পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি
পাথরঘাটা পৌর শহরের একটি সরকারি দিঘির পেটে চলে গেছে চলাচলের রাস্তা ও বাড়ির উঠানসহ প্রায় কোটি টাকার সম্পত্তি। এতে করে জনদুর্ভোগের পাশাপাশি ঝুঁকিতে রয়েছেন দিঘি সংলগ্ন অর্ধশতাধিক পরিবার।
দেখা যায়, পাথরঘাটা থানার সামনে মসজিদের পাশের রাস্তা ও বাড়ির উঠান দিঘিতে ভেঙে গেছে। এতে এ এলাকার বাসিন্দাদের চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে। দিঘির পাড়ে গাইড ওয়াল না থাকায় প্রতিদিন ব্যক্তিগত মালিকানার জমি ভেঙে যাচ্ছে।
স্থানীয় বাসিন্দা সিহাব সিকদার বলেন, ‘গত এক যুগেও দিঘিটি সংস্কারে কেউ কোনো উদ্যোগ নেয়নি। প্রয়াত মেয়র মল্লিক মোহাম্মদ আইয়ুব তাঁর প্রতিষ্ঠিত তাসলিমা মেমোরিয়াল একডেমির স্কুলের পাশের কিছু অংশে গাইড ওয়াল করে দিলেও পরবর্তীতে তা কেউ সংস্কারের উদ্যোগ নেয়নি।’
ভুক্তভোগী বাসিন্দা ইউসুফ আলী জানান, বিশাল এই দিঘির চারপাশে প্রায় কোটি টাকার জমি ভেঙে গেছে। কর্তৃপক্ষের এতে কোনো মাথা ব্যথা নেই। যদি এই দিঘিটি সংস্কার করে না হয়, তাহলে পৈতৃক বাড়িঘর ছেড়ে অন্যত্র যাওয়া ছাড়া আর কোনো বিকল্প উপায় নেই।
স্থানীয় কাউন্সিলর রফিকুল ইসলাম কাকন এ বিষয়ে জানান, গত দুই বছর আগে দিঘিটি সংস্কারের জন্য এলাকাবাসী মানববন্ধন করেছিলেন। তাঁরা স্মারকলিপিও দিয়েছিলেন। কিন্তু দিঘিটি সংস্কারের উদ্যোগ নেয়নি কেউ।
পাথরঘাটার পৌরমেয়র আনোয়ার হোসেন আকন জানান, পর্যাপ্ত বাজেট না থাকায় দিঘিটির সংস্কার কাজে হাত দেওয়া সম্ভব হয়নি। তবে অতি শিগগির সংস্কারের উদ্যোগ নেওয়া হবে।
এ বিষয়ে পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসাইন মোহাম্মদ আল মুজাহিদ জানান, পাথরঘাটা পৌর শহরে বেশ কয়েকটি সরকারি জলাধার (দিঘি) রয়েছে। এগুলো সরকারের পক্ষ থেকে সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। অতি শিগগিরই এ সকল জলাধার গুলো সংস্কার করে আধুনিকতায় রূপান্তর করা হবে।
পাথরঘাটা পৌর শহরের একটি সরকারি দিঘির পেটে চলে গেছে চলাচলের রাস্তা ও বাড়ির উঠানসহ প্রায় কোটি টাকার সম্পত্তি। এতে করে জনদুর্ভোগের পাশাপাশি ঝুঁকিতে রয়েছেন দিঘি সংলগ্ন অর্ধশতাধিক পরিবার।
দেখা যায়, পাথরঘাটা থানার সামনে মসজিদের পাশের রাস্তা ও বাড়ির উঠান দিঘিতে ভেঙে গেছে। এতে এ এলাকার বাসিন্দাদের চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে। দিঘির পাড়ে গাইড ওয়াল না থাকায় প্রতিদিন ব্যক্তিগত মালিকানার জমি ভেঙে যাচ্ছে।
স্থানীয় বাসিন্দা সিহাব সিকদার বলেন, ‘গত এক যুগেও দিঘিটি সংস্কারে কেউ কোনো উদ্যোগ নেয়নি। প্রয়াত মেয়র মল্লিক মোহাম্মদ আইয়ুব তাঁর প্রতিষ্ঠিত তাসলিমা মেমোরিয়াল একডেমির স্কুলের পাশের কিছু অংশে গাইড ওয়াল করে দিলেও পরবর্তীতে তা কেউ সংস্কারের উদ্যোগ নেয়নি।’
ভুক্তভোগী বাসিন্দা ইউসুফ আলী জানান, বিশাল এই দিঘির চারপাশে প্রায় কোটি টাকার জমি ভেঙে গেছে। কর্তৃপক্ষের এতে কোনো মাথা ব্যথা নেই। যদি এই দিঘিটি সংস্কার করে না হয়, তাহলে পৈতৃক বাড়িঘর ছেড়ে অন্যত্র যাওয়া ছাড়া আর কোনো বিকল্প উপায় নেই।
স্থানীয় কাউন্সিলর রফিকুল ইসলাম কাকন এ বিষয়ে জানান, গত দুই বছর আগে দিঘিটি সংস্কারের জন্য এলাকাবাসী মানববন্ধন করেছিলেন। তাঁরা স্মারকলিপিও দিয়েছিলেন। কিন্তু দিঘিটি সংস্কারের উদ্যোগ নেয়নি কেউ।
পাথরঘাটার পৌরমেয়র আনোয়ার হোসেন আকন জানান, পর্যাপ্ত বাজেট না থাকায় দিঘিটির সংস্কার কাজে হাত দেওয়া সম্ভব হয়নি। তবে অতি শিগগির সংস্কারের উদ্যোগ নেওয়া হবে।
এ বিষয়ে পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসাইন মোহাম্মদ আল মুজাহিদ জানান, পাথরঘাটা পৌর শহরে বেশ কয়েকটি সরকারি জলাধার (দিঘি) রয়েছে। এগুলো সরকারের পক্ষ থেকে সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। অতি শিগগিরই এ সকল জলাধার গুলো সংস্কার করে আধুনিকতায় রূপান্তর করা হবে।
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫পাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
০৮ মে ২০২৫