Ajker Patrika

খাতামধুপুরে ভোট গণনায় কারচুপির অভিযোগ

সৈয়দপুর (নীলফামারী)প্রতিনিধি
আপডেট : ০২ জানুয়ারি ২০২২, ১৫: ২৯
খাতামধুপুরে ভোট গণনায় কারচুপির অভিযোগ

চতুর্থ ধাপে নীলফামারীর সৈয়দপুরের খাতামধুপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ভোট গণনায় কারচুপির অভিযোগ পাওয়া গেছে। গতকাল শনিবার সকালে খালিশা চৌধুরীপাড়ার নিজ বাসভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেছেন খাতামধুপুর ইউপিতে সংরক্ষিত নারী সদস্য পদে পরাজিত প্রার্থী রেহেনা বেগম। এ সময় ভোট পুনঃগণনার দাবিও করেন তিনি।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, ‘এ ইউপিতে এক, দুই ও তিন নম্বর ওয়ার্ডে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করা হয়েছে হেলিকপ্টার প্রতীকের প্রার্থী রেজেকা বেগমকে। তিনটি কেন্দ্রে তিনি মোট ভোট পেয়েছেন ১ হাজার ৩৪০টি। তাঁর চেয়ে ১৩ ভোট কম দেখিয়ে আমাকে পরাজিত দেখানো হয়েছে। কিন্তু দুটি কেন্দ্রে উপস্থিতি ও প্রদত্ত ভোটের হিসাবে গরমিল রয়েছে।’

রেহেনা বেগম বলেন, ‘ কেন্দ্র দুটিতে উপস্থিতির চেয়ে ২১টি ভোট কম কাস্ট দেখানো হয়েছে। এর মধ্যে খালিশা বেলপুকুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১৩ ও ডাঙ্গাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ৮টি ভোট কম দেখানো হয়। এর মাধ্যমে প্রিসাইডিং কর্মকর্তাদের যোগসাজশে কারচুপির মাধ্যমে আমাকে হারিয়ে দেওয়া হয়েছে। আমি আবরও ভোট গণনার দাবি করছি।’

সংবাদ সম্মেলনে রেহেনা বেগমের পোলিং এজেন্টসহ স্থানীয়রা উপস্থিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত