Ajker Patrika

‘খালেদা জিয়ার কিছু হলে দায় সরকারের’

বন্দর (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ২৭ নভেম্বর ২০২১, ১২: ৩১
‘খালেদা জিয়ার কিছু হলে দায় সরকারের’

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কিছু হলে তার দায় সরকারের বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ-২ আসনের সাবেক সাংসদ আতাউর রহমান আঙুর। গতকাল শুক্রবার বিকেলে নারায়ণগঞ্জের আড়াইহাজারের হাইজাদী ইউনিয়নের রাইনাদী এলাকায় আয়োজিত দোয়া মাহফিল ও আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

আতাউর রহমান আঙুর বলেন, ‘সরকার খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসা নিতে দেবে না। তবে তাঁর যদি কিছু হয়, এর দায় সরকারের। কোনোভাবেই দায় তারা এড়াতে পারবে না। সে সময় মানুষের মধ্যে সেই ক্ষোভ তৈরি হবে তা সামাল দিতে ব্যর্থ হবে।’

সাবেক এ সাংসদ বলেন, ‘খালেদা জিয়া সুস্থ হলে এবং দেশে সুষ্ঠু নির্বাচন হলে ৯০ শতাংশ ভোট পাবে বিএনপি। বর্তমান ক্ষমতাসীনরা পাবে ১০ শতাংশ ভোট। তারা আজ গণতন্ত্রকে হত্যা করেছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে মানুষ দিশেহারা। যেকোনো সময়ে কেন্দ্র থেকে আন্দোলনের ডাক আসলে আপনাদের ঝাঁপিয়ে পরতে হবে। সে জন্য এখন থেকেও প্রস্তুত থাকবেন।’

আড়াইহাজার থানা যুবদলের সাবেক সভাপতি আলী আজগর মিয়ার সভাপতিত্বে ও শাহাবদ্দিন ভূঁইয়ার সঞ্চালনায় সভায় আরও উপস্থিত ছিলেন আড়াইহাজার থানা বিএনপির সদস্য আজিজুর রহমান ভূঁইয়া, মাহমুদপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শাহআলম, থানা যুবদলের নেতা আল-আমিন প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত