Ajker Patrika

সুইডেনে উচ্চশিক্ষা: বিনা খরচে পড়াশোনার সুযোগ

সাদমান সাকিব বিন রশিদ
সুইডেনে উচ্চশিক্ষা: বিনা খরচে পড়াশোনার সুযোগ

সুইডেনের ইউনিভার্সিটির অনেকগুলোই ওয়ার্ল্ড র‍্যাঙ্কিংয়ে ওপরের সারিতে। তাই ইউনিভার্সিটি থেকে প্রদত্ত স্কলারশিপ বা বৃত্তিগুলো কিছুটা প্রতিযোগিতামূলক। সুইডেনের বেশির ভাগ ইউনিভার্সিটি বিভিন্ন স্কলারশিপ বা বৃত্তি দিয়ে থাকে, যা আপনাকে বিনা খরচে পড়াশোনা করার সুযোগ করে দিতে পারে। এ ছাড়া কাজের অভিজ্ঞতা থাকলে সুইডিশ ইনস্টিটিউট স্কলারশিপ ফর গ্লোবাল প্রফেশনালসে আবেদন করতে পারবেন। এ দেশের বৃত্তি নিয়ে বিস্তারিত কথা বলেছেন সুইডেনের উপসালা বিশ্ববিদ্যালয়ের ড্রাগ ডিসকভারি অ্যান্ড ডেভেলপমেন্ট (গ্লোবাল স্কলারশিপ হোল্ডার) বিভাগের স্নাতকোত্তর শিক্ষার্থী সাদমান সাকিব বিন রশিদ।

সাধারণত সুইডিশ সরকার বৃত্তি দিয়ে থাকে এবং প্রতি মাসে চলার জন্য জীবনধারণের ব্যয়ও দেওয়া হয়। কিন্তু ২ বছরের মাস্টার্স প্রোগ্রাম করে শিক্ষার্থীকে অবশ্যই নিজ দেশে ফেরত যেতে হবে। বাংলাদেশি ছাত্রছাত্রীদের সুইডিশ ইনস্টিটিউট স্কলারশিপ ফর গ্লোবাল প্রফেশনালসে ১০ থেকে ২০ ফেব্রুয়ারির মধ্যে অনলাইনে আবেদন করতে হবে। 

আবেদন কখন? 
প্রতিবছর সাধারণত অক্টোবর থেকে জানুয়ারির ১৫ তারিখ পর্যন্ত আবেদনের সময়সীমা থাকে। তবে বিভিন্ন প্রোগ্রাম অনুযায়ী, সময়সীমা ভিন্ন হতে পারে। সুইডেনে আবেদন-প্রক্রিয়া কিছুটা ভিন্ন। একজন আবেদনকারীকে Universityadmissions. se এই ওয়েবসাইটে প্রবেশ করে Apply to Swedish universities-এ গিয়ে অ্যাকাউন্ট তৈরি করতে হবে এবং এই অ্যাকাউন্ট দিয়ে সর্বোচ্চ চারটি বিশ্ববিদ্যালয় বা প্রোগ্রামে আবেদন করতে পারবেন। আবেদনকারীকে অবশ্যই স্নাতক ডিগ্রিধারী হতে হবে। স্নাতক শেষ বর্ষে থাকা অবস্থায়ও আবেদন করতে পারবেন, সে ক্ষেত্রে মাস্টার্স শুরুর আগে অবশ্যই স্নাতক সম্পন্ন হতে হবে, নইলে আবেদন গ্রহণযোগ্য হবে না।  

আবেদনের প্রক্রিয়া

সুইডেনে আবেদনের প্রক্রিয়া সম্পূর্ণ অনলাইনে করা যায় এবং Universityadmissions. se ওয়েবসাইট থেকেই সব আবেদনের প্রক্রিয়া সম্পন্ন করতে হয়। 
নিজের পছন্দ অনুযায়ী প্রোগ্রাম বাছাই করে তাদের নিজস্ব ওয়েবসাইট থেকে আবেদনের পদক্ষেপ এবং ন্যূনতম যোগ্যতা দেখে নিয়ে নিজেকে সেভাবে প্রস্তুত করাই শ্রেয়। 
সাধারণত প্রয়োজনীয় কাগজপত্র স্ক্যান করে নির্ধারিত ওয়েবসাইটে আপলোড অথবা ই-মেইলের মাধ্যমে আবেদন করতে হয়। 
প্রোগ্রামের প্রয়োজন অনুযায়ী, প্রাথমিকভাবে বাছাইকৃত আবেদনকারীদের ইন্টারভিউ হতে পারে।
সাধারণত ৭ এপ্রিলের মধ্যেই ফলাফল পেয়ে যাবেন। 

কী কী কাগজপত্র লাগে?

  • স্নাতক পরীক্ষার ট্রান্সক্রিপ্ট ও সনদ (মাস্টার্স করা থাকলে ট্রান্সক্রিপ্ট ও সনদ)। 
  • সিভি 
  • ইংরেজি দক্ষতার সনদ (IELTS/TOFEL)।  
  • মোটিভেশন লেটার। 
  • রেকমেন্ডেশন লেটার (২-৩টি)।  
  • অন্যান্য (পাবলিকেশন, চাকরির অভিজ্ঞতা, সহপাঠ্য ক্রমিক কার্যকলাপের সনদ ইত্যাদি)।  

পিএইচডি
সুইডেনে পিএইচডিকে চাকরি হিসেবে বিবেচনা করা হয় এবং আপনি পিএইচডি প্রার্থী হলে আপনাকে সরাসরি ওয়ার্ক পারমিট ভিসায় বিবেচনা করতে পারে। পিএইচডির ভ্যাকেনসি সরাসরি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে দেওয়া থাকে।

সুযোগ-সুবিধা

  • সুইডেনে পড়াশোনা শেষ করে আপনি কমপক্ষে ১ বছর জন সার্চিং ভিসা পাবেন, যা ১ বছর পর আবার নতুন করে করা যাবে। 
  • স্কলারশিপ বা বৃত্তিভেদে বিনা খরচে পড়াশোনা করার সুবিধা। 
  • স্নাতক পর্যায়ে ন্যূনতম ৩০ ক্রেডিট সম্পন্ন করে ওয়ার্ক পারমিট ভিসায় যাওয়ার সুবিধা। 
  • আপনি যদি বিবাহিত হন, তাহলে আপনার স্বামী-স্ত্রী সম্পূর্ণ বিনা খরচে পড়ালেখা করতে পারবে বা চাইলে ফুলটাইম চাকরি করতে পারবেন।
  • ইন্টার্নশিপ সুবিধা। 
  • শেনজেন ভিসা। 

কীভাবে এগিয়ে থাকবেন

  • নিজের ব্যাকগ্রাউন্ডের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ প্রোগ্রাম বাছাই করা। 
  • অত্যন্ত গুরুত্বের সঙ্গে প্রোগ্রামের সঙ্গে মিল রেখে মোটিভেশন লেটার লেখা। 
  • রেকমেন্ডেশন লেটারের জন্য শিক্ষক বা কর্মক্ষেত্রের ঊর্ধ্বতন কর্মকর্তাকে আগে থেকেই অবহিত করা। 
  • প্রোগ্রামের কো-অর্ডিনেটররা অত্যন্ত সহায়ক হয়ে থাকেন, আবেদনে কোনো বিভ্রান্তি থাকলে সরাসরি ই-মেইলের মাধ্যমে তাঁদের সঙ্গে যোগাযোগ করা। 
  • সময় নষ্ট না করে, যে বিষয়ে পড়তে আগ্রহী, সে-সম্পর্কিত দক্ষতা অর্জন করা। 

পরামর্শ
সুইডেনে ১ বছর মেয়াদি মাস্টার্স প্রোগ্রামে না আসাই ভালো। আপনাকে নানা রকম প্রতিকূলতায় ভুগতে হবে। যেকোনো বৃত্তি অর্জন বা প্রোগ্রামে ভর্তি অত্যন্ত প্রতিযোগিতাপূর্ণ, কষ্টসাধ্য ও সময়সাপেক্ষ ব্যাপার, সে জন্য ধৈর্য ধারণ করে দৃঢ়তার সঙ্গে নিজেকে যেকোনো পরিস্থিতির জন্য প্রস্তুত রাখতে হবে। সবার জন্য শুভকামনা ও অগ্রিম অভিনন্দন। 

অনুলিখন: জুবায়ের আহম্মেদ

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

পিটুনিতে নিহত সেই শামীম মোল্লাকে বহিষ্কার করল জাবি প্রশাসন, সমালোচনার ঝড়

জনবল-সরঞ্জাম বেশি হলেও সমরশক্তিতে ভারত কি পাকিস্তানের চেয়ে এগিয়ে

১০-১২তম গ্রেডে নিয়োগ: প্রতি পদের বিপরীতে দুজন থাকবেন অপেক্ষমাণ

মধুপুরে বিদ্যালয়ে ঢুকে শিক্ষককে জুতাপেটা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত