Ajker Patrika

দুর্গাপূজা শুরু আজ নিরাপত্তা জোরদার

কুমিল্লা প্রতিনিধি
আপডেট : ১১ অক্টোবর ২০২১, ১২: ১৮
দুর্গাপূজা শুরু আজ নিরাপত্তা জোরদার

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ শুরু। কুমিল্লায় পূজা উপলক্ষে প্রশাসনের পক্ষ থেকে জোরদার করা হয়েছে নিরাপত্তাব্যবস্থা।

জেলা পুলিশ ও পূজা উদ্‌যাপন পরিষদ সূত্রে জানা যায়, এবার কুমিল্লার ১৭ উপজেলায় ৭৯০টি পূজামণ্ডপে শারদীয় দুর্গাপূজা উদ্‌যাপিত হচ্ছে। উপজেলা হিসেবে মুরাদনগরে সর্বোচ্চ ১৪৬টি মণ্ডপে দুর্গাপূজা উদ্‌যাপিত হচ্ছে।

জেলা পুলিশ ২৪৯টি পূজামণ্ডপকে অধিক গুরুত্বপূর্ণ, ২৯৬টি গুরুত্বপূর্ণ ও ২৪৫টি সাধারণ শ্রেণিতে বিভাজন করে নিরাপত্তার পরিকল্পনা গ্রহণ করেছে।

গতকাল রোববার নগরীর ঠাকুরপাড়া কালীগাছতলার প্রতিমার কারিগর সংকর পাল ও সুকুমার পাল বলেন, রঙের কাজ শেষ করে সব প্রতিমা সরবরাহ করেছেন। তাঁরা জানান, আজই বাড়ি ফিরবেন। সন্ধ্যায় পরিবার নিয়ে পূজা উদ্‌যাপন করবেন।

সদরের চানপুর এলাকার বাসিন্দা এন কে রিপন বলেন, ‘করোনার কারণে গত বছর তেমন আনুষ্ঠানিকতা না থাকলেও এবার জাঁকজমকভাবে পূজা উদ্‌যাপনের প্রত্যাশা করছি।’

নগরীর ঠাকুরপাড়ার পালপাড়া দুর্গাপূজার আয়োজক ও পাগল সংঘের সহসভাপতি তপন পাল বলেন, ‘মন্দিরে প্রতিমা স্থাপন করা হয়েছে। আলোকসজ্জার কাজ শেষ হয়েছে। রোববার সন্ধ্যার পর কেউ আর প্রতিমার ঘরে প্রবেশ করতে পারবে না। তাই সন্ধ্যার মধ্যেই শতভাগ কাজ সম্পূর্ণ করে ফেলেছি। সোমবার মহাষষ্ঠী পূজা দিয়ে শারদীয় দুর্গাপূজা শুরু হবে।’

কুমিল্লা মহানগর পূজা উদ্‌যাপন পরিষদের সাংগঠনিক সম্পাদক দিলীপ কুমার নাগ কানাই বলেন, ‘পূজার যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে। নগরীর সব মণ্ডপে শুরু হয়েছে দুর্গাপূজা। আশা করি কোনো সমস্যা ছাড়াই সুন্দরভাবে পূজা উদ্‌যাপিত হবে।’

বাংলাদেশ পূজা উদ্‌যাপন পরিষদ কুমিল্লা জেলা শাখার সাধারণ সম্পাদক নির্মল পাল বলেন, জেলায় এবার ৭৯০টি পূজামণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। স্বাস্থ্যবিধি মেনে পূজা উদ্‌যাপন করা হবে। জেলার সব মণ্ডপে সরকারের পক্ষ থেকে অনুদান দেওয়া হয়েছে। জেলা প্রশাসন ও পুলিশ সার্বিক সহযোগিতা করছে।

জেলা পুলিশের ডিআইও ওয়ান মনির আহাম্মেদ বলেন, পূজামণ্ডপের নিরাপত্তায় জেলা পুলিশের ১৯১টি টহল দল কাজ করবে। এ ছাড়া নিরাপত্তায় কাজ করছেন পুলিশ সদস্যরা।

কুমিল্লার পুলিশ সুপার ফারুক আহমেদ আজকের পত্রিকাকে বলেন, জেলার প্রতিটি মণ্ডপে রোববার পুলিশ কর্মকর্তারা পরিদর্শন করেছেন। এর আগে সব পূজা উদ্‌যাপন পরিষদের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করা হয়েছে। প্রতিটি পূজামণ্ডপে আইনশৃঙ্খলা রক্ষাকারী

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত