Ajker Patrika

এবার পুরস্কার ক্রিকেট সরঞ্জাম

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২২, ১১: ০৪
এবার পুরস্কার ক্রিকেট সরঞ্জাম

ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিসের (সিসিডিএম) অধীনে প্রথম, দ্বিতীয়, তৃতীয় বিভাগ ক্রিকেট ও তৃতীয় বিভাগের বাছাইয়ে প্রচারের আলো সাধারণত কমই পড়ে। ঢাকা মহানগরের এই লিগগুলো আলোচনায় আসে সাধারণত নেতিবাচক ঘটনায়।

দেশের পেশাদার ক্রিকেটের এই স্তরগুলো বিতর্কমুক্ত রাখা বিসিবির বর্তমান স্ট্যান্ডিং কমিটির বড় একটা চ্যালেঞ্জ। নতুন কমিটি এই চ্যালেঞ্জ কতটা উতরে যাবে, সময় বলে দেবে। তবু গত পরশু সিসিডিএমের সভায় নতুন কিছু সিদ্ধান্ত এসেছে। সাধারণত এক মৌসুমে এক খেলোয়াড় একটি লিগই খেলার সুযোগ পান। এতে বছরের একটা বড় সময় প্রতিযোগিতামূলক ক্রিকেটের বাইরে থাকতে হয় ক্রিকেটারদের। এখানে সিসিডিএম বিকল্প একটি উপায় বের করেছে। সিসিডিএম চেয়ারম্যান সালাহউদ্দিন চৌধুরী আজকের পত্রিকাকে বললেন, ‘দ্বিতীয় ও তৃতীয় বিভাগের একজন খেলোয়াড় মৌসুম শেষে সারা বছর প্রায় বসেই থাকে। যারা দ্বিতীয় ও তৃতীয় বিভাগের সেরা পারফরমার, তাদের প্রথম বিভাগেও খেলার সুযোগ করে দিচ্ছি। প্রথম বিভাগের প্রতিটি দল একজন করে নিচের দুটি স্তরের খেলোয়াড় নিতে পারবে। এই খেলোয়াড়দের তালিকা সিসিডিএমই করে দেবে।’

এখন থেকে প্রতি মৌসুমে প্রথম, দ্বিতীয় ও তৃতীয়—প্রতিটি বিভাগ থেকে ১০ জন করে সেরা ৩০ ক্রিকেটারকে পুরস্কৃত করা হবে ক্রিকেট সরঞ্জাম কিনে দিয়ে। সিসিডিএম চেয়ারম্যান বললেন, ‘তৃতীয় বিভাগ থেকে সেরা ৩ ব্যাটার, বোলার, অলরাউন্ডার ও একজন উইকেটকিপার। একইভাবে দ্বিতীয় ও তৃতীয় বিভাগ থেকে নির্বাচন করা হবে। সেরা পারফরমাররা যেন ভালো মানের সরঞ্জাম দিয়ে অনুশীলন ও ক্রিকেট খেলতে পারে, নিজেদের প্রতিভা বিকশিত করতে পারে, এ কারণেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

দেশের অভিজ্ঞ ক্রিকেট সংগঠকদের সঙ্গে কথা বলে অবশ্য জানা গেল, একটা সময় ম্যাচের পারফরমারদের এ ধরনের পুরস্কার দেওয়ার রীতি ছিল, যেটি নিকট অতীতে বন্ধ ছিল। পরশুর সভায় আরও একটি সিদ্ধান্ত নিয়ে সালাহউদ্দিন বললেন, ‘প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বিভাগে আগে মুখে মুখে ম্যাচসেরা ঘোষণা দেওয়া হতো, তেমন কোনো স্মারক বা ক্রেস্ট দেওয়া হতো না। এখন থেকে প্রথম বিভাগের সব ম্যাচে; দ্বিতীয় ও তৃতীয় বিভাগের সুপার লিগের ম্যাচে খেলোয়াড়দের ক্রেস্ট বা পারফরম্যান্সের দৃশ্যমান স্বীকৃত দেওয়া হবে।’

এই মুহূর্তে চলতে থাকা দ্বিতীয় বিভাগ ক্রিকেট শেষ হওয়ার কথা ২৩ ফেব্রুয়ারি। দ্বিতীয় বিভাগ শেষ হতেই ২৫ কিংবা ২৬ ফেব্রুয়ারি প্রথম বিভাগ ক্রিকেট শুরুর সিদ্ধান্ত সিসিডিএমের। দলবদলের সম্ভাব্য তারিখ ১৪ ও ১৫ ফেব্রুয়ারি। প্রথম বিভাগের ক্লাবগুলো লিগ শুরুর আগে একটি প্রস্তুতিমূলক টুর্নামেন্ট খেলতে চায়। এ চাওয়া পূরণে সিসিডিএম ফেব্রুয়ারির তৃতীয় সপ্তাহে একটি টি-টোয়েন্টি টুর্নামেন্ট আয়োজন করবে। সিসিডিএম চেয়ারম্যান বললেন, ‘ক্লাবগুলো একটা করে অনুশীলন ম্যাচ খেলতে চেয়েছে। এ কারণে লিগের আগে একটা টি-টোয়েন্টি টুর্নামেন্ট আয়োজনের সিদ্ধান্ত নিয়েছি। এবার আমরা আগে মাঠ নিশ্চিত করছি। মাঠ নিশ্চিত থাকলে দলগুলোর ব্যয় কমে যায়, টুর্নামেন্টের দৈর্ঘ্যও ছোট হয় আর ঠিকঠাক চালানো যায়। দ্বিতীয় বিভাগ মাঠ নিশ্চিত করে টুর্নামেন্ট শুরু করায় দলগুলো যে স্বস্তিতে খেলতে পারছে, প্রথম বিভাগেও একই কাজ করছি।’

ঢাকার পেশাদার ক্রিকেটকে স্বচ্ছ আর বিতর্কমুক্ত রাখতে সিসিডিএমের উদ্যোগ নিয়ে সালাহউদ্দিন বললেন, ‘অফিশিয়াল ও দলগুলোর অধিনায়কদের বলা হয়েছে কোথাও কোনো সমস্যা দেখলে দ্রুত সিসিডিএমকে রিপোর্ট করবে। সিসিডিএম ২৪ ঘণ্টার মধ্যে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।’

তারকাদের ছাড়াই ডিপিএল
পরশু সিসিডিএমের সভায় আলোচনা হয়েছে এবারের ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) নিয়েও। মার্চের প্রথম সপ্তাহে হতে পারে দলবদল। আর মার্চের মাঝামাঝি সময়ে শুরু হতে পারে প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট। একই সময়ে আবার বাংলাদেশ দল যাবে দক্ষিণ আফ্রিকা সফরে। প্রতিবার ক্লাবগুলো জাতীয় দলের তারকা ক্রিকেটারদের উপস্থিতিতে ডিপিএল খেলতে চাইলেও এবার বিসিবি নীতিগত সিদ্ধান্ত নিয়েছে, সাকিব-তামিম-মুশফিকদের মতো তারকাদের অনুপস্থিতিতেই লিগ চালিয়ে নেবে। সিসিডিএম চেয়ারম্যান সালাহউদ্দিন চৌধুরী বললেন, ‘খুব সম্ভবত জাতীয় দলের খেলোয়াড়দের ছাড়াই প্রিমিয়ার লিগ হবে। জাতীয় দলের খেলোয়াড়দের নিয়ে করতে গেলে সূচিতে বিঘ্ন ঘটে, বৃষ্টির মৌসুম চলে আসে। খেলা বারবার বাধাগ্রস্ত হয়। আমরা একটা বড় সিদ্ধান্তে এসেছি, ক্যালেন্ডার অনুযায়ী প্রিমিয়ার লিগ চলবে। জাতীয় দলের খেলোয়াড়েরা থাকলে খেলবে, না থাকলে কিছু করার নেই।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত