Ajker Patrika

রিচাকে নিয়ে বাড়ছে বিতর্ক

রিচাকে নিয়ে বাড়ছে বিতর্ক

ঘটনার শুরু ভারতীয় সেনাবাহিনীর নর্দান আর্মি কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল উপেন্দ্র দ্বিবেদীর একটি বিবৃতিকে ঘিরে। তাঁর বক্তব্য ছিল, কেন্দ্র নির্দেশ দিলেই পাকিস্তান অধিকৃত কাশ্মীর পুনর্দখল করতে প্রস্তুত তাঁরা। উপেন্দ্র দ্বিবেদীর এ পোস্ট শেয়ার করে খানিকটা মজার ছলে রিচা লেখেন, ‘গালওয়ানের কথা মনে আছে?’ ২০২০ সালে গালওয়ানে চীনের সঙ্গে সংঘর্ষে বেশ বেকায়দায় পড়ে গিয়েছিল ভারতীয় সেনাবাহিনী। চীনের সঙ্গে সংঘর্ষে সেবার ২০ ভারতীয় সেনা প্রাণ হারান। হয়তো সেই স্মৃতি উসকে দিয়ে সেনা কর্মকর্তাকে খোঁচা দিতে চেয়েছিলেন রিচা।

তাতেই বেজায় চটেছে নেটদুনিয়া। অনেকে বলছেন, ভারতীয় সেনাকে অসম্মান করেছেন রিচা চাড্ডা। দিনকে দিন বড় হচ্ছে রিচার বিরুদ্ধ শিবির। কেউ কেউ বলছেন, দেশের সেনার প্রতি কোনো ভালোবাসাই নেই রিচার। তাঁর বিরুদ্ধে আইনি পদক্ষেপের দাবি তুলেছেন অনেকে। আসরে নেমেছে বিজেপিও। এমনকি অক্ষয় কুমার থেকে শুরু করে বলিউডের অনেকেই রিচার বিরুদ্ধে প্রকাশ্যে বিবৃতি দিয়েছেন।

অন্যদিকে রিচার পাশে দাঁড়িয়েছেন প্রকাশ রাজ, স্বরা ভাস্করসহ অনেকে। এরই মধ্যে ‘বিতর্কিত’ সেই টুইট মুছে দিয়েছেন রিচা। সঙ্গে এটাও জানিয়েছেন, তাঁর পরিবারের একাধিক সদস্য ভারতীয় ফৌজে ছিলেন। ফলে সেনাবাহিনী নিয়ে ঠাট্টা করার কোনো অভিপ্রায় তাঁর ছিল না।

কয়েক সপ্তাহ আগেই আলি ফজলের সঙ্গে বিয়ে হয়েছে রিচার। ভারতের বাইরে আন্তর্জাতিক প্রজেক্টেও তাঁর ডাক এসেছে। ব্যক্তিগত জীবন ও পেশাদার জীবনের এই সুখের সময়ে তিন শব্দের টুইট তাঁকে অনেকের কাছেই ‘খলচরিত্র’ বানিয়ে দিয়েছে। নিঃশর্ত ক্ষমা চাওয়া রিচার ভাবমূর্তি কত দ্রুত ফেরাতে পারে, সেটাই এখন দেখার।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত