Ajker Patrika

চতুর্থ দিনেও শূন্য শনাক্ত

বান্দরবান প্রতিনিধি
আপডেট : ০৯ অক্টোবর ২০২১, ১২: ৩৬
চতুর্থ দিনেও শূন্য শনাক্ত

টানা চার দিন করোনা শনাক্ত শূন্য পার করল বান্দরবান জেলা। গত বুধবার রাত ১২টা থেকে বৃহস্পতিবার রাত ১২টা পর্যন্ত ২৪ ঘণ্টার জেলার ২১ জনের নমুনা পরীক্ষা করা হলেও কারও করোনা শনাক্ত হয়নি। গত শুক্রবার দুপুরে প্রকাশিত প্রতিবেদন এই তথ্য জানায় জেলা স্বাস্থ্য বিভাগ।

একই সময় করোনা আক্রান্ত হয়ে জেলায় কেউ হাসপাতালে ভর্তি হননি, কেউ মারাও যাননি। এ সময়ে জেলায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৩৬ জন।

গত ৪-৬ অক্টোবর পর্যন্ত বান্দরবানে কারও করোনা শনাক্ত হয়নি। এর আগে গত ২৫ ও ২৯ সেপ্টেম্বর এই অবস্থা ছিল। সিভিল সার্জন ডা. অংসুই প্রু মারমা এ তথ্য নিশ্চিত করেন।

শুক্রবারের প্রতিবেদন বিশ্লেষণ করে দেখা যায়, জেলায় বর্তমানে করোনা রোগীর সংখ্যা মাত্র ৫২ জন। এর মধ্যে ৩৮ জনই সদর উপজেলার বাসিন্দা। এ ছাড়া রোয়াংছড়িতে ১, লামায় ৬, আলীকদমে ২ ও নাইক্ষ্যংছড়ি উপজেলায় ৫ জন রোগী আছেন। এর মধ্য শুধুমাত্র বান্দরবান সদর হাসপাতালে আগে থেকে ২ জন করোনা রোগী ভর্তি আছেন। অন্যরা নিজ বাড়িতে থেকে চিকিৎসা নিচ্ছেন।

এদিকে করোনার শুরু থেকে এ পর্যন্ত জেলায় ১২ হাজার ৫০১ জনের নমুনা পরীক্ষায় ২ হাজার ৩৬৩ জন শনাক্ত হয়েছেন। সুস্থ হয়েছে ২ হাজার ২৯৭ জন। এ পর্যন্ত জেলায় করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ১৪ জন।

জেলায় করোনা শনাক্ত কমে আসাকে ইতিবাচক মন্তব্য করে সিভিল সার্জন ডা. অংসুই প্রু মারমা।

বান্দরবানে করোনা পরিস্থিতি প্রায় স্বাভাবিক এটা বলা যায়। বিশেষ করে করোনা সুরক্ষার টিকা দেওয়ার পর বান্দরবানে করোনা পরিস্থিতি ক্রমশ উন্নতি হচ্ছে, এটা আশার কথা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সেই মেরুন টি-শার্ট পরা হামলাকারীর পরিচয় জানালেন প্রেস সচিব

বাসররাতে দলবদ্ধ ধর্ষণের শিকার নববধূ, স্বামীসহ আটক ৭

যশোরে চায়ের দোকানে বসে থাকা আওয়ামী লীগ নেতাকে বুকে ছুরিকাঘাত করে হত্যা

‘ইউএস ব্র্যান্ড এখন টয়লেটে’—ভারতের ওপর মার্কিন শুল্ক নিয়ে জেক সুলিভানের ক্ষোভ

মেয়েকে ১০ মাস আটকে রেখে ধর্ষণ, মা ও সৎবাবা গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত