Ajker Patrika

দুই লাখ বই বিতরণ

বাগেরহাট প্রতিনিধি
আপডেট : ১২ নভেম্বর ২০২১, ১৭: ৩৪
দুই লাখ বই বিতরণ

বাগেরহাটের মোল্লাহাটে সরকারি-বেসরকারি বিভিন্ন লাইব্রেরি ও শিক্ষাপ্রতিষ্ঠানে দুই লাখ বই বিতরণ করেছে উপজেলা প্রশাসন। এ ছাড়া শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর লাইব্রেরির জন্য বুকসেল্ফসহ প্রয়োজনীয় সামগ্রী দেওয়া হয়।

গতকাল বৃহস্পতিবার দুপুরে মোল্লাহাট উপজেলা পরিষদ মিলনায়তনে বই বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কে এম আলী আজম। খুলনা বিভাগীয় কমিশনার মো. ইসমাইল হোসেন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

এতে বাগেরহাটের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নাজমুল হুদা, ফকিরহাট সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এমডি ছয়রদ্দিন আহমেদ, মোল্লাহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. শাহীনুল আলম ছানা, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ওয়াহিদ হোসেন, সহকারী কমিশনার (ভূমি) অনিন্দ্য মণ্ডল, মোল্লাহাট উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মোস্তাফিজুর রহমান, মোল্লাহাট উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকেরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কে এম আলী আজম বলেন, ‘ আমরা উন্নত বাংলাদেশ গড়তে চাই। তবে মনে রাখতে হবে শুধু অবকাঠামোগত উন্নতি হলেই হবে না। আমাদের মানবিক ও উন্নয়ন করতে হবে। এ জন্য বই পড়ার কোনো বিকল্প নেই।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত