Ajker Patrika

মুরাদের বিরুদ্ধে ক্ষোভ বাড়ছেই সরিষাবাড়ীতে

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
আপডেট : ১০ ডিসেম্বর ২০২১, ১৭: ২৬
মুরাদের বিরুদ্ধে ক্ষোভ বাড়ছেই সরিষাবাড়ীতে

সদ্য সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানের বিরুদ্ধে জামালপুরের সরিষাবাড়ীতে ক্ষোভ বাড়ছেই।

উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগের প্রাথমিক সদস্য পদ থেকে তাকে অব্যাহতি দেওয়ার পরও তার বিরুদ্ধে আন্দোলন থেমে নেই।

গতকাল বৃহস্পতিবার সকালে ভাটারা স্কুল অ্যান্ড কলেজের পরিচালনা কমিটির সভাপতি পদ থেকে সদ্য পদত্যাগ করা তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানের মনোনীত ব্যক্তি আবুবক্কর সিদ্দিককে কলেজ থেকে প্রত্যাহার দাবিতে অভিভাবক ও শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করেছেন। এছাড়া যমুনা সার কারখানা জেটি ঘাট এলাকায় মুরাদ হাসানের নিয়ন্ত্রিত রাজা মিয়ার বালু উত্তোলন ঘাটে হামলা চালিয়েছেন স্থানীয় আওয়ামী লীগ কর্মীরা।

জানা যায়, জামালপুর-৪ (সরিষাবাড়ী) আসন নিয়ন্ত্রণ করতে আওয়ামী লীগের পদ পদবিধারী নেতা-কর্মীদের তোয়াক্কা না করে মুরাদ হাসান সকল শিক্ষাপ্রতিষ্ঠানে তার পছন্দের ব্যক্তিদের নানা পদে দায়িত্বে বসিয়েছিলেন। এ নিয়ে আওয়ামী লীগের নেতা-কর্মীদের মধ্যে চরম অসন্তোষ ও ক্ষোভ বিরাজ করে আসছিল। এর মধ্যে চিকিৎসক মুরাদ হাসানের পতনের ঘণ্টা বেজে যায়। ফলে উপজেলার ভাটারা স্কুল অ্যান্ড কলেজের পরিচালনা কমিটির সভাপতি আবুবক্কর সিদ্দিকের প্রত্যাহার দাবিতে অভিভাবক, শিক্ষার্থী ও স্থানীয়দের অনেকে বিক্ষোভ মিছিল করেন। পরে বিক্ষোভকারীরা কলেজের সকল কক্ষে তালা ঝুলিয়ে দেন।

অপরদিকে মুরাদ হাসান তার পছন্দের লোকদের দিয়ে যমুনা সার কারখানা জেটি ঘাট এলাকাসহ উপজেলায় ১০-১৫টি স্থানে নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে বালু বিক্রির ঘাট স্থাপন করেন। এসব বালু ঘাটের মধ্যে যমুনা সারকারখানা জেটি ঘাট এলাকার রাজা মিয়ার বালু ঘাটে গতকাল স্থানীয় মুরাদ বিরোধী আওয়ামী লীগ দলীয় সমর্থকেরা হামলা চালিয়ে দখলমুক্ত করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

রাখাইনে মানবিক করিডর কি প্রক্সি যুদ্ধের ফাঁদ হবে, ভারত-চীন কীভাবে দেখবে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত