Ajker Patrika

প্রধান শিক্ষকের অপসারণ দাবিতে ছাত্রদের বিক্ষোভ

ফেনী প্রতিনিধি
আপডেট : ০১ এপ্রিল ২০২২, ১৮: ৪১
প্রধান শিক্ষকের অপসারণ দাবিতে ছাত্রদের বিক্ষোভ

ফেনী সেন্ট্রাল হাইস্কুলের প্রধান শিক্ষক সাইফুল ইসলামের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ এনে বিক্ষোভ করেছে স্কুলের ছাত্ররা। গতকাল বৃহস্পতিবার দুপুরে স্কুল প্রাঙ্গণ থেকে একাধিক মিছিল নিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে একত্র হতে থাকে ছাত্ররা। এ সময় শহরে তীব্র যানজট তৈরি হয়। পরে ছাত্রদের বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয় গিয়ে শেষ হয়।

মিছিলে ছাত্ররা স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে স্লোগান দিতে থাকে। তাঁরা ওই প্রধান শিক্ষকের অনিয়ম ও দুর্নীতির অভিযোগে তাঁর শাস্তি দাবি করে। এ সময় প্রধান শিক্ষকের অপসারণের দাবি জানায় ছাত্ররা।

আন্দোলনকারী ছাত্ররা জানায়, বিভিন্ন সময় সিলেবাসে নোট বইকে বাধ্যতামূলকভাবে অন্তর্ভুক্ত করা, একাধিকবার সেশন ফি নেওয়া, করোনার সময় অ্যাসাইনমেন্ট ফির নামে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিয়েছেন প্রধান শিক্ষক। বিক্ষোভরত ছাত্ররা এ সময় আরও বলে, প্রধান শিক্ষকের এসব অনিয়মের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা না নেওয়া হলে কঠোর আন্দোলনে যাবে তারা।

দশম শ্রেণির একজন শিক্ষার্থী অভিযোগ করে বলে, সরকার বিনা মূল্যে বই দিলেও নোট বই কিনতে বাধ্য করা হয়। যারা বই কিনছে না, তাদের ক্লাস থেকে বের করে দেওয়া হয়।

অপর এক শিক্ষার্থী বলে, করোনার সময়ে টাকা নেই বলে ১৯ জন খণ্ডকালীন শিক্ষক ও দুজন অফিস সহকারীকে স্কুল থেকে বের করে দেওয়া হয়েছে। অথচ করোনার মধ্যে আমাদের কাছ থেকে বেতন ও অ্যাসাইনমেন্ট ফি আদায় করা হয়েছে।

এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুল ইসলাম বলেন, ‘শিক্ষার্থীদের দাবির ভিত্তিতে ৩ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এ ব্যাপারে কোনো মন্তব্য করা যাবে না।’

এ দিকে তদন্ত কমিটির প্রধান এবং বিদ্যালয়ের পরিচালনা কমিটির সদস্য মোশারফ হোসেন জানান, ‘প্রতিটি অভিযোগের বিষয় খতিয়ে দেখা হচ্ছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত