Ajker Patrika

নারী দিবসে টিভি আয়োজন

নারী দিবসে টিভি আয়োজন

আজ আন্তর্জাতিক নারী দিবস। দিবসটি উপলক্ষে দেশের টিভি চ্যানেলগুলো প্রচার করবে বিশেষ অনুষ্ঠান। নির্বাচিত সেসব অনুষ্ঠানের খবর থাকছে এ প্রতিবেদনে।

চ্যানেল আই
চ্যানেল আইয়ে সকাল ৭টা ৩০ মিনিটে প্রচারিত হবে ‘গানে গানে সকাল শুরু’। নারী দিবস উপলক্ষে আজ রবীন্দ্রনাথ ঠাকুরের নারীবিষয়ক বিভিন্ন গান গেয়ে শোনাবেন সংগীতশিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা।

বেলা ৩টা ৫ মিনিটে প্রচারিত হবে টেলিফিল্ম ‘সাহারা মরুভূমি’। প্রবাসী এক নারীর গল্প নিয়ে টেলিফিল্মটির চিত্রনাট্য করেছেন মেজবাউর রহমান সুমন। পরিচালনায় নঈম ইমতিয়াজ নেয়ামুল। অভিনয়ে মিশা সওদাগর, সাবিলা নূর প্রমুখ।

বিকেল ৫টা ৩০ মিনিটে সময় ইসলামের গ্রন্থনা ও উপস্থাপনায় রয়েছে বিশেষ অনুষ্ঠান ‘নারীর সমতায় ক্ষমতা’। 

আরটিভি
রাত ৮টায় রয়েছে বিশেষ অনুষ্ঠান ‘জয়া আলোকিত নারী’। অনুষ্ঠানে সমাজের বিভিন্ন স্তরের কীর্তিমান আট নারীকে সম্মাননা দেবে আরটিভি। অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন ইমতু রাতিশ ও শ্রাবণ্য তৌহিদা। 

বাংলাভিশন
নারীর অর্থনৈতিক সাবলম্বিতা, সামাজিক নিরাপত্তা ও কর্মক্ষেত্রে নারীর অবদানসহ নানা বিষয় নিয়ে আলোচনামূলক অনুষ্ঠান ‘জাগো নারী জাগো’। আলোচনায় অংশ নিয়েছেন গণসাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক ও তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা রাশেদা কে চৌধুরী এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের শিক্ষক ড. রাশেদা রওনক হাসান খান। সঞ্চালনয়া নুঝহাত সাওম, প্রযোজনায় তাহমিনা মুক্তা। প্রচারিত হবে সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে। 

মাছরাঙা
সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে রয়েছে ‘কীর্তিমতী সম্মাননা ২০২৪’। সমাজের বিভিন্ন স্তরের কীর্তিমান নারীদের সম্মাননা প্রদান করা হবে অনুষ্ঠানে।

রাত ৮টা ৩০ মিনিটে রয়েছে নারীদের সৌন্দর্যবিষয়ক অনুষ্ঠান ‘রূপকথা’। উপস্থাপনায় নাবিলা ইসলাম। প্রযোজনা জেড আই ফয়সাল।

রাত ১০টা ৩০ মিনিটে রয়েছে নাটক ‘তক্ষক’। রচনা জহির করিম, পরিচালনা রাহাত মাহমুদ। অভিনয়ে সুমাইয়া শিমু।

বৈশাখী টেলিভিশন
সকাল ৮টা ২০ মিনিটে বৈশাখীর ‘সকালের গান’ অনুষ্ঠানে আজ গান শোনাবেন নারী শিল্পীরা। অংশ নেবেন অনিমা মুক্তি, ঝিলিক, লিজা, পুতুল, নন্দিতা, লুইপা, চম্পা বণিক, দিঠি আনোয়ার ও ইয়াসমিন লাবণ্য। প্রযোজনা লিটু সোলায়মান।

দুপুর ১২টা ৪৫ মিনিটে প্রচার করা হবে নাটক ‘বিরতিহীন নারী’। অভিনয়ে নাদিয়া আহমেদ, মাজনুন মিজান, শেলী আহসান, পিয়া প্রমুখ। পরিচালনায় জাকির হোসেন উজ্জ্বল।

রাত ১০টায় রয়েছে নাটক ‘বিয়েবাড়ির আবদার’। অভিনয়ে রাশেদ সীমান্ত, অহনা রহমান, রকি খান প্রমুখ। গল্প আহসান আলমগীর, পরিচালনায় জিয়াউদ্দিন আলম।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

মানিকগঞ্জে রাতের আঁধারে স্থানান্তর করা বিদ্যালয় ভবন পরিদর্শনে কর্মকর্তারা

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত