Ajker Patrika

খামারসহ পাঁচ খড়ের গাদায় আগুন

মির্জাপুর প্রতিনিধি
আপডেট : ০৮ জানুয়ারি ২০২২, ১২: ৫০
খামারসহ পাঁচ খড়ের গাদায় আগুন

মির্জাপুর উপজেলার বানাইল ইউনিয়নের বাঙ্গলা গ্রামে এক রাতে একটি ডেইরি ফার্ম ও পাঁচটি বাড়ির খড়ের গাদায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গত বৃহস্পতিবার গভীর রাতে এ ঘটনা ঘটে। এর সঙ্গে জড়িত থাকার অভিযোগে একই গ্রামের চারজনকে আটক করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাত ১২টার দিকে স্থানীয়রা প্রথমে কাজী নুরুর বাড়ির খড়ের গাদায় আগুন দেখতে পান। এ দৃশ্য দেখে গ্রামের লোকজন বাড়ি থেকে বাইরে বেরিয়ে আসেন। এরপর পর্যায়ক্রমে গ্রামটির বাসিন্দা ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন খানের মায়ের দোয়া ডেইরি ফার্মসহ আলতাফ হোসেন, আকবর হোসেন, ওবায়দুর রহমান, পিন্টুর খড়ের গাদায় আগুন দেখতে পান। এ সময় গ্রামবাসীর প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

গ্রামের বাসিন্দা নুরুজ্জামান খান শিম্পা বলেন, হঠাৎ গভীর রাতে আগুনের ঘটনায় গ্রামজুড়ে আতঙ্ক বিরাজ করছে। সময়মতো গ্রামের লোকজন আগুনের বিষয়টি টের না পেলে অনেক বড় ক্ষতি হতে পারত।

ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন খান ও খামারমালিক বলেন, ‘বেছে বেছে নৌকা প্রার্থীর সমর্থকদের বাড়িতে এ আগুন দেওয়া হয়েছে। ৫ তারিখে অনুষ্ঠিত ইউপি নির্বাচনকে কেন্দ্র করে এ ঘটনা ঘটতে পারে।’

থানার উপপরিদর্শক শাজাহান খান বলেন, আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ চলছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মে. জে. ফজলুরের সেভেন সিস্টার্স দখলের মন্তব্য সমর্থন করে না সরকার: পররাষ্ট্র মন্ত্রণালয়

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

নিজের প্রস্রাব পান করে ‘আশিকি’ অভিনেত্রী অনু আগারওয়াল বললেন, ‘আহা অমৃত’

নির্দেশনা মানেননি পাইলট, মদিনা-ঢাকা ফ্লাইটকে নামতে হলো সিলেটে

গায়ে কেরোসিন ঢেলে কলেজছাত্রীর আত্মহনন, পলাতক ইমাম গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত