Ajker Patrika

এবার সমতলে কাজুবাদাম ও কফির আবাদ

লালপুর (নাটোর) প্রতিনিধি
আপডেট : ২২ জানুয়ারি ২০২২, ১৭: ১৩
এবার সমতলে কাজুবাদাম ও কফির আবাদ

নাটোরের লালপুরে পরীক্ষামূলকভাবে সমতলে কাজুবাদাম ও কফি চাষ শুরু করেছে উপজেলা কৃষি সম্প্রসারণ বিভাগ। এ অঞ্চলের আবহাওয়া চাষের উপযোগী হওয়ায় উপজেলার কৃষকদের কাজুবাদাম ও কফি চাষের জন্য উদ্বুদ্ধ করা হচ্ছে বলে জানিয়েছে কৃষি বিভাগ।

উপজেলা কৃষি কার্যালয় সূত্রে জানা গেছে, কাজুবাদাম ও কফি চাষে উদ্বুদ্ধ করতে ‘কাজুবাদাম জাত ও প্রযুক্তি প্রদর্শনী’ হিসেবে ২০২১ সালের অক্টোবর মাসে কাজুবাদাম চাষে ৫০ শতক জমিতে পাঁচজন ও কফি চাষে ৩৩ শতক জমিতে পাঁচজন কৃষককে সহায়তা দেয় কৃষি বিভাগ। কাজুবাদাম-চাষি উপজেলার লালপুরের মোখলেসুর রহমান, ভবানীপুর-চাঁদপুরের সাইদুর রহমান, পালিদেহার তারেক মাহমুদ, কেশবপুরের মাজহারুল ইসলাম লিটন ও ডহরশৈলার আবুল কাশেম। কফিচাষি উপজেলার মনিহারপুর গ্রামের আনিসুর রহমান, ওয়ালিয়া মধ্যপাড়ার হাসান ইমাম, ভবানীপুরের রিমা খাতুন, টিটিয়ার শামীমুল ইসলাম ও দাঁইড়পাড়ার আবু সাইদ।

কেশবপুর গ্রামের কাজুবাদাম-চাষি মাজহারুল ইসলাম লিটন জানান, গত বছর অক্টোবর মাসে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর তাঁর জমিতে রোপণের জন্য এম-২৩ জাতের কাজুবাদামের চারা দেয়। গত বছর ১৩ অক্টোবর ‘কাজুবাদাম জাত ও প্রযুক্তি প্রদর্শনী’ হিসেবে তিনি ৫০ শতক জমিতে ৮০টি চারা/কলম রোপণ করে চাষ শুরু করেন।

ভবানীপুর গ্রামের কফিচাষি রিমা খাতুন জানান, পরীক্ষামূলক কফি চাষ করতে পেয়ে আনন্দিত তিনি। ফলন ও লাভজনক হলে আরও বেশি জমিতে চাষ করবেন।

উপজেলা কৃষি কর্মকর্তা মো. রফিকুল ইসলাম জানান, বাংলাদেশ কাজুবাদাম ও কফি গবেষণা উন্নয়ন ও সম্প্রসারণ প্রকল্পের আওতায় উপজেলা কৃষি সম্প্রসারণ বিভাগ কাজুবাদাম চাষে কৃষকদের বিনা মূল্যে চারা, উন্নত প্রযুক্তি ও পদ্ধতিগত সহায়তা দিচ্ছে।

বাংলাদেশ কাজুবাদাম ও কফি গবেষণা উন্নয়ন ও সম্প্রসারণ প্রকল্পের সিনিয়র মনিটরিং কর্মকর্তা রেজাউল করিম রতন বলেন, ‘বর্তমানে বান্দরবানসহ পাহাড়ি এলাকায় কাজুবাদাম ও কফি চাষ বৃদ্ধি পাচ্ছে। চাহিদার তুলনায় উৎপাদন অপ্রতুল হওয়ায় সমতলে কাজুবাদাম ও কফি চাষ সম্প্রসারণে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। লালপুরের আবহাওয়া চাষের উপযোগী হওয়ায় উপজেলার কৃষকদের কাজুবাদাম ও কফি চাষের জন্য উদ্বুদ্ধ করা হচ্ছে।’

রেজাউল করিম রতন আরও বলেন, ‘ব্যাপক হারে চাষ বৃদ্ধি, কৃষকদের প্রশিক্ষণ ও প্রক্রিয়াজাতকরণের ব্যবস্থা করতে পারলে দেশের চাহিদা মিটিয়ে রপ্তানি করে বৈদেশিক মুদ্রা আয় সম্ভব।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফোন-ইন্টারনেট ভাতা পাচ্ছেন মাঠ প্রশাসনের সব কর্মচারী

এস আলমের জামাতার পেটে ৩৭৪৫ কোটি টাকা

ভাড়া বাড়িতে চলা ১৬ বিশ্ববিদ্যালয়ে ভর্তিসহ সব শিক্ষা কার্যক্রম বন্ধের নির্দেশ

পিপির বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব ৪৯ জন সহকারী পিপির

জোবাইদার নিরাপত্তার নামে প্রতিবেশীদের বিরক্ত না করার নির্দেশ তারেক রহমানের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত