Ajker Patrika

অবৈধ ইটভাটা চলছেই

অরূপ রায়, সাভার
আপডেট : ০৫ মার্চ ২০২২, ১৬: ৫৮
অবৈধ ইটভাটা চলছেই

ঢাকাসহ রাজধানীর চারপাশের পাঁচ জেলার সব অবৈধ ইটভাটা ১৫ দিনের মধ্যে ধ্বংসের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। কিন্তু হাইকোর্টের ওই নির্দেশের চার দিন পার হলেও সাভার ও ধামরাইয়ের একটি অবৈধ ইটভাটাও ধ্বংস করা হয়নি। বরং পরিবেশ অধিদপ্তর ও স্থানীয় প্রশাসন অভিযান চালিয়ে যেসব ইটভাটা বন্ধ করে দিয়েছিল, সেসব ভাটাতেও আগের মতোই ইট পোড়ানো হচ্ছে।

জনবল, যানবাহন ও সরঞ্জাম সংকট আর অপ্রতুল বরাদ্দের কারণে অবৈধ ইটভাটা ধ্বংস করা সম্ভব হচ্ছে না বলে জানিয়েছেন পরিবেশ অধিদপ্তর ও স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা।

এ বছর ইট পোড়ানো মৌসুমে অবৈধ ইটভাটা বন্ধে প্রথম অভিযান চালানো হয় ধামরাইয়ের মধুডাঙ্গা এলাকায়। পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ওই এলাকার মদিনা ব্রিকস, রাহাত ব্রিকস, মক্কা মদিনা ব্রিকস, খান ব্রিকস, এমএসবি ব্রিকস, নূর ব্রিকস ও ফারুক ব্রিকসের আংশিক ভেঙে দিয়ে জরিমানার পাশাপাশি ভাটার কার্যক্রম বন্ধ করে দেন।

কিন্তু গত সোমবার মধুডাঙ্গায় গিয়ে আদালতের (পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত) নির্দেশ অমান্য করে মদিনা, রাহাত, মক্কা মদিনা, খান, এমএসবি, নূর ও ফারুক ব্রিকসে ইট পোড়াতে দেখা যায়। মধুডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও আবাসিক এলাকার আধা কিলোমিটারের মধ্যে এসব ভাটার অবস্থান।

মধুডাঙ্গা গ্রামের কৃষক মুল্লুক চান বলেন, পরিবেশ অধিদপ্তরের অভিযানের এক থেকে দুই দিন পরই সব ইটভাটা চালু করা হয়।

মদিনা ব্রিকসের ব্যবস্থাপক নিতাই মণ্ডল বলেন, ভাটা বন্ধ করে দেওয়া হয়েছিল। মৌখিকভাবে অনুমতি নিয়ে এ বছরের জন্য তাঁরা আবার ভাটা চালু করেছেন।

রাজধানীর চারপাশের পাঁচ জেলার অবৈধ ইটভাটা ১৫ দিনের মধ্যে ধ্বংসের নির্দেশ দিয়েছেন হাইকোর্টপরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত গত জানুয়ারি মাসের প্রথম দিকে অভিযান চালিয়ে সাভার পৌরসভা সংলগ্ন নামাগেন্ডা এলাকার কর্ণফুলী সুপার ব্রিকস, একলাছ ব্রিকস, মধুমতি ব্রিকস ও ফিরোজ ব্রিকসসহ বিরুলিয়া ইউনিয়নের সাদুল্লাপুর বাজার সংলগ্ন মাহিম ব্রিকস ও রিপন ব্রিকসের কার্যক্রম বন্ধ করে দেন। কিন্তু গত মঙ্গলবার নামাগেন্ডা ও সাদুল্লাপুর গিয়ে সবকটি ইটভাটা চালু পাওয়া যায়।

সাদুল্লাপুর গ্রামের আলাউদ্দিন বলেন, পরিবেশ অধিদপ্তর অভিযান চালিয়ে দুই ইটভাটার কিছু অংশ ভেঙে দিয়েছিল। অভিযানের কয়েক দিন পর আবার ইট পোড়ানো হচ্ছে।

মাহিম ব্রিকসের ব্যবস্থাপক ইসমাইল হোসেন বলেন, ‘বিভিন্ন পক্ষের সঙ্গে কথা বলে এবারের জন্য ভাটা চালু করা হয়েছে।’ পক্ষ কারা জানতে চাইলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।

পরিবেশ অধিদপ্তর বন্ধ করে দেওয়ার পর অনুমতি ছাড়া ইটভাটা চালুর কারণ জানতে চাইলে নামাগেন্ডার কর্ণফুলী সুপার ব্রিকসের ব্যবস্থাপক নজরুল ইসলাম কোনো মন্তব্য করতে রাজি হননি।

সর্বশেষ গত বুধবার পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত ধামরাইয়ের শ্রীরামপুর এলাকার লায়ন ব্রিকস, দাদা ব্রিকস, আরএসবি ব্রিকস, আইএনসি ব্রিকস ও জেবি অ্যান্ড নূর ব্রিকসে অভিযান পরিচালনা করেন। এসব ভাটার আংশিক ভেঙে দিয়ে জরিমানার পাশাপাশি ভাটার কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়।

গত বৃহস্পতিবার শ্রীরামপুরে গিয়ে লায়ন, দাদা, আরএসবি, আইএনসি ও জেবি অ্যান্ড নূর ব্রিকসে ইট পোড়াতে দেখা যায়।

হাইকোর্টের নির্দেশের বিষয়ে জানতে চাইলে সাভারের ইউএনও মাজহারুল ইসলাম বলেন, প্রস্তুতি চলছে। দুই-এক দিনের মধ্যে ব্যবস্থা নেওয়া হবে।

পরিবেশ অধিদপ্তরের ঢাকা জেলা কার্যালয়ের উপপরিচালক জহিরুল ইসলাম বলেন, ইটভাটা বন্ধে খুব শিগগিরই অভিযান চালানো হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত