Ajker Patrika

বেতন স্কেল উন্নীত করার দাবিতে কর্মবিরতি

সুবর্ণচর ও হাতিয়া প্রতিনিধি
আপডেট : ০২ মার্চ ২০২২, ১৮: ৫১
বেতন স্কেল উন্নীত করার দাবিতে কর্মবিরতি

নোয়াখালীর সুবর্ণচর ও হাতিয়া উপজেলায় পদবি পরিবর্তন ও বেতন স্কেল উন্নীতকরণের দাবিতে কর্মবিরতি পালন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয় এবং উপজেলা ভূমি অফিসের তৃতীয় শ্রেণির কর্মচারীরা।

বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতির (বাকাসস) সিদ্ধান্তে জেলা শাখার উদ্যোগে কেন্দ্রীয় কমিটির মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে প্রথম দিন এ কর্মবিরতি পালন করা হয়। গতকাল মঙ্গলবার সকালে অফিসের হাজিরা খাতায় স্বাক্ষর করে ৮ ঘণ্টা এ কর্মসূচি পালন করেন কর্মচারীরা।

সুবর্ণচর: সুবর্ণচর ইউএনও কার্যালয় এবং উপজেলা ভূমি অফিসের তৃতীয় শ্রেণির কর্মচারীরা এ কর্মসূচি পালন করেন। এ সময় তাঁরা সভা-সমাবেশ ও বিক্ষোভ করে তাঁদের দাবির পক্ষে স্লোগান দেন। তৃতীয় শ্রেণির কর্মচারীদের পদবি পরিবর্তন ও বেতন স্কেল সমন্বয়করণ-সংক্রান্ত দাবি বাস্তবায়নের জন্য বেশ কিছুদিন ধরে কর্মচারীরা উপজেলা পর্যায়ে বিক্ষোভ-সমাবেশ ও কর্মবিরতি পালন করেছেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের কর্মচারী মো. সিরাজ উদ্দিন বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা সত্ত্বেও আমলাতান্ত্রিক জটিলতায় তাঁদের দাবি মানা হচ্ছে না। তহশিলদার ও সহকারী তহশিলদারেরা কালেক্টরেট সহকারীদের নিচের বেতন স্কেল পেতেন। কিন্তু এখন তাঁরা বেতন স্কেল ও পদবিও পেয়েছেন। তাহলে কালেক্টরেট সহকারীরা কী দোষ করেছেন?

হাতিয়া: হাতিয়ায় সকালে উপজেলা ভূমি অফিসের প্রধান ফটকের সামনে অবস্থান নিয়ে কর্মচারীরা এই কর্মসূচি পালন করেন। কর্মসূচিতে অংশ নেওয়া সহকারীরা জানান, বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতি দীর্ঘদিন ধরে বিভাগীয় কমিশনার কার্যালয়, জেলা প্রশাসকের কার্যালয়, উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় ও সহকারী কমিশনারের (ভূমি) কার্যালয়ে কর্মরত অফিস সহকারীদের পদের নাম পরিবর্তন ও বেতন গ্রেড বৃদ্ধির জন্য আন্দোলন করে আসছেন।

এ ব্যাপারে হাতিয়া উপজেলা ভূমি অফিসের অফিস সহকারী ও বাংলাদেশ কালেক্টরেট সহকারী সিমিতি নোয়াখালী জেলা শাখার অর্থ সম্পাদক আব্দুল মুকিত বলেন, গতকাল থেকে সারা দেশে বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতির ব্যানারে কর্মবিরতি পালন করছেন কর্মচারীরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত এই কর্মবিরতি অব্যাহত থাকবে বলে জানান তিনি। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

ভারতের সঙ্গে সংঘাতে পাকিস্তানের ভাগ্যনিয়ন্তা সেনাপ্রধান জেনারেল মুনির

প্রবাসীর রেমিট্যান্সের অর্থ আত্মসাৎ, নারী ব্যাংক কর্মকর্তা কারাগারে

পাকিস্তানে কীভাবে হামলা চালাতে পারে ভারত, ইতিহাস যা বলছে

জনবল-সরঞ্জাম বেশি হলেও সমরশক্তিতে ভারত কি পাকিস্তানের চেয়ে এগিয়ে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত