সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরায় ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে ভারী বৃষ্টি হতে শুরু করেছে। গতকাল রোববার বিকেল থেকে মাঝারি ও ভারী বৃষ্টিপাত শুরু হয়েছে। এর আগে গত শনিবার সকাল থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হয়েছে। এদিকে বাঁধ ভাঙার আতঙ্কে রয়েছেন উপকূলীয় এলাকার বাসিন্দারা। ঘূর্ণিঝড়ের প্রভাবে সম্ভাব্য ক্ষয়ক্ষতি এড়াতে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করেছে প্রশাসন।
আশাশুনি উপজেলার কুড়িকাহুনিয়া গ্রামের মাসুম বিল্লাহ বলেন, ‘ঘূর্ণিঝড় ইয়াসের ফলে সৃষ্ট জলোচ্ছ্বাসে আমাদের এলাকায় ক্ষয়-ক্ষতি হয়। খোলপেটুয়া নদীর বন্যতলা পয়েন্টের বেড়িবাঁধ দীর্ঘদিনেও ঠিক করা হয়নি। তবে সপ্তাহ খানিক আগে ওই পয়েন্টের বেড়িবাঁধ বেঁধে দেওয়া হয়েছে। এখন ওই এলাকা সুরক্ষিত থাকলেও পাশের রিং বাঁধ ভঙ্গুর অবস্থায় রয়েছে। এ নিয়ে আমরা উদ্বেগে আছি।’
সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আবুল খাঁয়ের বলেন, জেলার নদ-নদীগুলোতে জাওয়াদের প্রভাবে স্বাভাবিকের চেয়ে সামান্য উচ্চতায় পানি প্রবাহিত হচ্ছে। তবে তা উদ্বেগজনক পর্যায়ে না। ভঙ্গুর বাঁধ ক্ষতিগ্রস্ত হলে তাৎক্ষণিকভাবে বেঁধে দেওয়ার প্রস্তুতি রয়েছে। জিও ব্যাগ পর্যাপ্ত রয়েছে বলে জানান তিনি।
জেলা আবহাওয়া অফিসের সিনিয়র পর্যবেক্ষক জুলফিকার আলী জানান, জাওয়াদের প্রভাবে শনিবার থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। গতকাল দুপুরের পর থেকে বৃষ্টি বেড়েছে। রাতে ভারী বর্ষণ হতে পারে। তবে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা কম বলে জানান তিনি।
সাতক্ষীরার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কাজী আরিফুর রহমান জানান, উপকূলীয় এলাকার ১৬৮টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। স্বল্প সময়ের নোটিশে উপদ্রুতরা যাতে আশ্রয়কেন্দ্রে যেতে পারেন, সে বিষয়ে স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের নির্দেশ দেওয়া হয়েছে। জলোচ্ছ্বাসের আশঙ্কায় জিও ব্যাগ প্রস্তুত রাখা হয়েছে।
সাতক্ষীরায় ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে ভারী বৃষ্টি হতে শুরু করেছে। গতকাল রোববার বিকেল থেকে মাঝারি ও ভারী বৃষ্টিপাত শুরু হয়েছে। এর আগে গত শনিবার সকাল থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হয়েছে। এদিকে বাঁধ ভাঙার আতঙ্কে রয়েছেন উপকূলীয় এলাকার বাসিন্দারা। ঘূর্ণিঝড়ের প্রভাবে সম্ভাব্য ক্ষয়ক্ষতি এড়াতে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করেছে প্রশাসন।
আশাশুনি উপজেলার কুড়িকাহুনিয়া গ্রামের মাসুম বিল্লাহ বলেন, ‘ঘূর্ণিঝড় ইয়াসের ফলে সৃষ্ট জলোচ্ছ্বাসে আমাদের এলাকায় ক্ষয়-ক্ষতি হয়। খোলপেটুয়া নদীর বন্যতলা পয়েন্টের বেড়িবাঁধ দীর্ঘদিনেও ঠিক করা হয়নি। তবে সপ্তাহ খানিক আগে ওই পয়েন্টের বেড়িবাঁধ বেঁধে দেওয়া হয়েছে। এখন ওই এলাকা সুরক্ষিত থাকলেও পাশের রিং বাঁধ ভঙ্গুর অবস্থায় রয়েছে। এ নিয়ে আমরা উদ্বেগে আছি।’
সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আবুল খাঁয়ের বলেন, জেলার নদ-নদীগুলোতে জাওয়াদের প্রভাবে স্বাভাবিকের চেয়ে সামান্য উচ্চতায় পানি প্রবাহিত হচ্ছে। তবে তা উদ্বেগজনক পর্যায়ে না। ভঙ্গুর বাঁধ ক্ষতিগ্রস্ত হলে তাৎক্ষণিকভাবে বেঁধে দেওয়ার প্রস্তুতি রয়েছে। জিও ব্যাগ পর্যাপ্ত রয়েছে বলে জানান তিনি।
জেলা আবহাওয়া অফিসের সিনিয়র পর্যবেক্ষক জুলফিকার আলী জানান, জাওয়াদের প্রভাবে শনিবার থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। গতকাল দুপুরের পর থেকে বৃষ্টি বেড়েছে। রাতে ভারী বর্ষণ হতে পারে। তবে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা কম বলে জানান তিনি।
সাতক্ষীরার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কাজী আরিফুর রহমান জানান, উপকূলীয় এলাকার ১৬৮টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। স্বল্প সময়ের নোটিশে উপদ্রুতরা যাতে আশ্রয়কেন্দ্রে যেতে পারেন, সে বিষয়ে স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের নির্দেশ দেওয়া হয়েছে। জলোচ্ছ্বাসের আশঙ্কায় জিও ব্যাগ প্রস্তুত রাখা হয়েছে।
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫পাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
০৮ মে ২০২৫