Ajker Patrika

‘মেঘনা মোশতাকের সংসদীয় আসন’

দেলোয়ার হোসাইন আকাইদ
আপডেট : ১০ ডিসেম্বর ২০২১, ১৪: ৪৮
‘মেঘনা মোশতাকের সংসদীয় আসন’

কুমিল্লা নামে নয়, মেঘনা নামেই বিভাগ করার সিদ্ধান্ত প্রধানমন্ত্রী শেখ হাসিনার। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় প্রধানমন্ত্রীর কাছ থেকে এ ধরনের আভাস পাওয়া গেছে। গত মঙ্গলবার শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে এ সভা হয়। এরপর কুমিল্লার স্থানীয় বাসিন্দাদের মধ্যে আবারও বিভাগের নাম ইস্যুটি আলোচনায় উঠে এসেছে। এই ইস্যুতে কুমিল্লার বিভিন্ন শ্রেণিপেশার মানুষের সঙ্গে কথা বলেছেন

দেলোয়ার হোসাইন আকাইদ

কুমিল্লার আপামর জনসাধারণের আবেগ অনুভূতি ও প্রাণের দাবি কুমিল্লা নামেই বিভাগ হোক। এ নামে বিভাগ হলে সর্বস্তরের মানুষ প্রধানমন্ত্রীর জন্য প্রাণভরে দোয়া করবেন। আর মেঘনা হলো খন্দকার মোশতাকের সংসদীয় আসন। এ নামে আমরা বিভাগ চাই না।

আবদুল বাকি আনিস

সভাপতি, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ), কুমিল্লা

আমাদের আকাঙ্ক্ষা ও স্বপ্ন কুমিল্লা নামেই বিভাগ হোক। আমাদের প্রিয় নেত্রীর কাছে একজন কর্মী হিসেবে, একজন ছোট ভাই হিসেবে আমাদের দাবি। আমাদের স্বপ্ন পূরণে কুমিল্লা নামেই বিভাগ হোক। এটি নেত্রীর কাছে আমাদের আবদার।

ওমর ফারুক

যুদ্ধকালীন জেলা কমান্ডার ও কুমিল্লা জেলা পরিষদের সাবেক প্রশাসক

বিভাগ হলে কুমিল্লা নামেই হতে হবে। এর বাইরে আমরা কোনো কিছু চিন্তা করতে পারি না। কুমিল্লা নাম ছাড়া অন্য নামে আমরা বিভাগ চাই না।

আবুল হাসানাত বাবুল

সম্পাদক, সাপ্তাহিক অভিবাদন

বিভাগ হলে কুমিল্লা নামেই চাই। অন্য নামে চাই না। কারণ আমার অস্তিত্বের নামই হলো কুমিল্লা। বাংলাদেশ সরকারের প্রধান নির্বাহী আমাদের সঙ্গে বিমাতা সুলভ আচরণ করছেন। একজন ব্যক্তির (খন্দকার মোশতাক) কারণে সমগ্র জেলাবাসী দোষী হতে পারে না। শাস্তি ভোগ করতে পারে না। কুমিল্লা আমাদের অস্তিত্ব, আমাদের সত্তা। এটা তিনি দূরে ঠেলে দিলেন, এটা আমরা কোনোভাবেই মানতে পারি না।

বদরুল হুদা জেনু

সভাপতি, আবৃত্তি জোট, কুমিল্লা

ভারতবর্ষের অনেক জ্ঞানী-গুনি ব্যক্তি কুমিল্লায় জন্মগ্রহণ করেছেন। এ মহাদেশের মানুষগুলোর কাছে কুমিল্লা অনেক সুপরিচিতি একটি নাম। মাত্র একজন মোশতাক দিয়ে কুমিল্লার বিশাল ইতিহাস ঐতিহ্য অস্বীকার করা যায় না। কুমিল্লা নামে বিভাগ করার জন্য ব্যবসায়ীদের পক্ষ থেকে আকুল আবেদন করছি।

সানাউল হক

সভাপতি, কুমিল্লা দোকান মালিক সমিতি ফেডারেশন

মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমরা বিনয়ের সঙ্গে বলব, তিনি যেন বিষয়টা আরেকটু ভেবে দেখেন। প্রধানমন্ত্রী অনেক বড় মানের মানুষ। তাই আমরা আশাবাদী, আমাদের প্রাণের দাবি কুমিল্লা নামেই বিভাগ দেবেন।

মিজানুর রহমান

সভাপতি,

কুমিল্লা জেলা ইমাম সমিতি

কুমিল্লা আমাদের অহংকার, আমাদের গর্ব। আমাদের অনেক ভালো অর্জন রয়েছে। আমাদের ঠিকানায় কুমিল্লা বাদ দিয়ে অন্য নাম লেখার চিন্তা করলেও কষ্ট পাই।

রাশিদুল মুরশালিন

শিক্ষার্থী, কুমিল্লা কালেক্টরেট

স্কুল ও কলেজ

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এবার ‘পাকিস্তানপন্থার’ বিরুদ্ধে ফেসবুকে স্ট্যাটাস দিলেন আসিফ মাহমুদ

সমাবেশে দলীয় স্লোগান ও জাতীয় সংগীত পরিবেশনে বাধা দেওয়া প্রসঙ্গে এনসিপির বিবৃতি

বাহাত্তরের সংবিধান, জুলাই সনদ, প্রধানমন্ত্রী ও প্রধান বিচারপতির ক্ষমতা নিয়ে আইন উপদেষ্টার গুরুত্বপূর্ণ মন্তব্য

চাকরিতে কোটা: সমতলের ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্য আসছে সমান সুযোগ

পাকিস্তানের ভয়ে যুদ্ধের ক্ষয়ক্ষতির তথ্য প্রকাশ করতে চায় না ভারত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত