Ajker Patrika

‘বিএনপি পাগলের প্রলাপ বকছে’

মাদারীপুর প্রতিনিধি
আপডেট : ২৫ এপ্রিল ২০২২, ১২: ৫৯
‘বিএনপি পাগলের প্রলাপ বকছে’

দুর্নীতিগ্রস্ত বিএনপি নেতাদের কথার সঙ্গে বাস্তবতার কোনো মিল নেই। তাঁরা এখন পাগলের প্রলাপ বকছেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. আব্দুস সোবহান গোলাপ। গত শনিবার সন্ধ্যায় মাদারীপুরের কালকিনিতে উপজেলা আওয়ামী লীগের ইফতার ও দোয়া অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, ‘বিএনপির নেতারা বলছেন, আগামী ঈদের পর শেখ হাসিনা সরকারের পতন ঘটানো হবে। এমন কথার কোনো ভিত্তি নেই। তাঁরা ২০১৫ সাল থেকে সরকারের পতন ঘটাচ্ছেন। কিন্তু সরকার বহাল তবিয়তে দেশ চালাচ্ছে। মূলত তাঁরা এ দেশে সন্ত্রাসী কার্যকলাপ করছেন। তাতেও দেশের উন্নয়ন ঠেকাতে পারেননি।’

প্রধানমন্ত্রী বাংলাদেশকে সারা বিশ্বের মধ্যে একটি উন্নয়নের রোল মডেল হিসেবে প্রতিষ্ঠিত করেছেন বলে দাবি তাঁর। তিনি বলেন, ‘বিএনপি উল্টাপাল্টা কথা বলে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। এটা জনগণ মেনে নেবে না।’

কালকিনি উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক লোকমান সরদারের সঞ্চালনায় ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি তাহমিনা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি সৈয়দ আবুল বাশার, উপজেলা পরিষদের চেয়ারম্যান মীর গোলাম ফারুক, পৌরসভার মেয়র এস এম হানিফ, কৃষক লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শাকিলুর রহমান সোহাগ তালুকদার প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত