Ajker Patrika

সপ্তাহে দুদিন বন্ধ পাথর ভাঙা

কোম্পানীগঞ্জ প্রতিনিধি
আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২২, ১৫: ১৪
সপ্তাহে দুদিন বন্ধ পাথর ভাঙা

ভোলাগঞ্জের পরিবেশদূষণ নিয়ন্ত্রণে সপ্তাহে দুদিন পাথর ভাঙার মিল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন মিনি স্টোন ক্রাশার মিল মালিকেরা। গতকাল বুধবার ভোলাগঞ্জ চুনাপাথর আমদানিকারক গ্রুপের অফিসে আয়োজিত এক মতবিনিময় সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় বক্তারা বলেন, পাথর কোয়ারি এবং শুল্ক স্টেশন ঘিরে সীমান্ত জনপদ ভোলাগঞ্জে গড়ে উঠেছে তিন শতাধিক মিনি স্টোন ক্রাশিং মিল। পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না মিললেও জীবন-জীবিকার প্রয়োজনে সিলেট-ভোলাগঞ্জ মহাসড়কের পাশে গড়ে তোলা হয়েছে মিলগুলো। এসব মিলের ধুলোয় ধূসর বর্ণ ধারণ করেছে মহাসড়কের আশপাশের এলাকা। এ কারণে ভোলাগঞ্জ সাদা পাথর পর্যটন কেন্দ্রে আগত পর্যটকেরা ভোগান্তিতে পড়েন। একইভাবে স্থানীয় বাসিন্দারাও স্বাস্থ্যঝুঁকিতে রয়েছেন। তাই ভোলাগঞ্জের এই পরিবেশ দূষণ নিয়ন্ত্রণে সপ্তাহের শুক্র ও শনিবার মিনি স্টোন ক্রাশার মিলগুলো বন্ধ রাখা প্রয়োজন।

ভোলাগঞ্জ ক্ষুদ্র পাথর ব্যবসায়ী সমবায় সমিতির ডাকে আয়োজিত সভায় বক্তব্য দেন ভোলাগঞ্জ চুনাপাথর আমদানিকারক গ্রুপের সভাপতি হাজী মো. সাহাব উদ্দিন, দি সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের পরিচালক মুজিবুর রহমান মিন্টু, কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবিদুর রহমান, আমদানিকারক গ্রুপের কার্যকরী সদস্য সিরাজুল ইসলাম সিরাজ, ফখরুল ইসলাম মেম্বার, মো. নুরুল ইসলাম, মো. সুন্দর আলী, কোম্পানীগঞ্জ অনলাইন প্রেসক্লাবে সাধারণ সম্পাদক আব্দুল জলিল, ব্যবসায়ী শানুর আলী মেম্বার, আঙ্গুর মিয়া, আব্দুর রাজ্জাক, গিয়াস উদ্দিন বতুল্লাহ, এখলাছ আহমদ, আব্দুল সামাদ, লোকমান আহমদ, শাহ আলম ভুঁইয়া, আব্দুল লতিফ ভেরাই প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘আমরা মরে গেলাম ঋণের দায়ে আর খাওয়ার অভাবে’, চিরকুটে লেখা

বাংলাদেশ শুল্কমুক্ত আমদানির ঘোষণা দিতেই ভারতে হু হু করে বাড়ছে চালের দাম

এপিএসের বেতন ১ বছরে বেড়েছে ১৮ বছরের সমান

ফেসবুকে ছাত্রলীগ নেতার ‘হুমকি’, রাবিতে ১৫ আগস্টের কনসার্টে যাচ্ছে না আর্টসেল

পাবনায় প্রবাসীর স্ত্রীকে নিয়ে এএসআই উধাও, থানায় শ্বশুরের জিডি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত