Ajker Patrika

মাঠকর্মীদের সংবাদ সম্মেলন

পিরোজপুর প্রতিনিধি
আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২১, ১৩: ৩০
মাঠকর্মীদের সংবাদ সম্মেলন

জমা টাকা ফেরত না দেওয়ায় রাগীব আহসান ও তার ভাইদের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন মাঠকর্মীরা। গত সোমবার দুপুরে পিরোজপুর প্রেসক্লাবে নাজিরপুর উপজেলার দেউলবাড়ি-দোবড়া, মালিখালী, কলারদোয়ানিয়া ও নাজিরপুর সদর ইউনিয়নের মাঠকর্মীরা এ সংবাদ সম্মেলন করেন।

সংবাদ সম্মেলনে এহসান গ্রুপের ভুক্তভোগী মাঠকর্মীদের পক্ষে লিখিত বক্তব্য পড়েন মাঠকর্মী মাওলানা মাসউদুর রহমান। তিনি বলেন, ‘সুদমুক্ত সমাজ গড়ার কথা বলে এহসান গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রাগীব আহসান বিভিন্ন মাদ্রাসার শিক্ষক ও মসজিদের ইমামদের মাঠকর্মী হয়েছে নিয়োগ দেন। তার এ সুদবিহীন বিনিয়োগের দাওয়াতে উদ্বুদ্ধ হয়ে সাধারণ মানুষের কাছ থেকে মাঠকর্মীরা টাকা এনে এহসান গ্রুপে জমা রাখেন। ৪টি ইউনিয়নের সাধারণ মানুষের প্রায় ৬ কোটি টাকার ওপর জমা আছে এহসান গ্রুপের কাছে।

সংবাদ সম্মেলনে উপস্থিত মাঠকর্মী মাদ্রাসার শিক্ষক ও মসজিদের ইমামেরা আক্ষেপ করে জানান, এমন অবস্থা সৃষ্টি হয়েছে যে, এলাকার ৩–৪টি মাদ্রাসা ইতিমধ্যে বন্ধ হয়ে গেছে। এলাকার সাধারণ মুসল্লিরা এই সব ইমামদের পেছনে নামাজও আদায় করতে চান না।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নিখোঁজ সাংবাদিক বিভুরঞ্জন সরকারের লাশ মিলল মেঘনায়, শোকাহত আজকের পত্রিকা

‘সামনে চমকপ্রদ বেশ কিছু ঘটনা ঘটবে, অনেক বিষয় আমি জানি’

কিশোরগঞ্জে যুবদলের দুই পক্ষের সংঘর্ষ-গুলি, নিহত ১

‘মব’ সৃষ্টি করে ৩ কিশোরকে সেতুর সঙ্গে বেঁধে রাতভর পিটুনি, নিহত ১

সনদ জালিয়াতি: ব্যাংকের চাকরি যাওয়া জাহাঙ্গীরের স্কুল সভাপতির পদও গেল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত