Ajker Patrika

দিঘির পেটে বাড়ি-রাস্তা

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি
আপডেট : ০৮ নভেম্বর ২০২১, ১৩: ০৯
দিঘির পেটে বাড়ি-রাস্তা

পাথরঘাটা পৌর শহরের একটি সরকারি দিঘির পেটে চলে গেছে চলাচলের রাস্তা ও বাড়ির উঠানসহ প্রায় কোটি টাকার সম্পত্তি। এতে করে জনদুর্ভোগের পাশাপাশি ঝুঁকিতে রয়েছেন দিঘি সংলগ্ন অর্ধশতাধিক পরিবার।

দেখা যায়, পাথরঘাটা থানার সামনে মসজিদের পাশের রাস্তা ও বাড়ির উঠান দিঘিতে ভেঙে গেছে। এতে এ এলাকার বাসিন্দাদের চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে। দিঘির পাড়ে গাইড ওয়াল না থাকায় প্রতিদিন ব্যক্তিগত মালিকানার জমি ভেঙে যাচ্ছে।

স্থানীয় বাসিন্দা সিহাব সিকদার বলেন, ‘গত এক যুগেও দিঘিটি সংস্কারে কেউ কোনো উদ্যোগ নেয়নি। প্রয়াত মেয়র মল্লিক মোহাম্মদ আইয়ুব তাঁর প্রতিষ্ঠিত তাসলিমা মেমোরিয়াল একডেমির স্কুলের পাশের কিছু অংশে গাইড ওয়াল করে দিলেও পরবর্তীতে তা কেউ সংস্কারের উদ্যোগ নেয়নি।’

ভুক্তভোগী বাসিন্দা ইউসুফ আলী জানান, বিশাল এই দিঘির চারপাশে প্রায় কোটি টাকার জমি ভেঙে গেছে। কর্তৃপক্ষের এতে কোনো মাথা ব্যথা নেই। যদি এই দিঘিটি সংস্কার করে না হয়, তাহলে পৈতৃক বাড়িঘর ছেড়ে অন্যত্র যাওয়া ছাড়া আর কোনো বিকল্প উপায় নেই।

স্থানীয় কাউন্সিলর রফিকুল ইসলাম কাকন এ বিষয়ে জানান, গত দুই বছর আগে দিঘিটি সংস্কারের জন্য এলাকাবাসী মানববন্ধন করেছিলেন। তাঁরা স্মারকলিপিও দিয়েছিলেন। কিন্তু দিঘিটি সংস্কারের উদ্যোগ নেয়নি কেউ।

পাথরঘাটার পৌরমেয়র আনোয়ার হোসেন আকন জানান, পর্যাপ্ত বাজেট না থাকায় দিঘিটির সংস্কার কাজে হাত দেওয়া সম্ভব হয়নি। তবে অতি শিগগির সংস্কারের উদ্যোগ নেওয়া হবে।

এ বিষয়ে পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসাইন মোহাম্মদ আল মুজাহিদ জানান, পাথরঘাটা পৌর শহরে বেশ কয়েকটি সরকারি জলাধার (দিঘি) রয়েছে। এগুলো সরকারের পক্ষ থেকে সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। অতি শিগগিরই এ সকল জলাধার গুলো সংস্কার করে আধুনিকতায় রূপান্তর করা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘আমরা মরে গেলাম ঋণের দায়ে আর খাওয়ার অভাবে’, চিরকুটে লেখা

বাংলাদেশ শুল্কমুক্ত আমদানির ঘোষণা দিতেই ভারতে হু হু করে বাড়ছে চালের দাম

ফেসবুকে ছাত্রলীগ নেতার ‘হুমকি’, রাবিতে ১৫ আগস্টের কনসার্টে যাচ্ছে না আর্টসেল

জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ তদন্তে উচ্চপদস্থ বোর্ড গঠন: আইএসপিআর

পাবনায় প্রবাসীর স্ত্রীকে নিয়ে এএসআই উধাও, থানায় শ্বশুরের জিডি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত