Ajker Patrika

কর্মসূচি না থাকায় ক্ষোভ

নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
আপডেট : ০৭ ডিসেম্বর ২০২১, ১৪: ৪৮
কর্মসূচি না থাকায় ক্ষোভ

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর মুক্ত দিবস আজ। ১৯৭১ সালের ৭ ডিসেম্বর বীর মুক্তিযোদ্ধারা নাসিরনগরকে হানাদার মুক্ত করেন। প্রতি বছর এ দিনে উপজেলা প্রশাসন নানা কর্মসূচি পালন করে। তবে এবারে সরকারিভাবে কোনো কর্মসূচি না থাকায় বীর মুক্তিযোদ্ধারা ক্ষোভ প্রকাশ করেন।

এ ছাড়া মুক্তিযোদ্ধাদের স্মৃতি ধরে রাখার জন্য ২০০৮ সালের ২৬ মার্চ উপজেলা পরিষদ চত্বরে স্মৃতিসৌধটি নির্মাণ করা হয়। তবে স্মৃতিসৌধটি নাসিরনগরে আজও উদ্বোধন করা হয়নি বলে জানা গেছে।

সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. সোহরাব মোল্লা বলেন, ‘গত বছরেও আমরা নাসিরনগর মুক্ত দিবস উপলক্ষে আলোচনা সভা করেছি। কিন্তু এ বছর মুক্তিযোদ্ধাদের নিজেদের মধ্যে গরমিল থাকায় হানাদার মুক্ত দিবস পালন করা যাচ্ছে না।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সভাপতি হালিমা খাতুন বলেন, ‘নাসিরনগর মুক্ত দিবস পালনে সরকারিভাবে কোনো নির্দেশনা আমরা পায়নি। তারপরও খোঁজ নিয়ে দেখছি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত