Ajker Patrika

মহাসড়কে গতিরোধক না থাকায় আতঙ্ক

জাবি প্রতিনিধি
আপডেট : ০৮ জানুয়ারি ২০২২, ০৯: ২৯
মহাসড়কে গতিরোধক না থাকায় আতঙ্ক

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) প্রান্তিক ফটক-সংলগ্ন ঢাকা-আরিচা মহাসড়কে নতুন লেন প্রশস্ত করা হয়েছে। তবে নতুন লেনটিতে বসানো হয়নি গতিরোধক। এতে আতঙ্কে মহাসড়ক পারাপার হচ্ছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা।

খোঁজ নিয়ে জানা যায়, গেটসংলগ্ন এই লেনের নির্মাণকাজ মাসখানেক আগে শেষ হয়েছে। কিন্তু লেনটির উভয় পাশে এখনো গতিরোধক স্থাপিত হয়নি। ফলে উচ্চগতিতে চলছে যানবাহন। যাত্রী ওঠানামার জন্য গেটের সামনে এলোমেলোভাবে বাস দাঁড়াচ্ছে। বিশ্ববিদ্যালয় থেকে মহাসড়কে ওঠা গাড়ির চালকেরাও ঝুঁকির মধ্যে আছেন।

গত ২৬ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ের নির্মাণাধীন হলের এক শ্রমিকের আত্মীয় আশরাফ মিয়া (৩৫) ওষুধ কিনে এই লেন ধরে ফিরছিলেন। এ সময় রাজধানী পরিবহন ও সাভার পরিবহন বাসের যাত্রী ওঠানো প্রতিযোগিতায় ওভারটেকের নির্মম শিকার হয়ে সড়কেই মারা যান তিনি। নিহতের বাড়ি কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার নুনখাওয়া ইউনিয়নে।

প্রান্তিক গেট-সংলগ্ন ওষুধের দোকানদার সোহাগ বলেন, ‘ফটকটি ছাত্রী হলের কাছাকাছি হওয়ায় মেয়েরা এই রাস্তা বেশি ব্যবহার করে। এখানে যাত্রী ওঠানামা করাটা অনেক বেশি ঝুঁকিপূর্ণ মনে হচ্ছে। কারণ, বাসচালকেরা অসুস্থ প্রতিযোগিতা করেন। এর মধ্যে এই লেনেই দূরপাল্লার গাড়িগুলো উচ্চগতিতে চলে। কিছুদিন আগেও এখানে বাসচালকদের খামখেয়ালিতে দুর্ঘটনার শিকার হয়ে একজন মারা গেছে। দ্রুত এর সমাধান হওয়া উচিত।’

ফটকে কর্মরত এক নিরাপত্তাকর্মী বলেন, ‘গেটে প্রবেশকালে গাড়ি থামিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। একটা গাড়ি থামালে পেছনে আরও গাড়ি দাঁড়িয়ে যায়। তার মধ্যে এই লেনে যে গতিতে লোকাল বাস যাত্রী ওঠানোর প্রতিযোগিতা করে, তার পরিণাম খুবই ভয়াবহ হতে পারে।’

এ বিষয়ে ঢাকা-আরিচা মহাসড়ক রেঞ্জের সড়ক ও জনপদ অধিদপ্তরের উপবিভাগীয় প্রকৌশলী মারুফ হাসান আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা বিষয়টি অবগত হয়েছি। ওখানে চলাচল করা আসলেই ঝুঁকিপূর্ণ। ইতিমধ্যে ঠিকাদারকে কাজের কথা বলা হয়েছে। আশা করা যায়, কিছুদিনের মধ্যেই কাজ শুরু হবে এবং গতিরোধক স্থাপিত হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত