Ajker Patrika

শিক্ষার্থীদের টিকাদান শুরু নালিতাবাড়ীতে

নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি
আপডেট : ০৯ জানুয়ারি ২০২২, ১২: ২১
শিক্ষার্থীদের টিকাদান শুরু নালিতাবাড়ীতে

শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় স্কুল-কলেজের শিক্ষার্থীদের টিকাদান কার্যক্রম শুরু হয়েছে। গতকাল শনিবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হেলেনা পারভীন। এদিন ৪৭৫ জন শিক্ষার্থীকে টিকা দেওয়া হয়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, শনিবার সকাল থেকে উপজেলার আব্দুর রশিদ মহিলা ডিগ্রি কলেজ, নন্নী পোড়াগাঁও মৈত্রী কলেজ ও শহীদ মুক্তিযোদ্ধা কলেজের ৪৭৫ জন এইচএসসি পরীক্ষার্থীকে টিকার দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে। ইতিপূর্বে এই শিক্ষার্থীরা শেরপুর সদর হাসপাতাল হতে টিকার প্রথম ডোজ গ্রহণ করে। আগামী পাঁচ দিন উপজেলার অন্যান্য কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের টিকার দ্বিতীয় ডোজ দেওয়া হবে। এ ছাড়াও পরে তালিকা অনুযায়ী উপজেলার বিদ্যালয়গুলোয় ১২-১৭ বছর বয়সী শিক্ষার্থীদের টিকার প্রথম ডোজ দেওয়া হবে।

শিক্ষার্থীদের মধ্যে টিকাদান কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক স্বাস্থ্য কর্মকর্তা (আরএমও) সাব্বির আহমেদসহ অনেকে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক স্বাস্থ্য কর্মকর্তা (আরএমও) সাব্বির আহমেদ বলেন, শিক্ষার্থীদের মধ্যে টিকাদান কার্যক্রমের শুরুর দিনে শিক্ষার্থীদের ভালো সারা পাওয়া গেছে। এই দিন ৩টি কলেজের ৪৭৫ জনকে টিকার দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে। পর্যায়ক্রমে মাধ্যমিক শিক্ষা অফিসের তালিকা অনুযায়ী ১২-১৭ বছর বয়সী শিক্ষার্থীদের টিকার প্রথম ডোজ দেওয়া করা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফেল করায় বকা খেয়ে বাড়ি ছাড়ে বাংলাদেশি কিশোরী, ভারতে ৩ মাসে ২০০ লোকের ধর্ষণ

‘বিচারপতি খায়রুলকে হাতকড়া পরানো মানে পুরো বিচার বিভাগকে হাতকড়া পরানো’

রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

আগামী সপ্তাহের মধ্যে ৫ ইসলামী ব্যাংক একীভূত করার প্রক্রিয়া শুরু: গভর্নর

কোথাও ঘুরতে ইচ্ছা করলে আমাকে জানাবে—ছাত্রীকে খুবি অধ্যাপক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত