তফাজ্জল হোসেন মানিক মিয়া ছিলেন দৈনিক ইত্তেফাকের প্রতিষ্ঠাতা সম্পাদক। তাঁর প্রধান পরিচয় সাংবাদিক হলেও তিনি ছিলেন রাজনীতিমনস্ক সাংবাদিক।
তাঁর জন্ম ১৯১১ সালে পিরোজপুরের ভান্ডারিয়া গ্রামে। গ্রামের প্রাইমারি স্কুলে তাঁর শিক্ষাজীবনের শুরু। ভান্ডারিয়া হাইস্কুলে অষ্টম শ্রেণি পর্যন্ত পড়ে চলে যান পিরোজপুর জেলা সরকারি হাইস্কুলে। সেখান থেকেই তিনি কৃতিত্বের সঙ্গে এসএসসি পাস করেন। ১৯৩৫ সালে তিনি ডিস্টিংশনসহ বরিশাল বিএম কলেজ থেকে বিএ পাস করেন।
পেশাগত জীবন শুরু হয় পিরোজপুর মহকুমা কর্মকর্তার সহকারী হিসেবে। কর্মদক্ষতার গুণে হয়ে যান বরিশাল শহরের জনসংযোগ কর্মকর্তা। এরপর তিনি ১৯৪৩ সালে কলকাতার বঙ্গীয় মুসলিম লীগ কার্যালয়ের সেক্রেটারি পদে যোগ দেন। সেখানে বেশি দিন থাকেননি। সোহরাওয়ার্দীর নির্দেশে তিনি ইত্তেহাদ পত্রিকা পরিচালনা পর্ষদের সেক্রেটারি হন। আবার তিনি ঢাকায় চলে আসেন ১৯৪৮ সালে। ১৯৫১ সালে তিনি মওলানা ভাসানীর কাছ থেকে সাপ্তাহিক ইত্তেফাকের সম্পাদকের দায়িত্ব বুঝে নেন। ১৯৫৩ সালে সাপ্তাহিকটি দৈনিকে রূপান্তরিত হয়। এর পর থেকে পত্রিকাটি জনগণের কাছাকাছি চলে যায়।
তিনি সব সময়ই চলমান রাজনীতি নিয়ে লিখতেন ‘মোসাফির’ ছদ্মনামে ‘রাজনৈতিক মঞ্চ’ উপসম্পাদকীয়, যা বেশ জনপ্রিয় হয়েছিল। তিনি লিখতেন শোষিত-বঞ্চিত বাঙালির পক্ষে জনগণের বোধগম্য ভাষায়। শেখ মুজিব তথা আওয়ামী লীগের অনেক সিদ্ধান্তের পেছনে ক্রিয়াশীল ছিল তাঁর কলাম উৎসারিত পরামর্শ।
আইয়ুব খানের সামরিক শাসনবিরোধী আন্দোলনে পত্রিকাটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সামরিক আইন লঙ্ঘনের অভিযোগে ১৯৫৯ সালে তিনি এক বছর জেল খাটেন। ১৯৬৩ সালে তিনি আবার গ্রেপ্তার হন। এ সময় পত্রিকাটির প্রকাশনাও নিষিদ্ধ হয়।
তফাজ্জল হোসেন মানিক মিয়া ইন্টারন্যাশনাল প্রেস ইনস্টিটিউটের পাকিস্তান শাখার প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন। ১৯৫৬ থেকে ১৯৫৮ পর্যন্ত তিনি ছিলেন সরকারি প্রেস কোর্ট অব অনার্সের সেক্রেটারি এবং পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইনসের (পিআইএ) পরিচালক।
১৯৬৯ সালের ১ জুন তিনি পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে মৃত্যুবরণ করেন।
তফাজ্জল হোসেন মানিক মিয়া ছিলেন দৈনিক ইত্তেফাকের প্রতিষ্ঠাতা সম্পাদক। তাঁর প্রধান পরিচয় সাংবাদিক হলেও তিনি ছিলেন রাজনীতিমনস্ক সাংবাদিক।
তাঁর জন্ম ১৯১১ সালে পিরোজপুরের ভান্ডারিয়া গ্রামে। গ্রামের প্রাইমারি স্কুলে তাঁর শিক্ষাজীবনের শুরু। ভান্ডারিয়া হাইস্কুলে অষ্টম শ্রেণি পর্যন্ত পড়ে চলে যান পিরোজপুর জেলা সরকারি হাইস্কুলে। সেখান থেকেই তিনি কৃতিত্বের সঙ্গে এসএসসি পাস করেন। ১৯৩৫ সালে তিনি ডিস্টিংশনসহ বরিশাল বিএম কলেজ থেকে বিএ পাস করেন।
পেশাগত জীবন শুরু হয় পিরোজপুর মহকুমা কর্মকর্তার সহকারী হিসেবে। কর্মদক্ষতার গুণে হয়ে যান বরিশাল শহরের জনসংযোগ কর্মকর্তা। এরপর তিনি ১৯৪৩ সালে কলকাতার বঙ্গীয় মুসলিম লীগ কার্যালয়ের সেক্রেটারি পদে যোগ দেন। সেখানে বেশি দিন থাকেননি। সোহরাওয়ার্দীর নির্দেশে তিনি ইত্তেহাদ পত্রিকা পরিচালনা পর্ষদের সেক্রেটারি হন। আবার তিনি ঢাকায় চলে আসেন ১৯৪৮ সালে। ১৯৫১ সালে তিনি মওলানা ভাসানীর কাছ থেকে সাপ্তাহিক ইত্তেফাকের সম্পাদকের দায়িত্ব বুঝে নেন। ১৯৫৩ সালে সাপ্তাহিকটি দৈনিকে রূপান্তরিত হয়। এর পর থেকে পত্রিকাটি জনগণের কাছাকাছি চলে যায়।
তিনি সব সময়ই চলমান রাজনীতি নিয়ে লিখতেন ‘মোসাফির’ ছদ্মনামে ‘রাজনৈতিক মঞ্চ’ উপসম্পাদকীয়, যা বেশ জনপ্রিয় হয়েছিল। তিনি লিখতেন শোষিত-বঞ্চিত বাঙালির পক্ষে জনগণের বোধগম্য ভাষায়। শেখ মুজিব তথা আওয়ামী লীগের অনেক সিদ্ধান্তের পেছনে ক্রিয়াশীল ছিল তাঁর কলাম উৎসারিত পরামর্শ।
আইয়ুব খানের সামরিক শাসনবিরোধী আন্দোলনে পত্রিকাটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সামরিক আইন লঙ্ঘনের অভিযোগে ১৯৫৯ সালে তিনি এক বছর জেল খাটেন। ১৯৬৩ সালে তিনি আবার গ্রেপ্তার হন। এ সময় পত্রিকাটির প্রকাশনাও নিষিদ্ধ হয়।
তফাজ্জল হোসেন মানিক মিয়া ইন্টারন্যাশনাল প্রেস ইনস্টিটিউটের পাকিস্তান শাখার প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন। ১৯৫৬ থেকে ১৯৫৮ পর্যন্ত তিনি ছিলেন সরকারি প্রেস কোর্ট অব অনার্সের সেক্রেটারি এবং পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইনসের (পিআইএ) পরিচালক।
১৯৬৯ সালের ১ জুন তিনি পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে মৃত্যুবরণ করেন।
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫পাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
০৮ মে ২০২৫