Ajker Patrika

চাকরি দেওয়ার নামে অর্থ আত্মসাৎ, আটক ১

বাগেরহাট প্রতিনিধি
আপডেট : ০১ নভেম্বর ২০২১, ১৭: ৩০
চাকরি দেওয়ার নামে অর্থ আত্মসাৎ, আটক ১

বাগেরহাটের রামপালে সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরে চাকরি দেওয়ার নামে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে সোহেল রানা নামের এক পরিবার পরিকল্পনা পরিদর্শককে আটক করেছে র‍্যাব। ভুক্তভোগীদের অভিযোগের প্রেক্ষিতে গত শনিবার রাতে উপজেলার ফয়লা বাজার থেকে তাঁকে আটক করা হয়।

আটক সোহেল রানা রামপাল উপজেলার বাইনতলা ইউনিয়নের পরিবার পরিকল্পনা পরিদর্শক এবং একই উপজেলার আলিপুর গ্রামের মৃত আলতাফ হোসেনের ছেলে।

গতকাল রোববার দুপুরে র‍্যাব-৬ খুলনার সহকারী পরিচালক মিডিয়া বজলুর রশীদ সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। বজলুর রশীদ বলেন, পরিবার পরিকল্পনা অধিদপ্তরে চাকরির সুবাদে সোহেল রানা এলাকার চাকরিপ্রত্যাশীদের বিভিন্ন দপ্তরের চাকরির প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ টাকা হাতিয়ে নিয়েছে।

ভুক্তভোগীদের অভিযোগ ও সোহেলের স্বীকারোক্তি অনুযায়ী তিনি বাগেরহাট সদর হাসপাতালে মাস্টাররোলে চাকরি দেওয়ার কথা বলে চারজন, ফয়লা বাজারে একটি ব্যক্তিগত ক্লিনিক স্থাপন করে ক্লিনিকের রিসিপশনিস্ট, নার্স, ডাক্তারসহ বিভিন্ন পদে চাকরির কথা বলে ২০ জন, পরিবার পরিকল্পনার চাকরির কথা বলে আটজন, এমএসআই-এ চাকরির কথা বলে একজন, পুলিশকল্যাণ ট্রাস্টের সিকিউরিটি গার্ডের জন্য চারজনসহ মোট অর্ধশতাধিক ব্যক্তির কাছ থেকে তিনি বিপুল পরিমাণ টাকা হাতিয়ে নিয়েছেন।

সোহেল তাঁর সহযোগীদের সহায়তায় নিজেই ভুয়া প্রবেশপত্র তৈরি এবং পরীক্ষার পর্ষদ গঠন করে ভুয়া নিয়োগপত্র প্রদান করতেন। র‍্যাব সোহেলের কাছ থেকে ৬০ জন ভুক্তভোগীর চাকরির নথিপত্র উদ্ধার করেছে। তাঁর কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত দুটি মুঠোফোন ও একটি পেনড্রাইভ উদ্ধার করা হয়েছে। আটক সোহেলের বিরুদ্ধে রামপাল থানায় প্রতারণার অভিযোগে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নিখোঁজ সাংবাদিক বিভুরঞ্জন সরকারের লাশ মিলল মেঘনায়, শোকাহত আজকের পত্রিকা

‘সামনে চমকপ্রদ বেশ কিছু ঘটনা ঘটবে, অনেক বিষয় আমি জানি’

কিশোরগঞ্জে যুবদলের দুই পক্ষের সংঘর্ষ-গুলি, নিহত ১

‘মব’ সৃষ্টি করে ৩ কিশোরকে সেতুর সঙ্গে বেঁধে রাতভর পিটুনি, নিহত ১

সনদ জালিয়াতি: ব্যাংকের চাকরি যাওয়া জাহাঙ্গীরের স্কুল সভাপতির পদও গেল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত