Ajker Patrika

নায়িকাদের সেকেন্ড ইনিংস

আপডেট : ০৮ ডিসেম্বর ২০২২, ০৮: ৪৮
নায়িকাদের সেকেন্ড ইনিংস

লম্বা বিরতির পর ফিরে এসে নতুনভাবে ক্যারিয়ার শুরু করা অভিনেতাদের জন্য তুলনায় সহজ হলেও, অভিনেত্রীদের জন্য বেশ কঠিন। কারণ, নায়িকাকেন্দ্রিক সিনেমার সংখ্যা বেশি নয়। সম্প্রতি ওটিটির সুবাদে নায়িকাকেন্দ্রিক বেশ কিছু সিনেমা, সিরিজ তৈরি হচ্ছে। সেকেন্ড ইনিংস শুরু করা নায়িকাদের সেটাই আশার জায়গা। আসলে নায়িকারা যখন বিরতি নিয়েছিলেন আর যখন ফিরে আসছেন, এর মধ্যে পেরিয়ে গেছে অনেকটা সময়। গল্প, উপস্থাপনা, অভিনয়—সবকিছুই বদলে গেছে এত দিনে। যাঁরা সময়োপযোগী চরিত্র পছন্দ করেছেন, সফল হয়েছেন। যাঁরা পুরোনো চিন্তা থেকে বেরোতে পারেননি, তাঁদের ক্যারিয়ার আটকে পড়েছে।

কাজলঅনেক দিন বিদেশে ছিলেন মাধুরী দীক্ষিত। কয়েক বছর হলো ভারতে ফিরেছেন। কিন্তু এখনো এমন কোনো চরিত্রে অভিনয়ের সুযোগ পাননি, যা তাঁর ক্যারিয়ারকে কয়েক ধাপ এগিয়ে দেবে। তাঁর সাম্প্রতিক কাজগুলো, যেমন ‘দ্য ফেম গেম’, ‘মজা মা’, ‘কলঙ্ক’ বা ‘বাকেট লিস্ট’ কোনোটাই প্রত্যাশা পূরণ করতে পারেনি।

কয়েক বছর হলো ড্যান্স রিয়্যালিটি শোর বিচারক হয়ে ফিরেছেন শিল্পা শেঠি। গত বছর মুক্তি পেয়েছে শিল্পা অভিনীত ‘হাঙ্গামা ২’। কিন্তু দর্শক পছন্দ করেননি। এরপর শিল্পা অভিনয় করেন ‘নিকাম্মা’য়। এটাও দর্শকদের মনে দাগ কাটতে পারেনি। আপাতত শিল্পার ভরসা রোহিত শেটির ‘ইন্ডিয়ান পুলিশ ফোর্স’ আর সোনাল জোসির নারীকেন্দ্রিক সিনেমা ‘সুখী’।

শিল্পা শেঠিসেকেন্ড ইনিংস শুরু করা অভিনেত্রীদের মধ্যে অনেকটা এগিয়ে আছেন সুস্মিতা সেন। তাঁর অভিনীত সিরিজ ‘আরিয়া’ বেশ জনপ্রিয় হয়েছে। সিরিজের দুটো সিজনের পর পরবর্তী সিজনের জন্য অধীর আগ্রহে আছেন দর্শকেরা। রাভিনা ট্যান্ডনও এদিক থেকে এগিয়ে। তাঁর অভিনীত ‘আরণ্যক’ সিরিজটি জনপ্রিয় হয়েছে। আরও কয়েকটি সিরিজের কাজে ব্যস্ত তিনি।

সুস্মিতা সেনকাজল অনেক দিন পর অভিনয়ে ফেরেন ‘দিলওয়ালে’ সিনেমা দিয়ে। সিনেমাটি ভালোই ব্যবসা করেছে। এরপর কাজল অভিনয় করেন ‘ত্রিভঙ্গ’, ‘হেলিকপ্টার ইলা’, ‘তানহাজি’সহ কয়েকটি সিনেমায়। এর মধ্যে সাফল্য পেয়েছে কেবল ‘তানহাজি’। আগামীকাল মুক্তি পাচ্ছে কাজল অভিনীত নতুন সিনেমা ‘সালাম ভেঙ্কি’। সিনেমার প্রচারে পুরো ভারতে ঘুরছেন কাজল। তাঁর নতুন কাজ দর্শক কতটা সাদরে গ্রহণ করেন, সেটিই এখন দেখার বিষয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত