Ajker Patrika

ভাঙা পড়ল শহীদ মিনার বন্ধ ভবন নির্মাণ

নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
আপডেট : ১১ মে ২০২২, ১৫: ৩০
ভাঙা পড়ল শহীদ মিনার   বন্ধ ভবন নির্মাণ

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে বুড়িশ্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শহীদ মিনার ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে। এ ঘটনায় এলাকায় বেশ সমালোচনার সৃষ্টি হয়েছে।

পরে উপজেলা শিক্ষা অফিস নির্মাণকাজ বন্ধ রাখতে নির্দেশ দেয়। বিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে জানা গেছে, বুড়িশ্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য ১ কোটি টাকা ব্যয়ে একটি নতুন ভবনের নির্মাণের বরাদ্দ আসে। সে ভবনের নির্মাণকাজ পায় মেসার্স সিটি প্রেস ইন্টারন্যাশনাল নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। কাজটি তদারকির দায়িত্বে রয়েছে উপজেলা প্রকৌশল অধিদপ্তর। নতুন ভবন নির্মাণ করার জন্য স্থান নির্ধারণ করা হয় বিদ্যালয়ের উত্তর পাশে। এর পাশেই ছিল প্রায় ২৫ বছর আগে নির্মিত নান্দনিক শহীদ মিনার। স্থানীয় বাসিন্দা আব্দুল মোতালিবের অর্থায়নে এবং বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীদের সহযোগিতায় ২০ হাজার টাকা ব্যয়ে নির্মাণ করা হয় শহীদ মিনারটি। কিন্তু ঠিকাদার গত সোমবার বিকেলে স্কুল কর্তৃপক্ষের সঙ্গে কোনো যোগাযোগ না করে মাটি খননযন্ত্র দিয়ে শহীদ মিনারটি গুঁড়িয়ে দেন। গতকাল শহীদ মিনারটি ভাঙা দেখে হতাশা প্রকাশ করেন বিদ্যালয় কর্তৃপক্ষ ও স্কুলের সাবেক শিক্ষার্থীরা।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ফরহাদ চৌধুরী বলেন, ‘নতুন ভবন করতে শহীদ মিনারটি ভাঙার কথা বলেছিল ঠিকাদারি প্রতিষ্ঠান কিন্তু আমরা বারবার বলেছি যেন শহীদ মিনারটি না ভাঙা হয়। কিন্তু ঠিকাদার বিকেলে কাউকে না জানিয়ে শহীদ মিনারটি ভেঙে দেন। বিষয়টি উপজেলা শিক্ষা কর্মকর্তাকে জানিয়েছি। এরপর ভবনের নির্মাণকাজ বন্ধ রাখতে নির্দেশ দেয় কর্তৃপক্ষ।

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো. আব্দুল লতিফ বলেন, ‘শহীদ মিনার ভাঙার বিষয়টি আমাকে জানানো হয়নি। এসে দেখি এটা ভাঙা হয়েছে।’

উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. ইকবাল মিয়ার বলেন, ‘বিদ্যালয় কর্তৃপক্ষের অনুমতি এবং রেজুলেশন ছাড়া শহীদ মিনার ভাঙার সুযোগ নেই।’

এ নিয়ে জানতে ঠিকাদারি প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী জনি মিয়ার মোবাইল ফোনে কল করা হয়। কিন্তু সাংবাদিক পরিচয় পাওয়ার পর তিনি ফোনের সংযোগটি বিচ্ছিন্ন করে দেন। পরে একাধিকবার ফোন করেও আর তাঁর সংযোগ পাওয়া যায়নি।

উপজেলা প্রকৌশল অধিদপ্তরের প্রকৌশলী সৈয়দ জাকির হোসেন সাংবাদিকদের জানান, ‘শহীদ মিনার ভাঙার বিষয়টি আমার জানা নেই। সাংবাদিকদের মাধ্যমে বিষয়টি জানতে পেরেছি। ঠিকাদারের সঙ্গে কথা হয়েছে। তিনি বলছেন নতুন করে শহীদ মিনার নির্মাণ করে দেবেন।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

রাখাইনে মানবিক করিডর কি প্রক্সি যুদ্ধের ফাঁদ হবে, ভারত-চীন কীভাবে দেখবে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত