Ajker Patrika

সূর্যমুখী চাষে আয়, পুষ্টির চাহিদা পূরণের আশা

আরিফ আহম্মেদ, গৌরীপুর
আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২২, ১১: ১৬
সূর্যমুখী চাষে আয়, পুষ্টির চাহিদা পূরণের আশা

সূর্যমুখী ফুল চাষে আশার আলো দেখছেন গৌরীপুরের চাষিরা। দিন দিন বাড়ছে এর চাহিদা।কৃষি বিভাগ মনে করছে, সূর্যমুখী চাষে অর্থনৈতিক প্রবৃদ্ধির পাশাপাশি পূরণ হবে পুষ্টির চাহিদা। গত বছর সরকারিভাবে পরীক্ষামূলক শুরু হলেও এবার অনেক কৃষক নিজ উদ্যোগে সূর্যমুখী চাষ করছেন।

এমনই একজন চাষি রামগোপালপুর ইউনিয়নের নওয়াগাঁও গ্রামের জাহাঙ্গীর হাসান রতন। সরকারের প্রণোদনা হিসেবে গত বছর এক কেজি সূর্যমুখী ফুলের বীজ দিয়ে তিনি চাষ শুরু করেন। সাফল্য পাওয়ায় এবার নিজ উদ্যোগে ২০ শতাংশ জমিতে করেছেন সূর্যমুখীর চাষ। এর সৌন্দর্য উপভোগ করতে বিভিন্ন এলাকা থেকে ছুটে আসছেন শত শত মানুষ।

গুজিখাঁ গ্রামের আব্দুল মুন্নাছ বলেন, সূর্যমুখী ফুলের দিকে শুধু তাকিয়ে থাকতেই ইচ্ছে করে। প্রতিদিন মানুষ আসেন দেখতে।

গৌরীপুর পৌর শহর থেকে আসা দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ইসরাত জাহান বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি দেখেছি। তাই বান্ধবীদের সঙ্গে আসলাম।

কৃষক জাহাঙ্গীর আলম রতন জানান, তিনি শৌখিন চাষি। সূর্যমুখী ফুলের বীজ থেকে পাওয়া তেল নিজের পরিবারের জন্য ব্যবহার করেন। গত বছর প্রণোদনা পেয়ে সূর্যমুখী চাষে আগ্রহী হয়েছিলেন। সফলতা পাওয়ায় এবার নিজ উদ্যোগে চাষ করেছেন।

এই কৃষক বলেন, প্রধান সমস্যা হচ্ছে সূর্যমুখী বীজ থেকে তেল উৎপাদনের যন্ত্র এই অঞ্চলে নেই। এই কারণে সরিষা ভাঙানোর মেশিনে তেল উৎপাদন করতে হয়। এতে উৎপাদন অনেক কম হয়।

উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. আবুল খায়ের আকন্দ বলেন, সূর্যমুখী চাষে অর্থের বিনিয়োগ ও ঝুঁকি দুটোই কম, বিপরীতে লাভ বেশি। সূর্যমুখী ফুল চাষ নিয়ে আশাবাদী উপজেলা কৃষি বিভাগ।

ব্যাপকভাবে সূর্যমুখী ফুল চাষের উদ্যোগ গ্রহণের কথা জানিয়ে উপজেলা কৃষি কর্মকর্তা লুৎফুন্নাহার লিপি বলেন, দেশে ভোজ্য তেলের আমদানি নির্ভরতা কমাতে উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে সরকার। সূর্যমুখী বীজের তেল প্রচুর পুষ্টিগুণ সম্পন্ন। এর চাষাবাদ প্রক্রিয়া সহজ, ব্যয় ও পরিশ্রম কম।

লুৎফুন্নাহার লিপি আরও বলেন, তেল উৎপাদনের জন্য বাজারে এর বীজের ব্যাপক চাহিদা রয়েছে। বাণিজ্যিকভাবে সূর্যমুখী ফুলের চাষ করতে পারলে কৃষকেরা লাভবান হতে পারবেন।

গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা (ভারপ্রাপ্ত) রামকৃষ্ণ সাহা সূর্যমুখী তেলের পুষ্টিগুণ সম্পর্কে বলেন, নানা ভিটামিনের গুণে সমৃদ্ধ এই বীজ ও উৎপাদিত তেল। বিশেষ করে ভিটামিন বি, সি ও ই আছে এতে। এ ছাড়া রয়েছে আয়রন, ম্যাগনেশিয়াম, ফসফরাস, জিংক, ম্যাংগানিজ। প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকায় হার্ট অ্যাটাক, স্ট্রোক প্রভৃতি প্রতিরোধ করে এই সূর্যমুখী।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

মানবিক করিডর না ভূরাজনৈতিক কৌশল? সীমান্তে যুক্তরাষ্ট্রের তৎপরতায় উদ্বেগ

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

নির্দেশনা মানেননি পাইলট, মদিনা–ঢাকা ফ্লাইটকে নামতে হলো সিলেটে

ভারত–বাংলাদেশ বাণিজ্য বিধিনিষেধের মূল্য গুনছেন ব্যবসায়ীরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত