Ajker Patrika

আমার বলার কিছু নেই

আমার বলার কিছু নেই

আমি লিখেছি-পড়েছি, কিন্তু ভাষণ দেওয়া আমার পক্ষে খুবই অস্বস্তিকর। কারণ আমি এতে অভ্যস্ত নই। আমাকে বক্তৃতা দিতে অনুরোধকারীদের সাফ জানিয়ে দিয়েছি, আমার বলার কিছুই নেই। এটাই সত্যি। শুনতে হয়তো খাপছাড়া লাগবে যে, কম-বেশি ৫০ বছর ধরে শব্দ, আবেগ আর বিষয়-আশয় নিয়ে নাড়াচাড়া করা একজন মানুষ বলছে, তার বলার মতো কিছুই আর অবশিষ্ট নেই। কিন্তু আমার সম্পর্কে গুরুত্বপূর্ণ যা কিছুই থাক, সবই আছে আমার বইয়ে। যেকোনো একটি মুহূর্তকে গোনায় ধরলেও আমার ভেতরে বাড়তি যা কিছুই থাক না কেন, তাকে সুসংবদ্ধ বলা যাবে না। যেকোনো সময়েই এটা সত্যি।

এটি পরবর্তী বইয়ের অপেক্ষায় আছে—এ বিষয়ে আমি ওয়াকিবহাল থাকি। পরবর্তী বই লেখার সময়ই তা হাজির হবে চমক নিয়ে। এই চমকের বিষয় হবে সেটি, যা আমি হাতড়ে ফিরছিলাম লিখতে বসে। ঠিক কী করছি, তা বিচারের একটি উপায়ও বলা যেতে পারে একে, যদিও মূল্যায়নের পদ্ধতি হিসেবে তা খুব একটা সহজ নয়। 
একজন লেখকের লেখক সত্তা ও সামাজিক সত্তার মধ্যে সুস্পষ্ট ভেদরেখা টেনেছেন [মার্সেল] প্রুস্ত। তাঁর প্রথম জীবনের কিছু লেখা নিয়ে গ্রন্থিত ‘স্যাঁৎ-ব্যোভের বিরুদ্ধে’ (Against Sainte-Beuve) নামক বইটির কিছু প্রবন্ধ থেকে এর প্রমাণ পাবেন। ঊনবিংশ শতাব্দীর ফরাসি সমালোচক স্যাঁৎ-ব্যোভে বিশ্বাস করতেন, একজন লেখককে বুঝতে হলে তাঁর বহিরঙ্গের মানুষটিকে যত দূর সম্ভব জানা দরকার, তাঁর জীবনের খুঁটিনাটিসমেত। কারও ব্যক্তিসত্তায় জারিত করেই তাঁর কাজকে ফুটিয়ে তোলার পদ্ধতি বেশ মজাদার। কিছুটা নিরুপদ্রবও বটে।

কিন্তু এই ধারণাকে ছুড়ে ফেলার সামর্থ্য ও দৃঢ়তা প্রুস্তের ছিল। তাঁর কথায়, স্যাঁৎ-ব্যোভের এই পদ্ধতি আমাদের আত্মজিজ্ঞাসার সেই অতি সূক্ষ্মমার্গ, যা বুঝতে শেখায় যে, আমাদের দৈনন্দিন অভ্যাস, সামাজিক জীবনযাপন ও দোষত্রুটিতে মাখামাখি যে সত্তা, একটি গ্রন্থ তার থেকে ভিন্ন কোনো সত্তার সৃষ্টি।  

ত্রিনিদাদে জন্মগ্রহণকারী ভি এস নাইপল ২০০১ সালে সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

দাম্পত্যকলহের গুঞ্জন, মুখ খুললেন জাহিদ হাসান

গভর্নর আমাকে বাধ্যতামূলক ছুটি দেওয়ার কে: বিএফআইইউর প্রধান শাহীনুল

ছাত্রীকে তিন দিন আটকে রেখে ধর্ষণ, গ্রাম্য সালিসের মাধ্যমে বিয়ে

১৯৭১ সালে বাংলাদেশে পাকিস্তানি সেনাদের যৌন সহিংসতার প্রসঙ্গ জাতিসংঘে তুললেন ভারতীয় দূত

কেশবপুরে সড়ক দুর্ঘটনায় স্বর্ণের কারিগরসহ দুই ব্যক্তি নিহত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত