Ajker Patrika

‘তৃণমূলে নারী নেতৃত্ব বিকশিত হচ্ছে না’

নীলফামারী প্রতিনিধি
আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২১, ১২: ০৬
‘তৃণমূলে নারী নেতৃত্ব বিকশিত হচ্ছে না’

‘আমরা ইউনিয়ন পরিষদের নির্বাচিত সদস্য। জনগণ ভোট দিয়ে নির্বাচিত করেছে, অথচ আমরা উপেক্ষিত। রাজনৈতিকভাবেও অবহেলিত। রাজনীতিতে যে শতকরা ৩৩ ভাগ কোটা রয়েছে সেটিও অনুসরণ করা হচ্ছে না। যার কারণে বঞ্চিত হচ্ছেন নারীরা। এমনকি তৃণমূলে বিকশিত হচ্ছে না নারী নেতৃত্ব।’ উপরিউক্ত মন্তব্য করেছেন ‘অপরাজিতা-নারীর রাজনৈতিক ক্ষমতায়ন প্রকল্প’র আয়োজনে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে এক মতবিনিময় সভায় উপস্থিত অপরাজিতারা।

গতকাল বুধবার দুপুরে নীলফামারী শহরের কুখাপাড়াস্থ ডেমোক্রেসিওয়াচের কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়।

মতবিনিময় সভায় সদর উপজেলার ১৫টি ইউনিয়নের ৪৫ জন অপরাজিতা অংশগ্রহণ করেন।

সদর উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান ও নারী ফোরামের সভাপতি সান্তনা চক্রবর্তীর সভাপতিত্বে এতে বক্তব্য দেন সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক দীপক চক্রবর্তী, জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি তপন কুমার রায়, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আখতারুজ্জামান জুয়েল।

অপরাজিতাদের মধ্যে গোড়গ্রাম ইউনিয়ন পরিষদের সংরক্ষিত নারী ওয়ার্ড সদস্য মাসুদা আকতার মিনি, সংগলশী ইউনিয়ন পরিষদের সংরক্ষিত নারী ওয়ার্ড সদস্য লাকি আকতার, লক্ষীচাপ ইউনিয়ন পরিষদের সংরক্ষিত নারী ওয়ার্ড রোজিনা বেগম।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত