Ajker Patrika

কাজে ফেরার অপেক্ষায় আছি

কাজে ফেরার অপেক্ষায় আছি

আমি একটা নতুন জীবন পেয়েছি। সবার দোয়া ও ভালোবাসা আছে বলেই আজ আমি কথা বলতে পারছি। হাসপাতাল থেকে বাসায় এসেছি বলে পুরোপুরি সুস্থ নই। সাত দিন পর আবার আসতে হবে। পুড়ে যাওয়া রোগীদের সুস্থ হতে একটু সময় লাগে।

সেদিন যা হয়েছিল
ওই দিন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের বর্ষপূর্তি অনুষ্ঠানে আমার পারফর্ম করার কথা ছিল। অনুষ্ঠানে ওড়ানোর জন্য আনা বেলুনগুলো ঠিকঠাক উড়ছিল না। সেগুলো পেছনে এনে বেলুন যিনি এনেছেন, তিনি দেশলাই দিয়ে সুতা কেটে একটা একটা করে ওড়ানোর চেষ্টা করছিলেন। আমি পাশেই দাঁড়িয়ে ছিলাম। হঠাৎ করেই বিকট শব্দে বেলুনগুলো ফেটে যায়। গ্যাস এসে মুখে ও শরীরে লাগে।

পথ যেন শেষই হয় না
কাউকে যদি জিজ্ঞেস করি, বাড়ি থেকে স্কুলে যেতে কত মিনিট লাগবে? বলে, এমনিতে হেঁটে গেলে ১০ মিনিট। কুকুর তাড়া দিলে তিন মিনিট। গাজীপুর টু বার্ন ইউনিট—এখানকার দূরত্ব এমনিতেই তিন-চার ঘণ্টা। আর যদি বার্ন অবস্থায় হয়, আমার কাছে মনে হয়েছিল হাজার বছরের দূরত্ব। পথ শেষ হচ্ছে না তো হচ্ছেই না। গাজীপুর থেকে রওনা দিয়ে ঘণ্টা দেড়েক চলে গেছে, বাইরে তাকিয়ে দেখি, তখনো গাজীপুরে। এক সময় টঙ্গী শুরু হলো। চেষ্টা করছিলাম যতভাবে নিজের মনোযোগটা অন্যদিকে সরানো যায়! কিন্তু পথ যেন শেষ হচ্ছিল না।

মিস করেছি খোলা আকাশ
আমি খুব চঞ্চল প্রকৃতির। এক জায়গায় স্থির থাকতে পারি না। খোলা আকাশ আর মানুষের সঙ্গ আমাকে খুব টানে। এই এক মাস বেশি মিস করেছি খোলা আকাশ। হাসপাতালের বন্দী জীবন খুব খারাপ লেগেছে।

অশেষ কৃতজ্ঞতা
আমার এ সুস্থতার পেছনে ওষুধ যতটা কাজ করেছে, চিকিৎসকদের আন্তরিকতা তারও বেশি কাজ করেছে। পুলিশ প্রশাসন, চিকিৎসক, সাংবাদিকসহ সারা দেশের মানুষ, যাঁরা আমার জন্য দোয়া করেছেন, সবার প্রতি কৃতজ্ঞতার শেষ নেই।

কাজে ফেরা
খুব দ্রুত আবার কাজে ফিরব। আমি শো করার জন্য অপেক্ষা করছি। সবার দোয়া ও সহযোগিতা পেলে খুব তাড়াতাড়ি শুরু করব।
   

(অনুলিখন)

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

রাজধানীতে গুলিতে নিহত মামুন শীর্ষ সন্ত্রাসী ইমনের প্রধান সহযোগী

আসিফ ক্ষমা না চাইলে অ্যাকশনে যাওয়ার হুমকি ফুটবলারদের

দিনদুপুরে রাজধানীতে হাসপাতালের সামনে এক ব্যক্তিকে গুলি করে হত্যা

উপদেষ্টা ফরিদা আখতারের ব্যবসাপ্রতিষ্ঠানের সামনে ককটেল বিস্ফোরণ

আজকের রাশিফল: প্রপোজের জন্য বিপজ্জনক দিন, গ্রহরা একগুঁয়েমিটা ছাড়তে বলছে

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ