Ajker Patrika

কলাপাড়ায় ৩৬ মণ জাটকা জব্দ

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
আপডেট : ১৯ নভেম্বর ২০২১, ১৭: ০৬
কলাপাড়ায় ৩৬ মণ জাটকা জব্দ

কলাপাড়ায় দেড় লাখ মিটার কারেন্ট জালসহ ৩৬ মন জাটকা ইলিশ জব্দ করেছে কুয়াকাটা নৌ-পুলিশ ও নিজামপুর কোস্টগার্ডের সদস্যরা। গত মঙ্গলবার রাত ১০টা থেকে বুধবার দুপুর পর্যন্ত অভিযান চালিয়ে এসব জাল ও মাছ জব্দ করা হয়।

এর মধ্যে কারেন্ট জালসহ ৩০ মন জাটকা জব্দ করে কুয়াকাটা নৌ-পুলিশ। জব্দকৃত জালের বাজার মূল্য ৪৫ লাখ টাকা। তবে এ সময় কোনো জেলেকে আটক করতে পারেনি পুলিশ। পরে বুধবার দুপুর ৩টার দিকে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহার নির্দেশনা অনুযায়ী জব্দ মাছ বিভিন্ন এতিমখানা মাদ্রাসায় বিতরণ করা হয়।

এ ছাড়া কলাপাড়ার মহিপুরে অভিযান চালিয়ে ৬ মন জাটকা ইলিশ জব্দ করেন নিজামপুর কোস্ট গার্ডের সদস্যরা। গত মঙ্গলবার দুপুরে হাজিপুর শেখ জামাল সেতুর টোল সংলগ্ন এলাকায় ঢাকাগামী বিভিন্ন পরিবহনে অভিযান চালিয়ে এ জাটকা জব্দ করেন তাঁরা। এ সময় কাউকেই গ্রেপ্তার করতে পারেননি তাঁরা। পরে উপজেলা মৎস্য কর্মকর্তার প্রতিনিধি উপজেলা ক্ষেত্র সহকারী মো. মহসিনের উপস্থিতিতে জাটকাগুলো স্থানীয় বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয়।

কুয়াকাটা নৌ-পুলিশের উপসহকারী পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম জানান, নদীতে টহলরত অবস্থায় এসব জাল ও মাছ জব্দ করা হয়েছে। নৌ-পুলিশের জাটকাবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

নিজামপুর কোস্টগার্ডের কমান্ডার এম জমির হোসেন জানান, এর আগেও কোস্টগার্ডের অভিযানে ৭০ মন জাটকা জব্দ করা হয়।

উল্লেখ্য ইলিশের উৎপাদন বাড়াতে গত ১ নভেম্বর থেকে ৩০ জুন পর্যন্ত জাটকা ধরা, বিক্রয় এবং পরিবহন নিষিদ্ধ করেছে মৎস্য বিভাগ। এ সময় কেউ জাটকা ধরলে, বিক্রি, মজুত ও পরিবহন করলে সর্বোচ্চ দুই বছরের সশ্রম কারাদণ্ড অথবা ৫ হাজার টাকা জরিমানা অথবা উভয় দণ্ডে দণ্ডিত হতে পারেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত