Ajker Patrika

ভেষজ ওষুধের গ্রাম শ্রীপুরের দরগারচালা

ভেষজ ওষুধের গ্রাম শ্রীপুরের দরগারচালা

গাজীপুরের শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নের দরগারচালা গ্রামের বেশ কয়েকটি পরিবার ঔষধি গাছের ছাল, বাকল ও পাতা শুকিয়ে প্রক্রিয়াজাতের পর তা বিক্রি করে জীবিকা নির্বাহ করেন। আশপাশের মানুষের কাছে এ গ্রামের পরিচিতি ভেষজ ওষুধের গ্রাম হিসেবে।

সরেজমিন ঘুরে দেখা যায়, নিম, শজনে, তুলসী, আমলকী, হরীতকী, বহেড়া, নিশিন্দা, অর্জুনগাছের ছাল, বাকল ও পাতা রাস্তার পাশে শুকাতে দেওয়া হয়েছে। একটু পর পর গৃহিণীরা এসে তা উল্টে-পাল্টে শুকাচ্ছেন। কেউ কেউ কাণ্ড থেকে পাতা ছাড়ানোর কাজ করছেন, কেউ কেউ শুকনো পাতা বস্তায় ভরে বাড়িতে নিচ্ছেন।

ভেষজ গুণসম্পন্ন কাঁচামাল ব্যবসার সঙ্গে জড়িত একিন আলী বলেন, ‘২০ বছর যাবৎ আছি এই ব্যবসায়। বিভিন্ন এলাকা ঘুরে ঘুরে ভেষজ উদ্ভিদ কেনার পর তার ছাল, বাকল ও পাতা ছাঁটাই করে এনে তা রোদে শুকিয়ে বিক্রি করি। চাহিদাও মোটামুটি ভালো।’

দরগারচালা গ্রামে কথা এই ব্যবসার সঙ্গে জড়িত মরিয়ম আক্তারের সঙ্গে। তিনি বলেন, ‘বিভিন্ন বাড়ি ঘুরে ঘুরে এগুলো কিনে আনেন পুরুষেরা। তারপর শুকানোর দায়িত্ব নারীদের। এই গ্রামের অনেক পরিবার এই কাজের সঙ্গে জড়িত।’

বিদ্যুতায়িত হয়ে পা হারানো মো. সুলতান মিয়া জানান, অনেক কষ্টে ভেষজ গুণসম্পন্ন গাছের ছাল, বাকল ও পাতা সংগ্রহ করেন। সেগুলো শুকানোর কাজ করেন তাঁর স্ত্রী। পরে শুকনো ডাতা, ছাল  বিক্রি করেন। এ থেকে যা আয় হয়, তা দিয়ে চলে সংসার। প্রতি কেজি শজনেপাতা ১৫০ টাকা ও নিম পাতা ৪০ টাকা কেজি দরে বিক্রি হয়।

ওই গ্রামের নিজাম উদ্দিন, মনির হোসেন, রফিকুল, বাবুলসহ আরও কয়েকটি পরিবার এই ব্যবসার সঙ্গে জড়িত বলে জানা গেছে। শ্রীপুর উপজেলা কৃষি কর্মকর্তা এ এস এম মূয়ীদুল হাসান বলেন, ‘প্রাকৃতিকভাবেই ভেষজ উদ্ভিদে নানা উপকারী গুণাগুণ বিদ্যমান। ভেষজ উদ্ভিদ থেকে নানা ধরনের ওষুধ তৈরি হয়। কৃষি অফিসের পক্ষ থেকে পতিত জমিতে ভেষজ উদ্ভিদ লাগানোর জন্য চাষিদের পরামর্শ দেওয়া হয়।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

রাজধানীতে গুলিতে নিহত মামুন শীর্ষ সন্ত্রাসী ইমনের প্রধান সহযোগী

গাজীপুরে রাস্তা আটকে চলাচল করা পুলিশ কমিশনার নাজমুল করিম বরখাস্ত

আসিফ ক্ষমা না চাইলে অ্যাকশনে যাওয়ার হুমকি ফুটবলারদের

উপদেষ্টা ফরিদা আখতারের ব্যবসাপ্রতিষ্ঠানের সামনে ককটেল বিস্ফোরণ

দিনদুপুরে রাজধানীতে হাসপাতালের সামনে এক ব্যক্তিকে গুলি করে হত্যা

এলাকার খবর
Loading...