Ajker Patrika

দুই শিশুসন্তান হত্যার দায়ে বাবার যাবজ্জীবন কারাদণ্ড

কুষ্টিয়া প্রতিনিধি
আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২২, ১৫: ৩২
দুই শিশুসন্তান হত্যার দায়ে বাবার যাবজ্জীবন কারাদণ্ড

কুষ্টিয়ার ভেড়ামারায় নিজের দুই শিশুসন্তানকে হত্যার দায়ে আবদুল মালেককে (৪২) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ২৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

গতকাল বৃহস্পতিবার বিকেলে কুষ্টিয়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-২-এর বিচারক মো. রেজাউল করিম আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। পরে আসামিকে জেলা কারাগারে পাঠানো হয়। সাজাপ্রাপ্ত আবদুল মালেক ভেড়ামারা উপজেলার বাহিরচর এলাকার বাসিন্দা।

কুষ্টিয়া জজ আদালতের পিপি অ্যাডভোকেট অনূপ কুমার নন্দী এ তথ্য নিশ্চিত করেছেন।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০১২ সালের ১৭ আগস্ট সকালে মেয়ে মুন্নী খাতুন (১০) ও ছেলে মুনসুরকে (৫) ভেড়ামারা ফেরিঘাট এলাকায় সেলুনে চুল কাটানোর কথা বলে বাড়ি থেকে নিয়ে যান আবদুল মালেক। এরপর ঈশ্বরদীগামী একটি শ্যালো ইঞ্জিনচালিত নছিমন গাড়িতে উঠে লালন শাহ সেতুর মাঝখানে দুই সন্তানসহ নেমে পড়েন।

প্রথমে মেয়ে মুন্নী খাতুন এবং পরে ছেলে মুনসুরকে সেতু থেকে পদ্মা নদীতে ফেলে দিয়ে হত্যা করেন। পরে ডুবুরিদল দুই শিশুর লাশ উদ্ধার করে। এ ঘটনার পরদিন মালেকের স্ত্রী মমতাজ খাতুন বাদী হয়ে ভেড়ামারা থানায় হত্যা মামলা করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

দুর্গাপূজায় অপ্রীতিকর ঘটনার আশঙ্কা নিয়ে বিএনপি নেতার বিতর্কিত মন্তব্য

হজের খরচ কমছে, সর্বনিম্ন প্যাকেজ ৪ লাখ ৬৭ হাজার

গ্যালারিতে বসে দেখার দিন শেষ, আমরা এখন নিজে খেলব: প্রধান উপদেষ্টা

ভারত-পাকিস্তান ‘হাইভোল্টেজ’ ফাইনাল নিয়ে সুপার কম্পিউটার কী বলে

নেছারাবাদে ছেলের গলায় দাও ধরে গরু ব্যবসায়ীর টাকা ছিনতাই

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত