Ajker Patrika

বেড়েছে আমনের আবাদ

রামপাল (বাগেরহাট) প্রতিনিধি
আপডেট : ০২ অক্টোবর ২০২১, ১৫: ২২
বেড়েছে আমনের আবাদ

প্রতিকূল আবহাওয়া ও মাটি-পানির লবণাক্ততার মধ্যেও রামপালে এবার আমন ধানের আবাদ বেড়েছে। লবণ সহিষ্ণুজাত, উন্নত বীজ, কৃষকদের প্রশিক্ষণ, বীজ নির্বাচন ও সেচ ব্যবস্থা সহজীকরণ করার ফলে এ উপজেলায় উত্তরোত্তর ধানের আবাদ বাড়ছে।

ভালো ফলনের আশা করছেন কৃষকেরা। এখন উপজেলায় জনসংখ্যার খাদ্য চাহিদার বিপরীতে উদ্বৃত্ত খাদ্যের পরিমাণ প্রায় ২ হাজার ৩৯১ মেট্রিক টন।

রামপাল উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, এ বছর উপজেলার ১০ ইউনিয়নে মোট আমন আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল ৮ হাজার ১৯৫ হেক্টর জমিতে, তা বৃদ্ধি পেয়ে আবাদ হয়েছে প্রায় ৮ হাজার ২২০ হেক্টর জমিতে।

গৌরম্ভা ইউনিয়নে ৫৭০ হেক্টর, উজলকুড় ইউনিয়নে ৬১০ হেক্টর, বাইনতলা ইউনিয়নে ১ হাজার ৯১ হেক্টর, রামপাল সদর ইউনিয়নে ৯৪০ হেক্টর, রাজনগর ইউনিয়নে ৫১০ হেক্টর, হুড়কা ইউনিয়নে ৭৮৪ হেক্টর, পেড়িখালী ইউনিয়নে ৯৬০ হেক্টর, ভোজপাতিয়া ইউনিয়নে ৫৬৫ হেক্টর, মল্লিকেরবেড় ইউনিয়নে ১ হাজার ৫০৩ হেক্টর ও বাঁশতলী ইউনিয়নে ৬৮৭ হেক্টর জমিতে আমন আবাদ হয়েছে।

সিংগাড়বুনিয়া গ্রামের কৃষক এম, এম মহিতুর রহমান বলেন, ‘এবার সময় মতো বৃষ্টি হওয়ায় আবাদ খুবই ভালো হয়েছে। এখনো ফসলের মাঠে তেমন পোকা-মাকড় দেখা না গেলেও ইঁদুরের উপদ্রব রয়েছে। ধানের গোড়ার গোছ কেটে দিচ্ছে ইঁদুরে।’

বড়দিয়া গ্রামের কৃষক মন্তাজ মোল্লা বলেন, ‘মৌসুমের শুরুতে খরা ও বন্যার পরেও ফসল ভালো হয়েছে। এমন অবস্থা শেষ পর্যন্ত থাকলে ভালোই ধান পাব।’

এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষ্ণা রানি মণ্ডল বলেন, ‘বিভিন্ন কারণে এ বছর আমনের আবাদ বেড়েছে। এর মধ্যে প্রধান কারণ হলো গত আমন মৌসুমে বাম্পার ফলনের কারণে কৃষক উদ্বুদ্ধ হয়েছে। সব ইউনিয়নে আবাদ সম্প্রসারণ কারা হয়েছে। প্রণোদনা পুনর্বাসনের মাধ্যমে কৃষককে বিনা মূল্যে বীজ ও সার সহায়তা দেওয়া হয়েছে।’

তিনি আরও বলেন, ‘কৃষক যাতে ফলন বাড়াতে পারেন সেজন্য সরকারের পক্ষ থেকে সবকিছু করা হচ্ছে।’

উল্লেখ্য, গত ২০২০ অর্থ বছরে আমনের আবাদ হয়েছিল ৮ হাজার ৯০ হেক্টর জমিতে। ২০২১ সালে তা বেড়ে দাঁড়িয়েছে ৮ হাজার ২০০ হেক্টরে, যা গত বছরের চেয়ে ১১০ হেক্টর বেশি। চাল উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১৯ হাজার ৪০ মেট্রিক টন।

গত বছর উৎপাদন হয়েছিল ১৮ হাজার ১০৫ মেট্রিক টন। যা বাড়িয়ে লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৯৩৫ মেট্রিক টন। আবহাওয়া অনুকূলে থাকলে আশানুরূপ ফলন হতে পারে বলে কৃষি সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নিজের প্রস্রাব পান করে ‘আশিকি’ অভিনেত্রী অনু আগারওয়াল বললেন, ‘আহা অমৃত’

মে. জে. ফজলুরের সেভেন সিস্টার্স দখলের মন্তব্য সমর্থন করে না সরকার: পররাষ্ট্র মন্ত্রণালয়

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

গায়ে কেরোসিন ঢেলে কলেজছাত্রীর আত্মহনন, পলাতক ইমাম গ্রেপ্তার

ভারত-বাংলাদেশ বাণিজ্য বিধিনিষেধের মূল্য গুনছেন ব্যবসায়ীরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত