Ajker Patrika

পুকুর ভরাট বন্ধ করল পরিবেশ অধিদপ্তর

সাতক্ষীরা প্রতিনিধি
আপডেট : ৩০ ডিসেম্বর ২০২১, ১৫: ১২
পুকুর ভরাট বন্ধ করল পরিবেশ অধিদপ্তর

সাতক্ষীরা শহরের ধোপা পুকুরের পাড় বাঁধানোর নামে ভূমিদস্যুদের পুকুর ভরাটকাজ বন্ধ করে দিয়েছে পরিবেশ অধিদপ্তর। গতকাল বুধবার বিশেষ সতর্কীকরণ বোর্ড টাঙিয়ে এ কাজ বন্ধ করে দেওয়া হয়। তবে ওই চক্রটি আবারও চ্যালেঞ্জ করে পুকুর ভরাট করার জন্য দৌড় ঝাঁপ শুরু করেছে।

স্থানীয়রা জানান, জেলা শহরের সরকারপাড়া এলাকার ধোপা পুকুর পুকুরটি বহুদিন ধরে এলাকার বাসিন্দারা ব্যবহার করে আসছিলেন। তবে প্রায় বছর দশেক আগে ডা. শিবুপদের থেকে পুকুরটি কিনে নেন জলিল মোল্লা নামের এক ব্যক্তি। সে সময় শর্ত ছিল পুকুরটি সর্বসাধারণের ব্যবহারের জন্য উন্মুক্ত রেখে মাছ চাষ করতে হবে। কিন্তু পুকুরটি মাছ চাষের সময় উন্মুক্ত রাখা হয়নি।

এরপর গত মালিকপক্ষ পুকুরের পাড় তৈরির নামে গত ২৯ নভেম্বর সাতক্ষীরা ভূমি অফিসের একটি অনুমতি লাভ করে। তবে কর্তৃপক্ষকে ভুল বুঝিয়ে পুকুরের পাড় ভরাটের নামে পুকুরটি ভরাট শুরু হয়। অবৈধভাবে পুকুর ভরাটের কাজ জনসাধারণের গোচরে আসলে তাঁরা বিষয়টি কর্তৃপক্ষকে জানায়। তখন কর্তৃপক্ষ একটি আদেশ দ্বারা পুকুরটি ভরাট কাজ বন্ধ করে দেয়। কিন্তু এর ২-৩ দিন পর এই নিষেধাজ্ঞা অমান্য করে তারা পুনরায় পুকুর ভরাট কার্যক্রম শুরু করলে এলাকাবাসী এতে বাধা দেয়।

এ সময় জনৈক মো. আবদুল জলিল, মো. হাফিজুর রহমান, মোছা. মাহমুদা পারভীন ববি, মো. নাসির দাবি করেন যে, জেলা প্রশাসকের অনুমতিক্রমেই তাঁরা পুকুর ভরাট করছেন।

এ সময় তাঁদের কাছে জেলা প্রশাসকের কার্যালয়ের অনুমতিপত্র দেখতে চাইলে তারা বলেন, ‘অনুমতিপত্র আপনারা দেখতে চাইলে জেলা প্রশাসক কার্যালয়ের থেকে দেখে আসেন।’

এ বিষয়ে সাতক্ষীরা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক সরদার শরিফুল ইসলাম জানান, আইনের বাইরে গিয়ে পুকুর ভরাট করার কোনো সুযোগ নেই। বুধবার কাজ বন্ধ করার জন্য সতর্কীকরণ বোর্ড টাঙিয়ে দেওয়া হয়েছে। এ ছাড়া যারা পাড় বাঁধানোর নামে ভরাট করার চেষ্টা করেছেন তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত