Ajker Patrika

টিকা সনদ ছাড়া ঢোকা যাবে না হোটেলে

বান্দরবান প্রতিনিধি
আপডেট : ১৩ জানুয়ারি ২০২২, ১৭: ১৮
টিকা সনদ ছাড়া ঢোকা যাবে না হোটেলে

বান্দরবানে কোনো হোটেল, রিসোর্ট ও রেস্তোরাঁয় আজ বৃহস্পতিবার থেকে করোনা সুরক্ষা টিকা সনদ ছাড়া প্রবেশ করা যাবে না। সেই সঙ্গে মাস্ক পরা, স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। এ ছাড়া পরবর্তী নির্দেশ ছাড়া সভা-সমাবেশ ও উন্মুক্তস্থানে জনসমাগম করা যাবে না। করোনা মোকাবিলায় গত মঙ্গলবার বিকেলে এক জরুরি সভায় এসব সিদ্ধান্ত নিয়েছে জেলা প্রশাসন।

এদিকে করোনা সংক্রমণ রোধে জনসচেতনতার অংশ হিসেবে গতকাল বুধবার দুপুরে বান্দরবান বাজারে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেন। এ সময় ব্যবসায়ীদের মধ্যে মাস্ক বিতরণ ও আজ থেকে অবশ্যই মুখে মাস্ক পরিধান করার বিষয়ে সচেতনতামূলক প্রচার চালান হয়।

জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজির সভাপতিত্বে জরুরি সভায় জানান হয়, মন্ত্রিপরিষদ বিভাগের মাঠ প্রশাসন সমন্বয় শাখার ১০ জানুয়ারি এক স্মারকে ১১টি বিধিনিষেধ জারি করা হয়েছে। এতে করোনা ভাইরাস বিস্তার রোধে ১৩ জানুয়ারি থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া এই নির্দেশ কার্যকর থাকবে।

বৈঠকে উপস্থিত বান্দরবান প্রেসক্লাবের সভাপতি মনিরুল ইসলাম মনু আজকের পত্রিকাকে জানান, বান্দরবান পর্যটন শহর। এখানে দেশ-বিদেশের পর্যটকের আসেন। তাই করোনা প্রতিরোধে আবাসিক হোটেলে থাকতে হলে অবশ্যই টিকা সনদ প্রদর্শনের বিষয়ে সভায় গুরুত্বারোপ করা হয়।

বান্দরবান হোটেল রিসোর্ট মালিক সমিতির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম জানান, জেলা প্রশাসনের এ নির্দেশনা জেলার সব হোটেল-রিসোর্ট মালিক পক্ষকে জানিয়ে দেওয়া হয়েছে। ইতিমধ্যে সব হোটেল রিসোর্টে করোনা টিকা সনদ প্রদর্শনের বিষয়ে বিজ্ঞপ্তি লাগিয়ে দেওয়া হয়েছে। মুখে মাস্ক পরিধানের বিষয়টিও তারা অবগত করেছেন।

বান্দরবান মুদি ব্যবসায়ী মালিক সমিতির সভাপতি বিমল কান্তি দাশ বলেন, জেলা প্রশাসনের সভার সিদ্ধান্ত মুদি দোকানিদের জানিয়ে পালনের নির্দেশনা দেওয়া হচ্ছে। নো মাস্ক, নো সার্ভিস নীতিতে কেউ মাস্ক ছাড়া এলে তার কাছে পণ্য বিক্রি না করার সিদ্ধান্ত নিয়েছে ব্যবসায়ীরা।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. কায়েসুর রহমান বলেন, কোভিড পরিস্থিতি মোকাবিলা জেলা প্রশাসন সব ধরনের প্রস্তুতি নিয়েছে। এ পরিস্থিতি মোকাবিলায় সবার সহযোগিতা প্রয়োজন। এ ছাড়া আগের মতো ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে।

বান্দরবানের সিভিল সার্জন অংসুই প্রু মারমা আজকের পত্রিকাকে বলেন, করোনা পরিস্থিতি খারাপের দিকে। তাই সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলা, শারীরিক দূরত্ব বজায় রাখা, টিকা গ্রহণ ও অবশ্যই মাস্ক পরিধান করতে হবে। তিনি পর্যটন শহর হিসেবে বান্দরবানে টিকা সনদ প্রদর্শনের নির্দেশ বাস্তবায়নে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন।

মঙ্গলবারের জরুরি সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শেখ ছাদেক, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুরাইয়া আক্তার সুইটি, অতিরিক্ত পুলিশ সুপার অশোক কুমার পাল, পরিবার পরিকল্পনা জেলা কার্যালয়ের উপপরিচালক ডা. অংচালু, সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মিলটন মুহুরী, বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান ও সমিতির নেতারা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত