Ajker Patrika

গল্পনির্ভর সিনেমায় বনি-কৌশানি

আপডেট : ০৩ ডিসেম্বর ২০২২, ০৮: ৪৭
গল্পনির্ভর সিনেমায় বনি-কৌশানি

পশ্চিমবঙ্গের কমার্শিয়াল সিনেমার সফল জুটি বনি সেনগুপ্ত ও কৌশানি মুখোপাধ্যায়। গতকাল এই জুটির আরও একটি সিনেমা মুক্তি পেয়েছে। নাম ‘শুভ বিজয়া’। বনি-কৌশানিকে এই প্রথম দেখা যাবে কমার্শিয়াল সিনেমার বাইরে। এ প্রসঙ্গে বনি বলেন, ‘এটা পরিবারকেন্দ্রিক গল্পের সিনেমা। স্টোরি লাইনটা খুব ভালো। ক্যারিয়ারে বৈচিত্র্য আনার ইচ্ছা থেকেই এই সিনেমায় যুক্ত হওয়া।’

অন্যদিকে কৌশানি বলেন, ‘আমি কমার্শিয়াল কিংবা প্যারালাল সিনেমার মধ্যে তফাত করি না। আমার কাছে গল্প অনুযায়ী অভিনয়টাই আসল। এই সিনেমার উইমেনসেন্ট্রিক কনসেপ্ট আমাকে টেনেছে। এতে আমার চরিত্র উমা খুব নরম, ব্যালেন্সড এবং পরিণত। যার ওপর একটা সংসার চলছে। বিদেশ থাকে, দেশে এসে পরিবারের দায়িত্ব নেয়।’ বেশ সময় নিয়েই এ সিনেমার ডাবিং করেছেন অভিনেত্রী কৌশানি। শুধু তা-ই নয়, অভিনয়ের জন্য ওয়ার্কশপও করেছেন।

 টানা কমার্শিয়াল সিনেমায় অভিনয়ের ফলে অনেকেই ধরে নিয়েছিলেন বনি ও কৌশানিকে দিয়ে ড্রামা ফিল্ম খুব একটা হওয়ার নয়। এমনকি তাঁদের অভিনয়যোগ্যতা নিয়েও প্রশ্ন তুলেছিলেন অনেকে। এ প্রসঙ্গেও কথা বলেছেন বনি। তিনি বলেন, ‘পরিচালকের চাওয়ার ওপর নির্ভর করে আমাদের অভিনয়ের ধরন। অনেকের অভিযোগ, বনি-কৌশানি ওভার অ্যাকটিং করেন। এটা কিন্তু নির্ভর করে পরিচালক ও চরিত্রের চাহিদার ওপর। কমার্শিয়াল সিনেমায় আমাদের কাছ থেকে অনেক সময় ওভার দ্য টপ অভিনয় দাবি করা হয়। এ সিনেমায় আমার চরিত্র অনেক পরিণত। আন্ডার প্লে করতে হয়েছে অনেকটা। এখানে পরিচালক চেয়েছিলেন চাপা অভিনয়। সেভাবেই করার চেষ্টা করেছি।’

রোহান সেন পরিচালিত এই সিনেমার গল্প উত্তর কলকাতার এক বনেদি পরিবারকে কেন্দ্র করে। যৌথ পরিবারের ভাঙা-গড়া প্রাধান্য পেয়েছে গল্পে। এতে আরও রেয়েছেন চূর্ণী গঙ্গোপাধ‌্যায় ও কৌশিক গঙ্গোপাধ‌্যায়। তাঁরা এই বাড়ির অভিভাবক। তাঁদের ছেলে বনি আর ছেলের বউ কৌশানি। অন্যান্য চরিত্রে রয়েছেন খরাজ মুখোপাধ‌্যায়, মধুরিমা বসাক, দেবতনু, অমৃতা দে প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশসহ ৫ প্রতিবেশীকেই নিরাপত্তার জন্য হুমকি মনে করছে ভারত

পাসপোর্ট ছাড়াই ফ্লাইটে ক্যাপ্টেন মুনতাসির, জেদ্দায় আটক

ভুল করে মায়ের পাসপোর্ট নিয়ে জেদ্দায় যান বিমানের পাইলট মুনতাসির: কর্তৃপক্ষ

বিজিবির একজন আর্মি অফিসারকে এখনো গ্রেপ্তার করা হচ্ছে না: নাহিদ

হইচই ফেলেছে ন্যানো ব্যানানা, চ্যাটজিপিটিকে টপকাল জেমিনি

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত