Ajker Patrika

স্বামীর হাতে গৃহবধূ খুনের অভিযোগ

নরসিংদী প্রতিনিধি
আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২২, ১৪: ০৫
স্বামীর হাতে গৃহবধূ খুনের অভিযোগ

নরসিংদীর মাধবদীতে মাদকাসক্ত স্বামীর হাতে আছিয়া আক্তার (২৮) নামের গৃহবধূ খুনের অভিযোগ উঠেছে। গতকাল বুধবার সকালে উপজেলার মহিষাশুরা এলাকার একটি ইটভাটা থেকে ওই নারীর লাশ উদ্ধার করে পুলিশ।

নিহত আছিয়া বালুসাইর গ্রামের শওকত আলীর মেয়ে এবং একই এলাকার ফজর আলী ফজুর স্ত্রী। তিনি এক কন্যা ও দুই পুত্রসন্তানের জননী। ঘটনার পর থেকেই অভিযুক্ত স্বামী ফজর আলী পলাতক রয়েছেন।

এলাকাবাসী ও পুলিশ জানায়, মাদকাসক্ত ফজর আলী ফজুর সঙ্গে দীর্ঘদিন ধরে পারিবারিক কলহ চলছিল আছিয়ার। মাদক ও জুয়ার টাকার জন্য প্রায় প্রতিদিনই স্ত্রীকে মারধর করতো ফজর আলী।

নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার সাহেব আলী পাঠান জানান, মাদকের টাকার জন্য প্রায়ই স্ত্রীকে মারধর করতো ফজর আলী। গত মঙ্গলবার রাতে ঝগড়ার একপর্যায়ে স্ত্রীর মাথায় ইট ও লোহার রড দিয়ে পিটিয়ে মাথা থেঁতলে তাঁকে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। হত্যাকাণ্ডে সম্পৃক্ততার প্রাথমিক প্রমাণও মিলেছে স্বামীর বিরুদ্ধে, তাঁকে গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে পুলিশ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত