সম্পাদকীয়
সমস্যা চিহ্নিত করার পরও সমাধানের জন্য সমবেত ও সমন্বিত উদ্যোগ না নিয়ে এর সঙ্গে বসবাসেই যেন আমরা অভ্যস্ত হয়ে পড়েছি। বাল্যবিবাহ যে আমাদের একটি বড় সামাজিক সমস্যা, এটা কে না জানে? কত উদ্যোগ, কত আয়োজন, প্রচার-প্রচারণা, আইন—অথচ বাল্যবিবাহ আগেও যেমন ছিল, এখনো তা আছে। ঘটা করে হয়তো বাল্যবিবাহের ঘটনা ঘটছে না, তবে গোপনে বা কোনো না কোনো কৌশলে তা চলছে।
নারীর অধিকার ও মর্যাদা নিয়ে বহু বছর ধরে কাজ করছে মহিলা পরিষদ। এই সংগঠনের পক্ষ থেকে বাল্যবিবাহ প্রতিরোধে সামাজিক সচেতনতা ছাড়াও আইন তৈরির জন্য বিভিন্ন সময় উদ্যোগ নেওয়া হয়েছে। বাল্যবিবাহ নিরোধ আইনও সরকার করেছে, সেটাও কয়েক বছর হয়ে গেল। কিন্তু তারপরও বাল্যবিবাহ যে কমছে না, তা মহিলা পরিষদেরই এক গবেষণা থেকে জানা যাচ্ছে। শুধু গ্রামীণ দরিদ্র ও শিক্ষার আলোবঞ্চিত পরিবারে নয়, মধ্যবিত্ত পরিবারগুলোতেও বাল্যবিবাহের হার অত্যন্ত উদ্বেগজনক, মোট বাল্যবিবাহের প্রায় এক-চতুর্থাংশ।
বাংলাদেশ মহিলা পরিষদ ‘বাল্যবিয়ের কারণ ও সামাজিক অভিঘাত’ শীর্ষক একটি সমীক্ষা করেছে।
২০২১ থেকে চলতি বছরের মে মাস পর্যন্ত আটটি বিভাগের সিটি করপোরেশন থেকে ইউনিয়ন পর্যায় পর্যন্ত ২ হাজার ৬০ জনের প্রাপ্ত তথ্যের ভিত্তিতে এই সমীক্ষা থেকে জানা গেছে, বাল্যবিবাহ দেওয়া অভিভাবকদের মধ্যে প্রায় ৩১ শতাংশ (২৬০ জন) নিরক্ষর, ৪১ শতাংশ (৩৪৭ জন) অক্ষরজ্ঞানসম্পন্ন, ২৬ শতাংশ (২১৭ জন) স্বল্পশিক্ষিত এবং শিক্ষিত ৪ শতাংশ (৩৩ জন)।
এই জরিপে অভিভাবকদের দেওয়া তথ্যে দেখা গেছে, ১৩-১৫ বছর বয়সী কন্যাশিশুরাই বেশি বাল্যবিবাহের শিকার, যা মোট বাল্যবিবাহের ৭২ শতাংশ। অন্যদিকে বাল্যবিবাহের শিকার ৫৭ শতাংশ কন্যাশিশুর বিয়ে ১২-১৫ বছরের মধ্যে হয়েছে। ৫৬ শতাংশ অভিভাবক বাল্যবিবাহের আইন সম্পর্কে অবগত হয়েও আইন অমান্য করে নানাভাবে তাঁদের কন্যাশিশুর বিয়ে দিয়েছেন।
আইন অনুযায়ী, ১৮ বছরের কম বয়সী কোনো মেয়ের বিয়ে দেওয়া অপরাধ। অথচ নানা অজুহাতে ১৮ বছরের আগেই অনেক মেয়ের বিয়ে দেওয়া হচ্ছে। আবার কোনো কোনো ক্ষেত্রে বয়স বাড়িয়ে অসৎ উপায়ে জন্মনিবন্ধন সনদ সংগ্রহ করে কিংবা কোনো কোনো ক্ষেত্রে যে কাজি বিয়ে পড়ান বা নিবন্ধন করেন, তিনিও টাকার বিনিময়ে জন্মনিবন্ধন সনদ ছাড়াই কাজটি করছেন।
বাল্যবিবাহ নিরোধবিষয়ক আইন থাকলেও তা কার্যকর করার ক্ষেত্রে কড়াকড়ি আরোপ না করার জন্যই আইন না মানার প্রবণতা দেখা যাচ্ছে। আইন থাকলেই হবে না, আইন অমান্য করলে শাস্তি পেতে হবে–এটা বাস্তবায়ন না করলে সুফল পাওয়ার আশা কম।
মন্ত্রণালয়, প্রশাসন, জনপ্রতিনিধি, নাগরিক সমাজ, বিভিন্ন মানবাধিকার ও উন্নয়ন সংগঠন যদি সমন্বয়ের মাধ্যমে কাজ করে, তাহলে বাল্যবিবাহ বন্ধে ইতিবাচক পরিবর্তন আসতে পারে।
দারিদ্র্য, নিরাপত্তাহীনতাসহ যেসব অজুহাতে বাল্যবিবাহ দেওয়া হয়ে থাকে, সেগুলো দূর করার উদ্যোগও অবশ্যই থাকতে হবে।
সমস্যা চিহ্নিত করার পরও সমাধানের জন্য সমবেত ও সমন্বিত উদ্যোগ না নিয়ে এর সঙ্গে বসবাসেই যেন আমরা অভ্যস্ত হয়ে পড়েছি। বাল্যবিবাহ যে আমাদের একটি বড় সামাজিক সমস্যা, এটা কে না জানে? কত উদ্যোগ, কত আয়োজন, প্রচার-প্রচারণা, আইন—অথচ বাল্যবিবাহ আগেও যেমন ছিল, এখনো তা আছে। ঘটা করে হয়তো বাল্যবিবাহের ঘটনা ঘটছে না, তবে গোপনে বা কোনো না কোনো কৌশলে তা চলছে।
নারীর অধিকার ও মর্যাদা নিয়ে বহু বছর ধরে কাজ করছে মহিলা পরিষদ। এই সংগঠনের পক্ষ থেকে বাল্যবিবাহ প্রতিরোধে সামাজিক সচেতনতা ছাড়াও আইন তৈরির জন্য বিভিন্ন সময় উদ্যোগ নেওয়া হয়েছে। বাল্যবিবাহ নিরোধ আইনও সরকার করেছে, সেটাও কয়েক বছর হয়ে গেল। কিন্তু তারপরও বাল্যবিবাহ যে কমছে না, তা মহিলা পরিষদেরই এক গবেষণা থেকে জানা যাচ্ছে। শুধু গ্রামীণ দরিদ্র ও শিক্ষার আলোবঞ্চিত পরিবারে নয়, মধ্যবিত্ত পরিবারগুলোতেও বাল্যবিবাহের হার অত্যন্ত উদ্বেগজনক, মোট বাল্যবিবাহের প্রায় এক-চতুর্থাংশ।
বাংলাদেশ মহিলা পরিষদ ‘বাল্যবিয়ের কারণ ও সামাজিক অভিঘাত’ শীর্ষক একটি সমীক্ষা করেছে।
২০২১ থেকে চলতি বছরের মে মাস পর্যন্ত আটটি বিভাগের সিটি করপোরেশন থেকে ইউনিয়ন পর্যায় পর্যন্ত ২ হাজার ৬০ জনের প্রাপ্ত তথ্যের ভিত্তিতে এই সমীক্ষা থেকে জানা গেছে, বাল্যবিবাহ দেওয়া অভিভাবকদের মধ্যে প্রায় ৩১ শতাংশ (২৬০ জন) নিরক্ষর, ৪১ শতাংশ (৩৪৭ জন) অক্ষরজ্ঞানসম্পন্ন, ২৬ শতাংশ (২১৭ জন) স্বল্পশিক্ষিত এবং শিক্ষিত ৪ শতাংশ (৩৩ জন)।
এই জরিপে অভিভাবকদের দেওয়া তথ্যে দেখা গেছে, ১৩-১৫ বছর বয়সী কন্যাশিশুরাই বেশি বাল্যবিবাহের শিকার, যা মোট বাল্যবিবাহের ৭২ শতাংশ। অন্যদিকে বাল্যবিবাহের শিকার ৫৭ শতাংশ কন্যাশিশুর বিয়ে ১২-১৫ বছরের মধ্যে হয়েছে। ৫৬ শতাংশ অভিভাবক বাল্যবিবাহের আইন সম্পর্কে অবগত হয়েও আইন অমান্য করে নানাভাবে তাঁদের কন্যাশিশুর বিয়ে দিয়েছেন।
আইন অনুযায়ী, ১৮ বছরের কম বয়সী কোনো মেয়ের বিয়ে দেওয়া অপরাধ। অথচ নানা অজুহাতে ১৮ বছরের আগেই অনেক মেয়ের বিয়ে দেওয়া হচ্ছে। আবার কোনো কোনো ক্ষেত্রে বয়স বাড়িয়ে অসৎ উপায়ে জন্মনিবন্ধন সনদ সংগ্রহ করে কিংবা কোনো কোনো ক্ষেত্রে যে কাজি বিয়ে পড়ান বা নিবন্ধন করেন, তিনিও টাকার বিনিময়ে জন্মনিবন্ধন সনদ ছাড়াই কাজটি করছেন।
বাল্যবিবাহ নিরোধবিষয়ক আইন থাকলেও তা কার্যকর করার ক্ষেত্রে কড়াকড়ি আরোপ না করার জন্যই আইন না মানার প্রবণতা দেখা যাচ্ছে। আইন থাকলেই হবে না, আইন অমান্য করলে শাস্তি পেতে হবে–এটা বাস্তবায়ন না করলে সুফল পাওয়ার আশা কম।
মন্ত্রণালয়, প্রশাসন, জনপ্রতিনিধি, নাগরিক সমাজ, বিভিন্ন মানবাধিকার ও উন্নয়ন সংগঠন যদি সমন্বয়ের মাধ্যমে কাজ করে, তাহলে বাল্যবিবাহ বন্ধে ইতিবাচক পরিবর্তন আসতে পারে।
দারিদ্র্য, নিরাপত্তাহীনতাসহ যেসব অজুহাতে বাল্যবিবাহ দেওয়া হয়ে থাকে, সেগুলো দূর করার উদ্যোগও অবশ্যই থাকতে হবে।
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫পাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
০৮ মে ২০২৫