Ajker Patrika

অসচ্ছল শিক্ষার্থীদের মধ্যে বই বিতরণ

মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি
আপডেট : ২০ মার্চ ২০২২, ১৫: ৪১
অসচ্ছল শিক্ষার্থীদের মধ্যে বই বিতরণ

মাগুরার মহম্মদপুর উপজেলার বিভিন্ন কলেজ, মাদ্রাসার একাদশ শ্রেণির মেধাবী শিক্ষার্থীদের মধ্যে বইসহ শিক্ষা উপকরণ বিতরণ করেছে দ্যা জিনিয়াস ক্লাব নামে একটি সংগঠন। গত শুক্রবার বিকেলে সরকারি বীর মুক্তিযোদ্ধা আছাদুজ্জামান কলেজ প্রাঙ্গণে এগুলো বিতরণ করা হয়। বিভিন্ন বিভাগের প্রায় অর্ধশতাধিক মেধাবী শিক্ষার্থীকে এসব শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।

‘ত্যাগ চাই, মর্সিয়া ক্রন্দন চাহি না’ স্লোগানে সরকারি বীর মুক্তিযোদ্ধা আছাদুজ্জামান কলেজের প্রভাষক মো. ইলিয়াস হোসেনের উদ্যোগে বেশ কয়েক বছর ধরে দ্যা জিনিয়াস ক্লাব এই কর্মকাণ্ড করে আসছে। ছাত্র-ছাত্রীদের মাঝে লেখাপড়ায় আগ্রহ সৃষ্টির উদ্দেশ্যে এ কার্যক্রম হাতে নেওয়া হয়েছে।

এ উপলক্ষে আলোচনা সভায় সরকারি বীর মুক্তিযোদ্ধা আছাদুজ্জামান কলেজের অধ্যক্ষ মো. ইখতিয়ার রহমান সভাপতিত্ব করেন। প্রধান অতিথি ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাজী মো. জয়নুল রহমান।

বিশেষ অতিথি ছিলেন সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শাহরিয়ার রুমি। দ্যা জিনিয়াস ক্লাবের সভাপতি মো. মিশর মিয়ার সঞ্চালনায় এ সময় আরও উপস্থিত ছিলেন ক্লাবের সম্মানিত সদস্য মো. হাবিবুল্লাহ, জনতা ব্যাংক কর্মকর্তা মো. শাহজাহান মিয়া, প্রভাষক নাজমুল হাসান, দ্যা জিনিয়াস ক্লাবের সাংগঠনিক সম্পাদক সুইটি পারভীন ও কোষাধ্যক্ষ তানজির আলম প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

তোরা যারা রাজাকার, সময় থাকতে বাংলা ছাড়: ফেসবুকে বাকের মজুমদার

সমাবেশে দলীয় স্লোগান ও জাতীয় সংগীত পরিবেশনে বাধা দেওয়া প্রসঙ্গে এনসিপির বিবৃতি

যুদ্ধ বলিউডের সিনেমা নয়: ভারতের সাবেক সেনাপ্রধান

কঠোর হচ্ছে যুক্তরাজ্যের অভিবাসন নীতি, স্থায়ী বসবাসের আবেদনে অপেক্ষা ১০ বছর

যুক্তরাষ্ট্র-চীন সমঝোতায় এক দিনে ১০০ ডলার কমল সোনার দাম

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত