন্য বাছাই করেছে পুলিশ বিভাগ। গতকাল সোমবার দুপুরে জেলা পুলিশ লাইনসে এক ব্রিফিংয়ে এ কথা জানান পুলিশ সুপার মোহাম্মাদ সাইদুর রহমান।

পুলিশ সুপার জানান, নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়ার পর যাতে কেউ দালাল বা মধ্যস্বত্বভোগীর কবলে না পড়েন, এ জন্য এলাকায় মাইকিং করা, মসজিদে নামাজের সময় মানুষকে জানানো এবং স্থানীয় পত্রিকাগুলোয় প্রচার করে স্বচ্ছভাবে এ নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে।

পুলিশ সুপার আরও বলেন, শারীরিক ও মানসিকভাবে সক্ষম এবং মেধাবীদের নিয়োগ দেওয়ার জন্য চেষ্টা করা হয়েছে।

এক প্রশ্নের উত্তরে পুলিশ সুপার জানান, ৮০০ পুরুষ ও ১০০ নারী প্রার্থী আবেদন করলেও বাছাই পর্বে ৬৯৪ জন উপস্থিত হন। বিভিন্ন পরীক্ষা–নিরীক্ষার মধ্য দিয়ে এবং লিখিত পরীক্ষা শেষে ৫৩ জন উত্তীর্ণ হন। আইজিপির নির্দেশনা অনুযায়ী,৭টি স্তরের বাছাই প্রক্রিয়া শেষে ২ জন নারীসহ ২৩ জনকে প্রাথমিকভাবে এবং অপেক্ষমাণ হিসেবে আরও ৫ জনকে চূড়ান্ত করা হয়েছে। এর পরে ডাক্তারি পরীক্ষা ও পুলিশ ভেরিফিকেশন শেষে তাঁদের চূড়ান্তভাবে নিয়োগ দেওয়া হবে।

প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার খাইরুল ইসলাম, প্রেসক্লাবের আহ্বায়ক গৌতম রায় চৌধুরীসহ বিভিন্ন গণমাধ্যম কর্মীরা।

পরে নির্বাচিত ২৩ সদস্যকে ফুল দিয়ে বরণ করে নেন পুলিশ সুপার মোহাম্মাদ সাইদুর রহমান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জোরপূর্বক অপুর স্বীকারোক্তি নিয়েছেন বিএনপির ইশরাক, এনসিপির ব্যবস্থা করা সংবাদ সম্মেলনে দাবি স্ত্রীর

‘মিরপুরের উইকেটের পাশে পুঁইশাক বের হচ্ছে, এত বছর হয়নি কেন’

ভোররাতে হাঁসের মাংস খেতে ৩০০ ফুটে যান আসিফ মাহমুদ, না পেয়ে যান ওয়েস্টিনে

উপদেষ্টা ফরিদা আখতার ভুলভাবে কথা বলেছেন: প্রেস সচিব

নীলা মার্কেটের হাঁসের মাংস নাকি ওয়েস্টিনের—কোনটি সেরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত