Ajker Patrika

শৈলকুপায় টিসিবি পণ্যের সরবরাহ কম

শৈলকুপা (ঝিনাইদহ) প্রতিনিধি
আপডেট : ১৯ নভেম্বর ২০২১, ২১: ০৫
শৈলকুপায় টিসিবি পণ্যের সরবরাহ কম

ঝিনাইদহের শৈলকুপায় ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) পণ্যের চাহিদার তুলনায় সরবরাহ একেবারেই কম। এতে বিপাকে পড়েছেন নিম্ন ও মধ্যম আয়ের মানুষেরা।

উপজেলায় টিসিবির অনুমোদিত ডিলার মেসার্স ভাই ভাই এন্টারপ্রাইজের মাধ্যমে মাঝে মধ্যে চিনি, মশুর ডাল, ছোলা, সয়াবিন তেল বিক্রয় করা হয়। চিনি ৫৫ টাকা, মশুর ডাল ৫৫ টাকা, সয়াবিন তেল ১০৫ টাকা, পেঁয়াজ ৫৫ টাকা দরে বিক্রি করা হয়।

শেখপাড়া গ্রামের রেজাউল ইসলাম বলেন, ‘পরিবার নিয়ে খুবই কষ্টে দিন যায়। দিন দিন নিত্য প্রয়োজনীয় পণ্যর দাম বাড়ায় সংসার চালাতে হিমশিম খাচ্ছি। আর অনেক দিন পর পর টিসিবির যে পণ্য পাই তা প্রয়োজনের তুলনায় একেবারেই কম।’

টিসিবি ডিলার মো. আতিয়ার রহমান বলেন, ‘লাইনে দাঁড়ানো সবাইকে মাল দিতে পারি না। সরবরাহ কম থাকায় ঠিকমতো টিসিবির পণ্য সবাই পায় না।’

এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার কানিজ ফাতেমা লিজা বলেন, ‘বিষয়টি আমার নজরে আছে, ডিসি স্যারের সঙ্গেও কথা হয়েছে। আশা করি ডিলারের সংখ্যা ও বরাদ্দ অচিরেই বৃদ্ধি পাবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

হোলি আর্টিজানের ঘটনায় ‘জঙ্গি সন্দেহে’ আটক ছিলেন অনিন্দ্য, রাজশাহীর সাবেক মেয়র লিটনের চাচাতো ভাই তিনি

রাবির অধ্যাপকের বিরুদ্ধে ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ

বিশ্ববিদ্যালয়ের কোন নিয়ম ভঙ্গের জন্য ট্রান্স নারী শিক্ষার্থীকে আজীবন বহিষ্কার, জানতে চান ১৬২ নাগরিক

টাইফয়েড টিকাদান কর্মসূচি পেছাল, পাবে ৫ কোটি শিশু-কিশোর

রাশিয়া খুবই বড় শক্তি, চুক্তি ছাড়া ইউক্রেনের কোনো গতি নেই: ট্রাম্প

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত