Ajker Patrika

‘ওরা ৭ জন’ দেখবেন বীর মুক্তিযোদ্ধারা

‘ওরা ৭ জন’ দেখবেন বীর মুক্তিযোদ্ধারা

মহান মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে সিনেমা বানিয়েছেন খিজির হায়াত খান। নাম ‘ওরা ৭ জন’। এ বছরের ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সিনেমাটির প্রথম প্রদর্শনী হয়েছিল। সেখানে দর্শকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। এবার সিনেমাটি সারা দেশের দর্শকের কাছে পৌঁছে দেওয়ার পালা। আগামী ৩ মার্চ ‘ওরা ৭ জন’ দেশজুড়ে মুক্তি দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন নির্মাতা। যেহেতু মহান মুক্তিযুদ্ধের গল্প, তাই হলে মুক্তির আগেই সিনেমাটি বীর মুক্তিযোদ্ধাদের দেখাতে চেয়েছেন নির্মাতা।

সে অনুযায়ী আজ রাজধানীর আগারগাঁওয়ের বাংলাদেশ ফিল্ম আর্কাইভে ‘ওরা ৭ জন’ সিনেমার বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। সেখানে উপস্থিত থাকার কথা ৫০ জনের বেশি বীর মুক্তিযোদ্ধার। তাঁদের পাশে বসে সিনেমাটি দেখবেন পরিচালক, অভিনয়শিল্পীসহ ‘ওরা ৭ জন’-এর কলাকুশলীরা। বিকেল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে এ আয়োজন। নির্মাতা খিজির হায়াত খান বলেন, ‘আমাদের ইচ্ছা আছে, দেশের প্রতিটি এলাকায় গিয়ে বীর মুক্তিযোদ্ধাদের সিনেমাটি দেখাব। সে উদ্যোগের প্রথম ধাপ শুরু হলো রাজধানী থেকে। আমরা ৫০-৮০ জন বীর মুক্তিযোদ্ধাকে আমন্ত্রণ জানিয়েছি। যেহেতু তাঁদের বয়স হয়ে গেছে, নানা ধরনের শারীরিক জটিলতায় ভুগছেন; ফলে সবাই আসতে হয়তো পারবেন না। যদি পাঁচজনও আমাদের আমন্ত্রণে সাড়া দেন, তাহলেই আমরা ধন্য হব।’

গত বছর সিলেটের বিভিন্ন এলাকায় টানা ৪৫ দিন সিনেমাটির শুটিং হয়েছে। নির্মাতা জানিয়েছেন, ‘ওরা ৭ জন’-এর গল্পে উঠে এসেছে মহান মুক্তিযুদ্ধের বীরত্বগাথা। গল্পে দেখানো হবে, দুই দিনের জন্য প্রতিরোধযুদ্ধে যান একদল বীর মুক্তিযোদ্ধা। কিন্তু নানা কারণে সাত দিন তাঁদের যুদ্ধের ময়দানে কেটে যায়। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ইন্তেখাব দিনার, জাকিয়া বারী মম, ইমতিয়াজ বর্ষণ, সাইফ খান, নাফিস আহমেদ, খালিদ মাহবুব তূর্য, শাহরিয়ার ফেরদৌস সজীব, জয়রাজসহ অনেকে। গল্পে তাঁরা কেউ পুলিশ, কেউ চিকিৎসক, কেউ মেজর, কেউবা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র। তাঁরা সবাই একসময় দেশের জন্য অস্ত্র হাতে তুলে নেন।

নির্মাতা বলেন, ‘মহান মুক্তিযুদ্ধে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অবদান রয়েছে। তাঁদের স্মরণে স্বাধীনতার ৫০ বছরে বীর মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধা জানাতে আমার এই সিনেমা।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত